নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেক্স
১৬ নভেম্বর, ২০২৩, 3:01 PM

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত
ওয়াংখেড়ের গ্যালারিতে আলো ছড়ালেন শচীন টেন্ডুলকর, ডেভিড বেকহ্যাম, রজনীকান্তের মতো ভিন্ন অঙ্গনের সব কিংবদ
জবাবে ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বিফলে যায় ড্যারিল মিচেল (১১৯ বলে ১৩৪) ও অধিনায়কের কেন উইলিয়ামসনের (৭৩ বলে ৬৯) লড়াই। ক্যারিয়ারে তো বটেই, বিশ্বকাপের ইতিহাসে নক-আউটে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড গড়ে ম্যাচসেরা শামি। রেকর্ডময় ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন কোহলিও। শৈশবের হিরো শচীনকে (৪৯তম) ছাড়িয়ে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে পেয়েছেন ৫০তম ওয়ানডে সেঞ্চুরি।
স্বপ্নের মতো বিশ্বকাপে শামির আরেকটি দুর্দান্ত পারফরমেন্স। ম্যাচে ডানহাতি পেসারের বোলিং বিশ্লেষণ ৯.৫-০-৫৭-৭। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নকআউট ম্যাচে যা সেরা বোলিংয়ের নতু রেকর্ড। আগের সেরা ছিল গ্যারি গিলমোরেরর ১৪ রানে ৬ উইকেট, ১৯৭৫ বিশ্বকাপে। ৬ ম্যাচেই ২৩ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে শিকারের তালিকায় শীর্ষে উঠে এলেন শামি। কোহলি, আইয়ার, শামির চোখ ধাঁধানো নৈপুণ্যে বিশ্বকাপে ভারতের আরেকটি পূর্ণাঙ্গ পারফমেন্স এটি। লিগ-পর্ব থেকে টানা ১০ জয়, শিরোপার জন্য রোহিতদের চাই আর একটি। রবিবার আহমেদবাদের ফাইানলে কারা হচ্ছে প্রতিপক্ষ?
ন্তি। আর বাইশ গজে ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরি ছোটালেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার। ভয়ংকর সুন্দর বোলিংয়ে মোহাবিষ্ট করলেন মোহাম্মদ শামি। তাতেই স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে গেল রোহিত শর্মার দল। বুধবার মুম্বাইয়ে উন্মাদনার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারত। সুপার কোহলি (১১৩ বলে ১১৭) ও সেনশেনাল শ্রেয়াস আইয়ারের (৭০ বলে ১০৫) জোড়া সেঞ্চুরির সৌজন্যে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড সংগ্রহ পায় ভারত।
স্পোর্টস ডেক্স
১৬ নভেম্বর, ২০২৩, 3:01 PM

ওয়াংখেড়ের গ্যালারিতে আলো ছড়ালেন শচীন টেন্ডুলকর, ডেভিড বেকহ্যাম, রজনীকান্তের মতো ভিন্ন অঙ্গনের সব কিংবদ
জবাবে ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বিফলে যায় ড্যারিল মিচেল (১১৯ বলে ১৩৪) ও অধিনায়কের কেন উইলিয়ামসনের (৭৩ বলে ৬৯) লড়াই। ক্যারিয়ারে তো বটেই, বিশ্বকাপের ইতিহাসে নক-আউটে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড গড়ে ম্যাচসেরা শামি। রেকর্ডময় ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন কোহলিও। শৈশবের হিরো শচীনকে (৪৯তম) ছাড়িয়ে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে পেয়েছেন ৫০তম ওয়ানডে সেঞ্চুরি।
স্বপ্নের মতো বিশ্বকাপে শামির আরেকটি দুর্দান্ত পারফরমেন্স। ম্যাচে ডানহাতি পেসারের বোলিং বিশ্লেষণ ৯.৫-০-৫৭-৭। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নকআউট ম্যাচে যা সেরা বোলিংয়ের নতু রেকর্ড। আগের সেরা ছিল গ্যারি গিলমোরেরর ১৪ রানে ৬ উইকেট, ১৯৭৫ বিশ্বকাপে। ৬ ম্যাচেই ২৩ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে শিকারের তালিকায় শীর্ষে উঠে এলেন শামি। কোহলি, আইয়ার, শামির চোখ ধাঁধানো নৈপুণ্যে বিশ্বকাপে ভারতের আরেকটি পূর্ণাঙ্গ পারফমেন্স এটি। লিগ-পর্ব থেকে টানা ১০ জয়, শিরোপার জন্য রোহিতদের চাই আর একটি। রবিবার আহমেদবাদের ফাইানলে কারা হচ্ছে প্রতিপক্ষ?
ন্তি। আর বাইশ গজে ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরি ছোটালেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার। ভয়ংকর সুন্দর বোলিংয়ে মোহাবিষ্ট করলেন মোহাম্মদ শামি। তাতেই স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে গেল রোহিত শর্মার দল। বুধবার মুম্বাইয়ে উন্মাদনার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারত। সুপার কোহলি (১১৩ বলে ১১৭) ও সেনশেনাল শ্রেয়াস আইয়ারের (৭০ বলে ১০৫) জোড়া সেঞ্চুরির সৌজন্যে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড সংগ্রহ পায় ভারত।