ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

দেড় ঘন্টার চেষ্টায় কোনাবাড়ি ঝুট-গোডাউনের আগুন নিয়ন্ত্রণ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

#
news image

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে ঝুট-গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
 
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় মহানগরীর কোনাবাড়ি আমবাগ নজরদিঘী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজে যোগ দেয়। 
 
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় মহানগীর আমবাগ নজরদীঘী এলাকায় আমিনুলের ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে পাশে থাকা আরও দুইটি ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। 
 
খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোগড়া মডার্ন ও জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত সোয়া ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনে তিনটি গুদামের মালামাল পুড়ে বশ্মিভূত হয়।
 
ঝুট গোডাউনের মালিকরা হলেন- আমিনুল ইসলাম, বিল্লাল ও সানাউল্লাহ। স্থানীয়দের বরাতে তারা জানান এ অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
 
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ  ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এর চার ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 
 
তিনি বলেন, আশেপাশে পানি না থাকায় আগুন নেভাতে প্রচুর ব্যাগ পেতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

২৩ জানুয়ারি, ২০২৫,  12:05 AM

news image

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে ঝুট-গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
 
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় মহানগরীর কোনাবাড়ি আমবাগ নজরদিঘী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজে যোগ দেয়। 
 
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় মহানগীর আমবাগ নজরদীঘী এলাকায় আমিনুলের ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে পাশে থাকা আরও দুইটি ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। 
 
খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোগড়া মডার্ন ও জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত সোয়া ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনে তিনটি গুদামের মালামাল পুড়ে বশ্মিভূত হয়।
 
ঝুট গোডাউনের মালিকরা হলেন- আমিনুল ইসলাম, বিল্লাল ও সানাউল্লাহ। স্থানীয়দের বরাতে তারা জানান এ অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
 
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ  ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এর চার ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 
 
তিনি বলেন, আশেপাশে পানি না থাকায় আগুন নেভাতে প্রচুর ব্যাগ পেতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।