ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
শিরোনামঃ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার : তৌহিদ পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি ঢাবিতে বিভিন্ন ভাষার এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু খনিজ চুক্তি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে ‘উপযুক্ত টেস্ট উইকেট’ চান সিমন্স সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার সরকারি গাড়িতে পার্কে ঘুরতে যাওয়ার মিথ্যা সংবাদ প্রকাশ করে ইউএনও'কে বিভ্রান্ত করার চেষ্টা

সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার পর নির্বাচন দিন। অন্যথায় জনগণ নির্বাচন মানবে না।

তিনি বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া ডেডলাইনের মধ্যেই সকল সংস্কার শেষ করুন। জুলাই গণহত্যার বিচার করুন। তাহলে জনগণ নির্বাচন মেনে নিবে। ২০১৪, ২০১৮, ২০২৪ এর মত প্রহসনের নির্বাচন দেশের জনগণ চায়না। জনগণের চাহিদানুযায়ী একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন দিলে জনগণ আপনাদের পাশে থাকবে।'

আজ শুক্রবার বিকেলে জেলার চৌদ্দগ্রাম বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলামী সে প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে। বিগত ১৫ বছরে শেখ হাসিনা ও তার সঙ্গীরা আমাদেরকে রক্তের সাগরে ভাসিয়ে গুম ও খুন করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে নির্দয়ভাবে আটকে রেখেছে। শাপলা চত্বরের খুনি, বিডিআরের খুনি ও সাঈদী সাহেবের খুনিদেরকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নির্বাচনের আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এক কথায় প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিন, সে নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে।'

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, উপজেলা মসলিশে সূরা সদস্য নুরে আলম মিয়াজী, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী এয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, অধ্যাপক আবদুল কাদের, মাওলানা আবুল হাশেম, মো: সাহাব উদ্দিন, মাওলানা হাসান মজুমদার, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মহসিন কবির, ব্যবসায়ী নেতা সৈয়দ একরামুল হক হারুন, আলহাজ শাহনেওয়াজ কাজল, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, উপজেলা সদর শিবির সভাপতি মোজাম্মেল হক, উত্তর শাখা শিবিরের সভাপতি মাসুম মিয়াজী।

নিজস্ব প্রতিবেদক :

১৯ এপ্রিল, ২০২৫,  12:48 AM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার পর নির্বাচন দিন। অন্যথায় জনগণ নির্বাচন মানবে না।

তিনি বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া ডেডলাইনের মধ্যেই সকল সংস্কার শেষ করুন। জুলাই গণহত্যার বিচার করুন। তাহলে জনগণ নির্বাচন মেনে নিবে। ২০১৪, ২০১৮, ২০২৪ এর মত প্রহসনের নির্বাচন দেশের জনগণ চায়না। জনগণের চাহিদানুযায়ী একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন দিলে জনগণ আপনাদের পাশে থাকবে।'

আজ শুক্রবার বিকেলে জেলার চৌদ্দগ্রাম বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলামী সে প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে। বিগত ১৫ বছরে শেখ হাসিনা ও তার সঙ্গীরা আমাদেরকে রক্তের সাগরে ভাসিয়ে গুম ও খুন করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে নির্দয়ভাবে আটকে রেখেছে। শাপলা চত্বরের খুনি, বিডিআরের খুনি ও সাঈদী সাহেবের খুনিদেরকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নির্বাচনের আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এক কথায় প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিন, সে নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে।'

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, উপজেলা মসলিশে সূরা সদস্য নুরে আলম মিয়াজী, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী এয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, অধ্যাপক আবদুল কাদের, মাওলানা আবুল হাশেম, মো: সাহাব উদ্দিন, মাওলানা হাসান মজুমদার, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মহসিন কবির, ব্যবসায়ী নেতা সৈয়দ একরামুল হক হারুন, আলহাজ শাহনেওয়াজ কাজল, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, উপজেলা সদর শিবির সভাপতি মোজাম্মেল হক, উত্তর শাখা শিবিরের সভাপতি মাসুম মিয়াজী।