র্যাব-৫ রাজশাহী কর্তৃক সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য আটক-৩
জেলা প্রতিনিধি
০৭ জুন, ২০২৪, 11:02 PM
র্যাব-৫ রাজশাহী কর্তৃক সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য আটক-৩
র্যাব-৫ রাজশাহী কর্তৃক সংঘবদ্ধ মাদক চক্রের
সদস্য আটক-৩
০৭ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী
মাদক বিরোধী অভিযান গাঁজাসহ ৩ জন সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যকে
আটক করেছে। নওগাঁ জেলার পত্নীতলা থানার ঘোষনগর এলাকায় অভিযান
চালিয়ে ঘোষনগর গ্রামের মোঃ নবির উদ্দিনের ছেলে মোঃ নুর নবী(৩৮),
চাঁপড়া গ্রামের রামপদ এর ছেলে রজনী কান্ত (৩২) ও নাচোল থানার
দেউপাড়ার মোঃ ইসাহাকের ছেলে মোঃ নবী (৩০) -কে আটক করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্প্রতিবার(৬ জুন) দিনগত রাত ১২টা
৪৫মিনিটে ৪৭.৫ কেজি গাঁজা, মোবাইল ও সীমসহ এদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় মামলা কার্যক্রম
প্রক্রিয়াধীন আছে বলে র্যাাব-৫ রাজশাহী জাানান।
জেলা প্রতিনিধি
০৭ জুন, ২০২৪, 11:02 PM
র্যাব-৫ রাজশাহী কর্তৃক সংঘবদ্ধ মাদক চক্রের
সদস্য আটক-৩
০৭ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী
মাদক বিরোধী অভিযান গাঁজাসহ ৩ জন সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যকে
আটক করেছে। নওগাঁ জেলার পত্নীতলা থানার ঘোষনগর এলাকায় অভিযান
চালিয়ে ঘোষনগর গ্রামের মোঃ নবির উদ্দিনের ছেলে মোঃ নুর নবী(৩৮),
চাঁপড়া গ্রামের রামপদ এর ছেলে রজনী কান্ত (৩২) ও নাচোল থানার
দেউপাড়ার মোঃ ইসাহাকের ছেলে মোঃ নবী (৩০) -কে আটক করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্প্রতিবার(৬ জুন) দিনগত রাত ১২টা
৪৫মিনিটে ৪৭.৫ কেজি গাঁজা, মোবাইল ও সীমসহ এদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় মামলা কার্যক্রম
প্রক্রিয়াধীন আছে বলে র্যাাব-৫ রাজশাহী জাানান।