মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা মাঠি উত্তোলন, প্রশাসন নিরব

হবিগঞ্জ প্রতিনিধি :
১৪ অক্টোবর, ২০২৫, 7:40 PM

মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা মাঠি উত্তোলন, প্রশাসন নিরব
হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা উত্তোলন করা হচ্ছে বালি-মাটি। তবে এ থেকে বাদ যায়নি বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা মৌজার ১নং খাস খতিয়ানে ৩৩ দাগের মৌজা ম্যাপের ১সিটের ফসলি জমি থেকে দীর্ঘ দিন ধরে তুলা হচ্ছে বালি-মাঠি। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর উপজেলা ১৩নং ধরমন্ডল ইউনিয়নের আওয়ামী ওলামালীগে সভাপতি মোঃ আঃ কাদির ওরপে (মেহের আলী) নামের দেওরত এলাকার আছিব আলীর ছেলের নেতৃত্বে উত্তোলন করা হচ্ছে বালি-মাঠি।, আঃ কাদির ওরপে মেহের আলী বাঘাসুরা ইউনিয়নের রমিজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্বে আছেন। উপজেলা প্রশাসনে ছায়া তলে থেকেও প্রশাসনকে দেখাচ্ছে বৃদ্ধাঙ্গুল।
মেহের আলীর সাথে মুটো ফোনে কথা বললে তিনি জানান, প্রশাসনকে ম্যানেজ করেই মাঠি উত্তোলন করতেছি, সরকারি জায়গা থেকে মাটি তুলতেছি তাতে আপনাদের সমস্যা কি? মেহের আলী কিন্তু আরো আগেই সরকারি অন্য জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালি মাটি উত্তোলন করে জমির শ্রেণি পরিবর্তন করেন । এ বিষয়ে কালিকাপুর তহসিলদার জনাব, লোকমান হোসেন জানান সরকারি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা মাটি বালি উত্তোলনের খবর পেয়েছি, তারপর আমরা তাদের বাঁধাও দিয়েছি কিন্তু, তারা কোন বাধা মানছে না, তারপর ও আমরা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছি না,
কে সেই মেহের আলী ? তার কুটির জোড় কোথায় , স্বৈরাচার সরকারের পতন হলেও কোন অংশে কমেনি মেহের আলীর ক্ষমতার দাপট , ক্ষমতার প্রভাব কাটিয়ে সরকারি জমি থেকে মাঠি তুলতে তার বুক কাপেনি ।প্রশাসন কেন তাকে আইনের আওতায় আনতে পারছেন না।
হবিগঞ্জ প্রতিনিধি :
১৪ অক্টোবর, ২০২৫, 7:40 PM

হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা উত্তোলন করা হচ্ছে বালি-মাটি। তবে এ থেকে বাদ যায়নি বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা মৌজার ১নং খাস খতিয়ানে ৩৩ দাগের মৌজা ম্যাপের ১সিটের ফসলি জমি থেকে দীর্ঘ দিন ধরে তুলা হচ্ছে বালি-মাঠি। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর উপজেলা ১৩নং ধরমন্ডল ইউনিয়নের আওয়ামী ওলামালীগে সভাপতি মোঃ আঃ কাদির ওরপে (মেহের আলী) নামের দেওরত এলাকার আছিব আলীর ছেলের নেতৃত্বে উত্তোলন করা হচ্ছে বালি-মাঠি।, আঃ কাদির ওরপে মেহের আলী বাঘাসুরা ইউনিয়নের রমিজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্বে আছেন। উপজেলা প্রশাসনে ছায়া তলে থেকেও প্রশাসনকে দেখাচ্ছে বৃদ্ধাঙ্গুল।
মেহের আলীর সাথে মুটো ফোনে কথা বললে তিনি জানান, প্রশাসনকে ম্যানেজ করেই মাঠি উত্তোলন করতেছি, সরকারি জায়গা থেকে মাটি তুলতেছি তাতে আপনাদের সমস্যা কি? মেহের আলী কিন্তু আরো আগেই সরকারি অন্য জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালি মাটি উত্তোলন করে জমির শ্রেণি পরিবর্তন করেন । এ বিষয়ে কালিকাপুর তহসিলদার জনাব, লোকমান হোসেন জানান সরকারি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা মাটি বালি উত্তোলনের খবর পেয়েছি, তারপর আমরা তাদের বাঁধাও দিয়েছি কিন্তু, তারা কোন বাধা মানছে না, তারপর ও আমরা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছি না,
কে সেই মেহের আলী ? তার কুটির জোড় কোথায় , স্বৈরাচার সরকারের পতন হলেও কোন অংশে কমেনি মেহের আলীর ক্ষমতার দাপট , ক্ষমতার প্রভাব কাটিয়ে সরকারি জমি থেকে মাঠি তুলতে তার বুক কাপেনি ।প্রশাসন কেন তাকে আইনের আওতায় আনতে পারছেন না।