ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৪
শিরোনামঃ
প্রতিমা তৈরিতে ব্যস্ত নেত্রকোনার মৃৎশিল্পীরা র‍্যাবের অভিযানে বারহাট্টা উপজেলা আ.লীগের সভাপতি আটক আত্নগোপনে থেকেও শেষ রক্ষা পেলেন না আ.লীগ সভাপতি খায়রুল কবির ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার সাবেক পৌর মেয়র প্রতীকি ক্লাস ও বই পড়া কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাত গত বুধবার থেকে রাজশাহী নগরীতে আন্দোলন করে আসছেন রামেবির ২৩ কলেজের নার্সিং শিক্ষার্থীরা নেত্রকোনায় র‍্যাবের অভিযানে শিশু ধর্ষক গ্রেপ্তার পল্লী বিদ্যুৎ সমিতির মনগড়া বিলে, অতিষ্ঠ গ্রাহকরা নেত্রকোনায় অবৈধ ভারতীয় চিনি জব্দ

আত্নগোপনে থেকেও শেষ রক্ষা পেলেন না আ.লীগ সভাপতি খায়রুল কবির

#
news image

আত্নগোপনে থেকেও শেষ রক্ষা পেলেন না আ.লীগ সভাপতি খায়রুল কবির

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

 

নেত্রকোনার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪।

আটক হওয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল কবির খোকন উপজেলার প্রেমনগর-ছালিপুরা গ্রামের পশর আলীর ছেলে ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

ময়মনসিংহ র‍্যাব-১৪, কিশোরগঞ্জ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে মামলায় এজাহারনামীয় অপরাপর আসামিসহ অজ্ঞাতনামা আসামিগণ বেআইনি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বারহাট্টা উপজেলাধীন মাইল্যাব ডায়াগনেস্টিক সেন্টারে প্রবেশ করে আনুমানিক ২ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুটপাট ও ডায়াগনস্টিক সেন্টার ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন ও আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. আশিক মিয়া (৩০) বাদি হয়ে গত ১৯ আগস্ট বারহাট্টা থানায় মামলা দায়ের করলে আসামিগণ আত্নগোপনে চলে যান।

তিনি বলেন, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামি উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আইনী প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার বারহাট্টা থানায় হস্তান্তর করা হবে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ১৯ আগস্ট বারহাট্টা থানায় দুটি মামলা হয়েছে। লুটপাট ও ডায়াগনস্টিক সেন্টার ভাংচুর মামলার বাদী আশিক মিয়া এবং গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ মামলার বাদী আমিনুল ইসলাম ৩৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছিল। এ মামলার ২নং আসামি বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে ঢাকায় আটক করেছে (র‍্যাব)। তাকে রাতেই বারহাট্টা থানায় হস্তান্তর করবে। এর পর আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

 

 

জেলা প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২৪,  9:49 PM

news image

আত্নগোপনে থেকেও শেষ রক্ষা পেলেন না আ.লীগ সভাপতি খায়রুল কবির

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

 

নেত্রকোনার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪।

আটক হওয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল কবির খোকন উপজেলার প্রেমনগর-ছালিপুরা গ্রামের পশর আলীর ছেলে ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

ময়মনসিংহ র‍্যাব-১৪, কিশোরগঞ্জ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে মামলায় এজাহারনামীয় অপরাপর আসামিসহ অজ্ঞাতনামা আসামিগণ বেআইনি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বারহাট্টা উপজেলাধীন মাইল্যাব ডায়াগনেস্টিক সেন্টারে প্রবেশ করে আনুমানিক ২ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুটপাট ও ডায়াগনস্টিক সেন্টার ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন ও আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. আশিক মিয়া (৩০) বাদি হয়ে গত ১৯ আগস্ট বারহাট্টা থানায় মামলা দায়ের করলে আসামিগণ আত্নগোপনে চলে যান।

তিনি বলেন, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামি উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আইনী প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার বারহাট্টা থানায় হস্তান্তর করা হবে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ১৯ আগস্ট বারহাট্টা থানায় দুটি মামলা হয়েছে। লুটপাট ও ডায়াগনস্টিক সেন্টার ভাংচুর মামলার বাদী আশিক মিয়া এবং গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ মামলার বাদী আমিনুল ইসলাম ৩৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছিল। এ মামলার ২নং আসামি বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে ঢাকায় আটক করেছে (র‍্যাব)। তাকে রাতেই বারহাট্টা থানায় হস্তান্তর করবে। এর পর আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।