ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
৫ বছরের শিশু রাইয়ানকে অপহরণের পর হত্যা: পিরোজপুরে ঘাতক চাচাতো ভাইসহ গ্রেফতার ৪ “জামায়াতে ইসলামীর হাতেই ইজ্জত, জান ও মাল নিরাপদ থাকবে” - ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাস কমিটির প্রতিবেদন ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি আনোয়ারুল ইসলাম উচ্চশিক্ষার সংস্কারে মাঠ পর্যায়ে সমীক্ষায় নামছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় থাকবেন বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার সদস্য বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর হাতে আটক ১৯ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন নওগাঁয়  বড়লেখায় ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বসুরহাট বাজারে জামায়াত প্রার্থীর গণজোয়ার

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
 
রোববার (২৫ জানুয়ারি) সকালে বসুরহাট বাজার এলাকায় তিনি দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা’র পক্ষে গণসংযোগে অংশ নেন। 
 
এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, এবং দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জনগণের প্রত্যাশা ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
 
গণসংযোগকালে অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। তিনি এসব লক্ষ্য বাস্তবায়নে সকল শ্রেণি,পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন,নোয়াখালী পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, পৌর সেক্রেটারি হেলাল উদ্দিন, বসুরহাট বাজার সেক্রেটারি খাজা গিয়াসউদ্দিন মাহমুদ, ২নং ওয়ার্ড সেক্রেটারি সুজনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়, যা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২৬ জানুয়ারি, ২০২৬,  7:33 AM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
 
রোববার (২৫ জানুয়ারি) সকালে বসুরহাট বাজার এলাকায় তিনি দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা’র পক্ষে গণসংযোগে অংশ নেন। 
 
এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, এবং দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জনগণের প্রত্যাশা ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
 
গণসংযোগকালে অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। তিনি এসব লক্ষ্য বাস্তবায়নে সকল শ্রেণি,পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন,নোয়াখালী পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, পৌর সেক্রেটারি হেলাল উদ্দিন, বসুরহাট বাজার সেক্রেটারি খাজা গিয়াসউদ্দিন মাহমুদ, ২নং ওয়ার্ড সেক্রেটারি সুজনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়, যা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।