সরিষাবাড়ীতে ৮ বছর চালিয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
১৫ মার্চ, ২০২৫, 3:49 AM
সরিষাবাড়ীতে ৮ বছর চালিয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ
তৎকালীন আওয়ামী লীগ সরকারের দলীয় প্রভাবে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার অব্যাহত রেখেছিলেন ৮ বছর যাবৎ ধরে। অবশেষে জামালপুরের সরিষাবাড়ী বিউবো’র নির্বাহী প্রকৌশলী’র কার্যালয় এর কর্তৃপক্ষের নজরে এলে ওই আওয়ামী লীগ নেতার মিটার জব্দসহ বিদ্যুৎ চুরির মামলা তার বিরুদেদ্ধ রুজু করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। ঘটনাটি সরিষাবাড়ী পৌর এলাকার সামর্থবাড়ি গ্রামে ঘটে। ওই অবৈধ বিদ্যুৎ ব্যাবহারকারী বদিউজ্জামান উজ্জল তিনি পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর।
বিউবো’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর সভার সামর্থবাড়ি গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে বদিউজ্জামান উজ্জল প্রায় ৮ বছর যাবৎ তার পিতার নামে একটি বৈদ্যুতিক গ্রহন করেন। এর পরেও আরোও একটি অবৈধ সংযোগ নেন। দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় বিদ্যুৎ ব্যবহার করে দলীয় পদ ও পৌর কাউন্সিলর থাকার প্রভাবে কেউ কোন পদক্ষেপ নেয়নি। সম্প্রতি সরিষাবাড়ী বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগ কর্তৃপক্ষের নজরে আনেন। গত ৯ মার্চ দুপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান অভিযান চালিয়ে বদিউজ্জামান উজ্জলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করেন। পরদিন জামালপুর বিদ্যুৎ আদালতে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইন মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় অবৈধ বিদ্যুৎ ব্যাবহারের জন্য ওই নেতার নিকট ৩ লাখ ৮৩ হাজার ১৭৩ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন বিদ্যুৎ কতৃপক্ষ।
এ ব্যাপারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর বদি-উজ্জামান উজ্জল এর নিকট বক্তব্য জানতে মোবাইল ফোনে ফোন করলে তিনি আত্নগোপনে থাকায় তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে ফোন করলে তার মোবাইলটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে সরিষাবাড়ী বিউবো’র নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরনের অভিযান এবং অবৈধ সংযোগের সত্যতা পেলে অবৈধ বিদ্যুৎ ব্যাবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, বিদ্যুৎ চুরি রোধে ও রাজস্ব আদায়ে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
১৫ মার্চ, ২০২৫, 3:49 AM
তৎকালীন আওয়ামী লীগ সরকারের দলীয় প্রভাবে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার অব্যাহত রেখেছিলেন ৮ বছর যাবৎ ধরে। অবশেষে জামালপুরের সরিষাবাড়ী বিউবো’র নির্বাহী প্রকৌশলী’র কার্যালয় এর কর্তৃপক্ষের নজরে এলে ওই আওয়ামী লীগ নেতার মিটার জব্দসহ বিদ্যুৎ চুরির মামলা তার বিরুদেদ্ধ রুজু করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। ঘটনাটি সরিষাবাড়ী পৌর এলাকার সামর্থবাড়ি গ্রামে ঘটে। ওই অবৈধ বিদ্যুৎ ব্যাবহারকারী বদিউজ্জামান উজ্জল তিনি পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর।
বিউবো’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর সভার সামর্থবাড়ি গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে বদিউজ্জামান উজ্জল প্রায় ৮ বছর যাবৎ তার পিতার নামে একটি বৈদ্যুতিক গ্রহন করেন। এর পরেও আরোও একটি অবৈধ সংযোগ নেন। দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় বিদ্যুৎ ব্যবহার করে দলীয় পদ ও পৌর কাউন্সিলর থাকার প্রভাবে কেউ কোন পদক্ষেপ নেয়নি। সম্প্রতি সরিষাবাড়ী বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগ কর্তৃপক্ষের নজরে আনেন। গত ৯ মার্চ দুপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান অভিযান চালিয়ে বদিউজ্জামান উজ্জলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করেন। পরদিন জামালপুর বিদ্যুৎ আদালতে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইন মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় অবৈধ বিদ্যুৎ ব্যাবহারের জন্য ওই নেতার নিকট ৩ লাখ ৮৩ হাজার ১৭৩ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন বিদ্যুৎ কতৃপক্ষ।
এ ব্যাপারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর বদি-উজ্জামান উজ্জল এর নিকট বক্তব্য জানতে মোবাইল ফোনে ফোন করলে তিনি আত্নগোপনে থাকায় তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে ফোন করলে তার মোবাইলটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে সরিষাবাড়ী বিউবো’র নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরনের অভিযান এবং অবৈধ সংযোগের সত্যতা পেলে অবৈধ বিদ্যুৎ ব্যাবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, বিদ্যুৎ চুরি রোধে ও রাজস্ব আদায়ে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।