ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা.করলেন ছাত্রলীগ সভাপতির স্ত্রী তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা

রহনপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে 

#
news image

ঈদের সময় চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ঢাকাগামী বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, সাধারণ দিনগুলোর তুলনায় এখন জনপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির সমালোচনা করছেন ঢাকা ফিরে যাওয়া অনেক যাত্রী।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে রহনপুর বাস টার্মিনাল ঘুরে বিষয়টি জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রহনপুর বাস টার্মিনালে যাত্রীদের ভিড় থাকলেও তা অত্যধিক নয়। অনেকেই অগ্রিম টিকিটের জন্য বিভিন্ন কাউন্টারে ঘুরছেন। তবে, অধিকাংশ যাত্রীর অভিযোগ টিকিট কাউন্টার থেকে তাদের কাছে স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এতে বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়েই টিকিট কিনে যাত্রা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, 'চাঁপাই ট্রাভেলস' কাউন্টার থেকে তিনি ৮৫০ টাকার স্থলে ১১০০ টাকা নিয়ে টিকিট ক্রয় করেছেন। এভাবে চারটি টিকিটে প্রায় ১০০০ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

একই ধরনের অভিযোগ করেছেন আরও বেশ কিছু যাত্রী। তাদের দাবি, ঈদের সময়ে বিভিন্ন পরিবহন কোম্পানি স্বাভাবিক ভাড়ার চেয়ে ২০০-৩০০ টাকা বেশি আদায় করছে।

এ বিষয়ে চাঁপাই ট্রাভেলস কাউন্টার মালিকের সাথে কথা বললে তিনি বলেন, রহনপুর-ঢাকাগামী বাসগুলো যাত্রীপূর্ণ থাকলেও ফেরত আসার সময় প্রায়ই খালি চলে আসে। এই লোকসানের ভার সামলাতেই কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।

তবে যাত্রীরা বলছেন, প্রশাসন ও ভোক্তা অধিকার কর্মকর্তারা এসব বিষয়ে তদারকি করলে হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়ে যাবে।

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

০৪ এপ্রিল, ২০২৫,  12:23 AM

news image

ঈদের সময় চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ঢাকাগামী বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, সাধারণ দিনগুলোর তুলনায় এখন জনপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির সমালোচনা করছেন ঢাকা ফিরে যাওয়া অনেক যাত্রী।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে রহনপুর বাস টার্মিনাল ঘুরে বিষয়টি জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রহনপুর বাস টার্মিনালে যাত্রীদের ভিড় থাকলেও তা অত্যধিক নয়। অনেকেই অগ্রিম টিকিটের জন্য বিভিন্ন কাউন্টারে ঘুরছেন। তবে, অধিকাংশ যাত্রীর অভিযোগ টিকিট কাউন্টার থেকে তাদের কাছে স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এতে বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়েই টিকিট কিনে যাত্রা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, 'চাঁপাই ট্রাভেলস' কাউন্টার থেকে তিনি ৮৫০ টাকার স্থলে ১১০০ টাকা নিয়ে টিকিট ক্রয় করেছেন। এভাবে চারটি টিকিটে প্রায় ১০০০ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

একই ধরনের অভিযোগ করেছেন আরও বেশ কিছু যাত্রী। তাদের দাবি, ঈদের সময়ে বিভিন্ন পরিবহন কোম্পানি স্বাভাবিক ভাড়ার চেয়ে ২০০-৩০০ টাকা বেশি আদায় করছে।

এ বিষয়ে চাঁপাই ট্রাভেলস কাউন্টার মালিকের সাথে কথা বললে তিনি বলেন, রহনপুর-ঢাকাগামী বাসগুলো যাত্রীপূর্ণ থাকলেও ফেরত আসার সময় প্রায়ই খালি চলে আসে। এই লোকসানের ভার সামলাতেই কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।

তবে যাত্রীরা বলছেন, প্রশাসন ও ভোক্তা অধিকার কর্মকর্তারা এসব বিষয়ে তদারকি করলে হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়ে যাবে।