ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

সরিষাবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এলজিইডি অফিসের অস্থায়ী কর্মচারীর আত্মহত্যা 

#
news image

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরের সরিষাবাড়ী রেলওেয়ের ষ্ট্রেশনের উত্তর পার্শ্বে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছানোয়ার হায়দার (৩৫) নামে সরিষাবাড়ী এলজিইডি অফিসের অস্থায়ী কর্মচারী আত্নহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে জামালপুরের সরিষাবাড়ী রেলষ্ট্রেশনের ৪২৪/ ৯ হতে ৪২৫/ ০ কি:মি: এর মধ্যে রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত কর্মচারী ছানোয়ার হায়দার নীলফার্মারী জেলার সৈয়দপুর উপজেলার নয়াটোলা গ্রামের আব্দুল হামিদ এর ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের অধীন আউট-সোর্সিং পদ্ধতিতে এডিবি’র জরুরী সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্থ গ্রামীন অবকাঠামো পুনর্বাসন প্রকল্প (এলকেএসএস-এইচআরসি) এর আওতায় কার্য- সহকারী পদে অস্থায়ী ভিক্তিতে নিয়োগ প্রাপ্ত কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। 
এ ব্যাপারে সরিষাবাড়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এ এস আই আশীষ কুমার দে বলেন, সকালে ট্রেনে ঝাঁপ দিয়ে এলজিইডি অফিসের ছানোয়ার হায়দার নামে এক ব্যাক্তি আত্নহত্যা করেছে। পরে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
জানতে চাইলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, লোক মুখে শুনেছি লোকটি এক নম্বর রেললাইনের পার্শ্বে দাডিয়ে ছিলেন। ৩৭ নং আপ লোকাল ট্রেনটি ট্রেশনে প্রবেশের কিছু দুরে চলন্ত ট্রেনে রেললাইনে ঝাঁপ দেন। এতে তার দ্বি-খণ্ডত হয় যুবকের শরীর। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, আমাদের দপ্তরে কর্মরত কার্য সহকারী (অস্থায়ী ) পদে কর্মরত ছানোয়ার হায়দার এর পরিবার সুত্রে জানতে পারলাম পারিবারীক কলহের জেরে সে আত্নহত্য করেছে। 

মো: আবুল হোসেন, সরিষাবাড়ী( জামালপুর) :

২৩ জানুয়ারি, ২০২৫,  4:01 PM

news image

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরের সরিষাবাড়ী রেলওেয়ের ষ্ট্রেশনের উত্তর পার্শ্বে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছানোয়ার হায়দার (৩৫) নামে সরিষাবাড়ী এলজিইডি অফিসের অস্থায়ী কর্মচারী আত্নহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে জামালপুরের সরিষাবাড়ী রেলষ্ট্রেশনের ৪২৪/ ৯ হতে ৪২৫/ ০ কি:মি: এর মধ্যে রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত কর্মচারী ছানোয়ার হায়দার নীলফার্মারী জেলার সৈয়দপুর উপজেলার নয়াটোলা গ্রামের আব্দুল হামিদ এর ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের অধীন আউট-সোর্সিং পদ্ধতিতে এডিবি’র জরুরী সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্থ গ্রামীন অবকাঠামো পুনর্বাসন প্রকল্প (এলকেএসএস-এইচআরসি) এর আওতায় কার্য- সহকারী পদে অস্থায়ী ভিক্তিতে নিয়োগ প্রাপ্ত কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। 
এ ব্যাপারে সরিষাবাড়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এ এস আই আশীষ কুমার দে বলেন, সকালে ট্রেনে ঝাঁপ দিয়ে এলজিইডি অফিসের ছানোয়ার হায়দার নামে এক ব্যাক্তি আত্নহত্যা করেছে। পরে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
জানতে চাইলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, লোক মুখে শুনেছি লোকটি এক নম্বর রেললাইনের পার্শ্বে দাডিয়ে ছিলেন। ৩৭ নং আপ লোকাল ট্রেনটি ট্রেশনে প্রবেশের কিছু দুরে চলন্ত ট্রেনে রেললাইনে ঝাঁপ দেন। এতে তার দ্বি-খণ্ডত হয় যুবকের শরীর। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, আমাদের দপ্তরে কর্মরত কার্য সহকারী (অস্থায়ী ) পদে কর্মরত ছানোয়ার হায়দার এর পরিবার সুত্রে জানতে পারলাম পারিবারীক কলহের জেরে সে আত্নহত্য করেছে।