আদালতের রায়ের পরেও ভোগ দখলে আতংকে মোজাম্মেল ও আজিজুল গংদের
গাজীপুর মহানগর প্রতিনিধি :
১৪ এপ্রিল, ২০২৫, 2:49 AM
আদালতের রায়ের পরেও ভোগ দখলে আতংকে মোজাম্মেল ও আজিজুল গংদের
ওয়ারিশ সুত্রে ও ক্রয়সুত্রে মালিকানা জমিতে ভোগ দখল নিয়ে আতংকে পরিবার,অভিযোগ মোজাম্মেল ও আজিজুল গংদের
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর ১৬ নং ওয়ার্ডের পালেরপাড়া / মিরবহর এলাকায় ওয়ারিশ সুত্রে জমির মালিক মোজাম্মেল হক ও আছিয়া গং।
আছিয়ার কাছ থেকে জমি ক্রয় করে জমির মালিক হয়েছেন যুবদল নেতা মোঃ আজিজুল ইসলাম আজিজ।
তারা উভয়ে পরস্পরের আত্মীয় হওয়ায় ৭ কাঠা পরিমান জমি বাউন্ডারি করে,একটি ঘরও নির্মাণ করে বসবাস করছেন বাচ্চু নামের এক কেয়ারটেকার।
কিছুদিন যেতে না যেতেই বাধাবিপত্তির আসে ইমন পায়েল নামে তাদের আত্মীয়র। তারা ঐ জমি নিজের বলে দাবি করে কোর্টে বিজ্ঞ অতিরিক্ত গাজীপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মোঃ নং ১০৪৫/ ২০২৪ ফৌজদারি কার্যবিধির আইনের ১৪৫ ধারা মামলা করেন। কিন্তু আদালত সব দিক বিবেচনা করে স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে ২৭/০৩/২০২৫ইং
রায় দেন মোজাম্মেল,আছিয়া ও আজিজুল ইসলাম আজিজের পক্ষে।
আদালতের রায় কে অমান্য করে,দিনে দুপুরে সন্ত্রাসী বাহিনী নিয়ে ইমন পায়েল ঐ জমিতে বসবাসরত কেয়ারটেকার বাচ্চুকে মারধরের হুমকি ধামকি দিয়ে আসছে,যা আদালত কে অবমাননার সামিল।
জমি ভোগদখলদার আজিজুল ইসলাম আজিজ বলেন,আমরা ওয়ারিশ ও ক্রয়সুত্রে মালিক হয়ে বিভিন্ন মামলার শিকার হয়েছি। অবশেষে তাদের করা মামলায় আমরা রায় পেয়েছি,সরকার ও আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি,আদালত যাচাই বাছাই করে সঠিক রায় দিয়েছেন।
আজিজ আরও বলেন,এলাকাবাসী ও প্রশাসনের কাছে অনুরোধ করছি, যাতে করে আমাদের জমি ভোগ দখল করে বসবাস করতে পারি।
ওয়ারিশ সুত্রে আরেক মালিক মোজাম্মেল বলেন,আমরা বাউন্ডারি করেছি, ঘর তুলেছি দেখাশোনা করার জন্য বাচ্চু নামের কেয়ারটেকার রেখেছি, কিন্তু বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে ইমন পায়েল নামের আমাদের আত্মীয়। তারা আমাদের উচ্ছেদ করতে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয় দেখান। তারা বাউন্ডারি ও ঘর ভাংচুর করার জন্য আমাদের কেও হুমকি দিয়ে আসছে,আদালতের রায় অমান্য করে।
এলাকাবাসী ও প্রশাসনের কাছে জোড়দাবি জানাচ্ছি অতিদ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার।
এ ব্যাপারে কেয়ারটেকার বাচ্চু বলেন,আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারার হুমকি দিয়ে আসছে ইমন পায়েল। মোজাম্মেল ও আজিজ ভাই আমাকে পাহারা দেওয়ার জন্য নিয়োগ দিয়েছে। তাদের জায়গায় বসবাস করছি,প্রাণের ভয় নিয়ে।
সরেজমিনে গিয়ে এলাকার অনেকের সাথে আলাপ করলে,নামপ্রকাশে অনিচ্ছুক জমির পাশে অনেক বলছেন,আমরা শুনেছি আজিজ ও মোজাম্মেল আদালতের রায় পেয়েছে,তারা ঘর ও বাউন্ডারি করেছে।
এই ব্যাপারে ইমন পায়েলের সাথে যোগাযোগ করা হলে,তিনি রায়ের বিষয়টি এরিয়ে যান।
গাজীপুর মহানগর প্রতিনিধি :
১৪ এপ্রিল, ২০২৫, 2:49 AM
ওয়ারিশ সুত্রে ও ক্রয়সুত্রে মালিকানা জমিতে ভোগ দখল নিয়ে আতংকে পরিবার,অভিযোগ মোজাম্মেল ও আজিজুল গংদের
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর ১৬ নং ওয়ার্ডের পালেরপাড়া / মিরবহর এলাকায় ওয়ারিশ সুত্রে জমির মালিক মোজাম্মেল হক ও আছিয়া গং।
আছিয়ার কাছ থেকে জমি ক্রয় করে জমির মালিক হয়েছেন যুবদল নেতা মোঃ আজিজুল ইসলাম আজিজ।
তারা উভয়ে পরস্পরের আত্মীয় হওয়ায় ৭ কাঠা পরিমান জমি বাউন্ডারি করে,একটি ঘরও নির্মাণ করে বসবাস করছেন বাচ্চু নামের এক কেয়ারটেকার।
কিছুদিন যেতে না যেতেই বাধাবিপত্তির আসে ইমন পায়েল নামে তাদের আত্মীয়র। তারা ঐ জমি নিজের বলে দাবি করে কোর্টে বিজ্ঞ অতিরিক্ত গাজীপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মোঃ নং ১০৪৫/ ২০২৪ ফৌজদারি কার্যবিধির আইনের ১৪৫ ধারা মামলা করেন। কিন্তু আদালত সব দিক বিবেচনা করে স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে ২৭/০৩/২০২৫ইং
রায় দেন মোজাম্মেল,আছিয়া ও আজিজুল ইসলাম আজিজের পক্ষে।
আদালতের রায় কে অমান্য করে,দিনে দুপুরে সন্ত্রাসী বাহিনী নিয়ে ইমন পায়েল ঐ জমিতে বসবাসরত কেয়ারটেকার বাচ্চুকে মারধরের হুমকি ধামকি দিয়ে আসছে,যা আদালত কে অবমাননার সামিল।
জমি ভোগদখলদার আজিজুল ইসলাম আজিজ বলেন,আমরা ওয়ারিশ ও ক্রয়সুত্রে মালিক হয়ে বিভিন্ন মামলার শিকার হয়েছি। অবশেষে তাদের করা মামলায় আমরা রায় পেয়েছি,সরকার ও আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি,আদালত যাচাই বাছাই করে সঠিক রায় দিয়েছেন।
আজিজ আরও বলেন,এলাকাবাসী ও প্রশাসনের কাছে অনুরোধ করছি, যাতে করে আমাদের জমি ভোগ দখল করে বসবাস করতে পারি।
ওয়ারিশ সুত্রে আরেক মালিক মোজাম্মেল বলেন,আমরা বাউন্ডারি করেছি, ঘর তুলেছি দেখাশোনা করার জন্য বাচ্চু নামের কেয়ারটেকার রেখেছি, কিন্তু বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে ইমন পায়েল নামের আমাদের আত্মীয়। তারা আমাদের উচ্ছেদ করতে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয় দেখান। তারা বাউন্ডারি ও ঘর ভাংচুর করার জন্য আমাদের কেও হুমকি দিয়ে আসছে,আদালতের রায় অমান্য করে।
এলাকাবাসী ও প্রশাসনের কাছে জোড়দাবি জানাচ্ছি অতিদ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার।
এ ব্যাপারে কেয়ারটেকার বাচ্চু বলেন,আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারার হুমকি দিয়ে আসছে ইমন পায়েল। মোজাম্মেল ও আজিজ ভাই আমাকে পাহারা দেওয়ার জন্য নিয়োগ দিয়েছে। তাদের জায়গায় বসবাস করছি,প্রাণের ভয় নিয়ে।
সরেজমিনে গিয়ে এলাকার অনেকের সাথে আলাপ করলে,নামপ্রকাশে অনিচ্ছুক জমির পাশে অনেক বলছেন,আমরা শুনেছি আজিজ ও মোজাম্মেল আদালতের রায় পেয়েছে,তারা ঘর ও বাউন্ডারি করেছে।
এই ব্যাপারে ইমন পায়েলের সাথে যোগাযোগ করা হলে,তিনি রায়ের বিষয়টি এরিয়ে যান।