নোয়াখালী'র কোম্পানীগঞ্জে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোহাম্মদ উল্যা , কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) প্রতিনিধি :
০৩ অক্টোবর, ২০২৫, 7:36 PM

নোয়াখালী'র কোম্পানীগঞ্জে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অদ্য সকালে উপজেলা পরিষদ চত্বরে ফুলকুঁড়ি আসর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক জাঁকজমকহীন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে শাখা সহকারী পরিচালক আকবর হোসেনের ব্যবস্থাপনায় শাখা খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক তাফহীমুল এলাহী তাফহীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর ফরহাদ শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাসাস নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন অনিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলকুঁড়ি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা প্রকৌশলী মো. হারুন, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক বসুরহাট পাঠাগারের প্রধান উদ্যোক্তা শাহাদাৎ হোসেন সোহাগ, এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম মান্নান মুন্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরহাট পাঠাগারের সাধারণ সম্পাদক জনাব গোলাম কিবরিয়া বেলাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ফুলকুঁড়ি আসর শিশুদের মেধা-মনন বিকাশে সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছে। শিশুদের গড়ে তুলতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ফুলকুঁড়ি আসর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷ শিশুরা পৃথিবীর সুন্দর ফুল। তারা সুন্দরভাবে গড়ে উঠলেই গড়ে উঠবে আমাদের পৃথিবী। ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করে আমি ফুলকুঁড়ির সাথে সবসময়ই থাকার অঙ্গীকার করছি।
অন্যান্য বক্তারা বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ফুলকুঁড়ি আসর দেশের শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা, সুস্বাস্থ্য, সেবাবোধ ও সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, ‘একটি সুন্দর সমাজ গড়তে হলে আগে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ফুলকুঁড়ি সেই আদর্শ নিয়েই কাজ করছে।’
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ফুলকুঁড়ি আসর দেশের শিশু-কিশোরদের কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখবে।
মোহাম্মদ উল্যা , কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) প্রতিনিধি :
০৩ অক্টোবর, ২০২৫, 7:36 PM

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অদ্য সকালে উপজেলা পরিষদ চত্বরে ফুলকুঁড়ি আসর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক জাঁকজমকহীন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে শাখা সহকারী পরিচালক আকবর হোসেনের ব্যবস্থাপনায় শাখা খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক তাফহীমুল এলাহী তাফহীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর ফরহাদ শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাসাস নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন অনিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলকুঁড়ি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা প্রকৌশলী মো. হারুন, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক বসুরহাট পাঠাগারের প্রধান উদ্যোক্তা শাহাদাৎ হোসেন সোহাগ, এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম মান্নান মুন্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরহাট পাঠাগারের সাধারণ সম্পাদক জনাব গোলাম কিবরিয়া বেলাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ফুলকুঁড়ি আসর শিশুদের মেধা-মনন বিকাশে সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছে। শিশুদের গড়ে তুলতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ফুলকুঁড়ি আসর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷ শিশুরা পৃথিবীর সুন্দর ফুল। তারা সুন্দরভাবে গড়ে উঠলেই গড়ে উঠবে আমাদের পৃথিবী। ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করে আমি ফুলকুঁড়ির সাথে সবসময়ই থাকার অঙ্গীকার করছি।
অন্যান্য বক্তারা বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ফুলকুঁড়ি আসর দেশের শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা, সুস্বাস্থ্য, সেবাবোধ ও সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, ‘একটি সুন্দর সমাজ গড়তে হলে আগে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ফুলকুঁড়ি সেই আদর্শ নিয়েই কাজ করছে।’
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ফুলকুঁড়ি আসর দেশের শিশু-কিশোরদের কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখবে।