ঢাকা ০৩ ডিসেম্বর, ২০২৫
শিরোনামঃ
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুরে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  পিরোজপুরে  সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর অতর্কিত হামলা বাগেরহাট যুবদলের কোরান খতম ও দোয়া মাহফিল বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে সরকার সহায়তা করবে : পররাষ্ট্র উপদেষ্টা দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া : জাহিদ হোসেন এলপিজি দাম সমন্বয় করেছে সরকার

জলবায়ু পরিবর্তনের কারণে গর্ভাবস্থায় জটিলতা বাড়ছে: গবেষণা

#
news image

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চরম তাপপ্রবাহ গর্ভাবস্থায় বিপজ্জনক জটিলতার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে—বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটি সতর্ক করা হয়েছে।

গর্ভাবস্থায় অতিরিক্ত তাপের সংস্পর্শে এলে সময়ের আগেই প্রসব, মৃত সন্তান জন্ম, জন্মগত ত্রুটি ও গর্ভাবস্থাজনিত ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে—এমনটি আগেই প্রমাণিত হয়েছে।

প্যারিস থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট সেন্ট্রাল-এর নতুন এই প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালের পর থেকে গর্ভবতী নারীরা কতটা বেশি অতিরিক্ত গরমের মুখোমুখি হচ্ছেন এবং এর জন্য জলবায়ু পরিবর্তন কতটা দায়ী।

দুনিয়াজুড়ে ২৪৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ২২২টিতেই গত পাঁচ বছরে গড় বার্ষিক ‘প্রেগন্যান্সি হিট-রিস্ক ডে’ দ্বিগুণ বা তারও বেশি বেড়েছে এবং এর মূল কারণ জলবায়ু পরিবর্তন—প্রতিবেদনে এমন দাবি করা হয়।

বিশেষ করে ক্যারিবীয় অঞ্চল, মধ্য ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও সাহেলসহ সাব-সাহারান আফ্রিকার মতো স্বাস্থ্যসেবায় সীমিত সুবিধাপ্রাপ্ত উন্নয়নশীল দেশগুলোতে এই প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে।

তবে গবেষকেরা কেবলমাত্র তীব্র গরমের দিনের সংখ্যা বিশ্লেষণ করেছেন, গর্ভবতী নারীরা কীভাবে এই গরমে শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন, তা এ গবেষণায় বিবেচনা করা হয়নি।

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন-এর মাতৃস্বাস্থ্য ও চরম আবহাওয়া বিশেষজ্ঞ আনা বোনেল, যিনি এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না, এএফপিকে বলেন—এই প্রতিবেদনটি দেখায় কীভাবে গর্ভবতী নারীরা ক্রমবর্ধমানভাবে চরম তাপপ্রবাহের ঝুঁকির মধ্যে পড়ছেন।

তিনি বলেন, একই রকম ঝুঁকি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে।

তীব্র গরমের মানবদেহে ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণা বাড়লেও কেন এই প্রভাব পড়ে, সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে এখনো অনেক কিছু অজানা বলে মন্তব্য করেন বোনেল।

২০২৪ সালে নেচার মেডিসিন-এ প্রকাশিত একটি বড় গবেষণায় দেখা যায়, তাপপ্রবাহ গর্ভাবস্থার জটিলতা হওয়ার সম্ভাবনা ১.২৫ গুণ বাড়িয়ে দেয়।

জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বব্যাপী কার্যকর উদ্যোগের পাশাপাশি স্থানীয়ভাবে ঝুঁকি কমাতে নানা উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ফরাসি মহামারিবিদ লুসি অ্যাডেলেইড বলেন, ‘এলাকা সবুজায়ন, দূষণ হ্রাস, ঠান্ডা আশ্রয়স্থল তৈরি ও বাসিন্দাদের সচেতন করা—এই সবই তাপপ্রবাহ মোকাবেলায় সহায়ক হতে পারে।’

তিনি আরও বলেন, তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রচারে গর্ভবতী নারীদের বিষয়ে সচেতনতামূলক বার্তা যোগ করা জরুরি, কারণ বর্তমানে বেশিরভাগ প্রচার-উপকরণে তাদের উল্লেখই থাকে না।

অনলাইন ডেক্স :

১৪ মে, ২০২৫,  3:22 PM

news image

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চরম তাপপ্রবাহ গর্ভাবস্থায় বিপজ্জনক জটিলতার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে—বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটি সতর্ক করা হয়েছে।

গর্ভাবস্থায় অতিরিক্ত তাপের সংস্পর্শে এলে সময়ের আগেই প্রসব, মৃত সন্তান জন্ম, জন্মগত ত্রুটি ও গর্ভাবস্থাজনিত ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে—এমনটি আগেই প্রমাণিত হয়েছে।

প্যারিস থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট সেন্ট্রাল-এর নতুন এই প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালের পর থেকে গর্ভবতী নারীরা কতটা বেশি অতিরিক্ত গরমের মুখোমুখি হচ্ছেন এবং এর জন্য জলবায়ু পরিবর্তন কতটা দায়ী।

দুনিয়াজুড়ে ২৪৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ২২২টিতেই গত পাঁচ বছরে গড় বার্ষিক ‘প্রেগন্যান্সি হিট-রিস্ক ডে’ দ্বিগুণ বা তারও বেশি বেড়েছে এবং এর মূল কারণ জলবায়ু পরিবর্তন—প্রতিবেদনে এমন দাবি করা হয়।

বিশেষ করে ক্যারিবীয় অঞ্চল, মধ্য ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও সাহেলসহ সাব-সাহারান আফ্রিকার মতো স্বাস্থ্যসেবায় সীমিত সুবিধাপ্রাপ্ত উন্নয়নশীল দেশগুলোতে এই প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে।

তবে গবেষকেরা কেবলমাত্র তীব্র গরমের দিনের সংখ্যা বিশ্লেষণ করেছেন, গর্ভবতী নারীরা কীভাবে এই গরমে শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন, তা এ গবেষণায় বিবেচনা করা হয়নি।

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন-এর মাতৃস্বাস্থ্য ও চরম আবহাওয়া বিশেষজ্ঞ আনা বোনেল, যিনি এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না, এএফপিকে বলেন—এই প্রতিবেদনটি দেখায় কীভাবে গর্ভবতী নারীরা ক্রমবর্ধমানভাবে চরম তাপপ্রবাহের ঝুঁকির মধ্যে পড়ছেন।

তিনি বলেন, একই রকম ঝুঁকি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে।

তীব্র গরমের মানবদেহে ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণা বাড়লেও কেন এই প্রভাব পড়ে, সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে এখনো অনেক কিছু অজানা বলে মন্তব্য করেন বোনেল।

২০২৪ সালে নেচার মেডিসিন-এ প্রকাশিত একটি বড় গবেষণায় দেখা যায়, তাপপ্রবাহ গর্ভাবস্থার জটিলতা হওয়ার সম্ভাবনা ১.২৫ গুণ বাড়িয়ে দেয়।

জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বব্যাপী কার্যকর উদ্যোগের পাশাপাশি স্থানীয়ভাবে ঝুঁকি কমাতে নানা উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ফরাসি মহামারিবিদ লুসি অ্যাডেলেইড বলেন, ‘এলাকা সবুজায়ন, দূষণ হ্রাস, ঠান্ডা আশ্রয়স্থল তৈরি ও বাসিন্দাদের সচেতন করা—এই সবই তাপপ্রবাহ মোকাবেলায় সহায়ক হতে পারে।’

তিনি আরও বলেন, তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রচারে গর্ভবতী নারীদের বিষয়ে সচেতনতামূলক বার্তা যোগ করা জরুরি, কারণ বর্তমানে বেশিরভাগ প্রচার-উপকরণে তাদের উল্লেখই থাকে না।