ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামের মাইজভান্ডারে দু'দিনব্যাপী ওরশ শুরু

#
news image

দেশের আধ্যাত্নিকতার প্রাণকেন্দ্র, চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) মাইজভান্ডারীর ১১৯তম ঐতিহ্যবাহী ওরশ আজ শুরু হয়েছে।
সুফিবাদী আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু মাইজভান্ডারে ইতিমধ্যে লক্ষাধিক ভক্তের উপস্থিতি ও ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় ওরশের আয়োজনটি চলমান রয়েছে।
 
আজ বৃহস্পতিবার রওজা শরীফ গোসল ও গিলাফ চরানোর মধ্য দিয়ে ওরশ শরীফের প্রধান আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই ওরশে মাজার জিয়ারত, মিলাদ, খতমে কোরআন পাঠ এবং ওয়াজ মাহফিলসহ নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।
 
ওরশ উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফ এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা নানা যানবাহনে দরবারে উপস্থিত হয়ে আধ্যাত্মিক পরিবেশে যোগ দিচ্ছেন।
 
শুক্রবার দিবাগত মধ্যরাতে দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের শাহী ময়দানে বিশেষ মিলাদ ও জিকির অনুষ্ঠিত হবে। এতে দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী। এর পরই তাবাররুক বিতরণের মধ্য দিয়ে ওরশের সমাপ্তি ঘটবে।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম):

২৩ জানুয়ারি, ২০২৫,  4:26 PM

news image

দেশের আধ্যাত্নিকতার প্রাণকেন্দ্র, চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) মাইজভান্ডারীর ১১৯তম ঐতিহ্যবাহী ওরশ আজ শুরু হয়েছে।
সুফিবাদী আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু মাইজভান্ডারে ইতিমধ্যে লক্ষাধিক ভক্তের উপস্থিতি ও ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় ওরশের আয়োজনটি চলমান রয়েছে।
 
আজ বৃহস্পতিবার রওজা শরীফ গোসল ও গিলাফ চরানোর মধ্য দিয়ে ওরশ শরীফের প্রধান আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই ওরশে মাজার জিয়ারত, মিলাদ, খতমে কোরআন পাঠ এবং ওয়াজ মাহফিলসহ নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।
 
ওরশ উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফ এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা নানা যানবাহনে দরবারে উপস্থিত হয়ে আধ্যাত্মিক পরিবেশে যোগ দিচ্ছেন।
 
শুক্রবার দিবাগত মধ্যরাতে দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের শাহী ময়দানে বিশেষ মিলাদ ও জিকির অনুষ্ঠিত হবে। এতে দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী। এর পরই তাবাররুক বিতরণের মধ্য দিয়ে ওরশের সমাপ্তি ঘটবে।