শিরোনামঃ
১৪ দলের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন রাজশাহী সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবার উদ্বোধন থাকছে ২০টি শয্যা, প্রসুতি, গাইনি, মেডিসিন, সার্জারি ও কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সহ বিভিন্ন সেবা সিলেটে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলো চীনা দূতাবাস দ্বৈত নাগরিকত্বে শাম্মীর মনোনয়নপত্র বাতিল, ভোটের লড়াইয়ের অনুমতি পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঙ্কজ নাথ নির্বাচনকে বাধাগ্রস্ত করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : হারুন কুড়িগ্রামে বৃদ্ধাকে জখম করে ক্রয়কৃত জমি জবর দখলের পায়তারা বোয়ালমারীতে চা বিক্রি করে মেয়েটি পেলো জিপিএ- ৫ নির্বাচনের পরিবেশ অনুকূলে রাখতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বেতাগী মডেল মসজিদে নামাজ শুরু প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগপত্র গৃহীত

প্রথমবার পুরো চোখ প্রতিস্থাপন যুক্তরাষ্ট্রে

#
news image


প্রথমবারের মতো পুরো চোখ প্রতিস্থাপনে সফল হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একদল শল্যচিকিৎসক। ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানের একটি অনন্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। তবে প্রতিস্থাপনের পর ওই রোগী চোখে দেখতে পাবেন কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।অ্যারন জেমস নামের ৪৬ বছর বয়সী এক পুরুষ রোগীর বাঁ চোখ প্রতিস্থাপন করেছেন চিকিৎসকেরা। তিনি একটি উচ্চ-ভোল্টেজ বৈদ্যুতিক দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলেন। ২১ ঘণ্টা ধরে তার অপারেশন করা হয়। অপরাশেনে প্রায় তার মুখের অর্ধেক প্রতিস্থাপন করা হয়েছিল।

সার্জনরা কয়েক বছর ধরে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন। বিশেষজ্ঞরা এই অগ্রগতিকে লক্ষ লক্ষ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে অভিহিত করেছেন।

জেমস যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের একজন হাই-ভোল্টেজ ইউটিলিটি লাইন কর্মী। ২০২১ সালে ভুলবশত ৭ হাজার ২০০ ভোল্টের জীবন্ত তারের স্পর্শে তার মুখের বেশিরভাগ অংশ পুড়ে যায়। সেই সঙ্গে বাঁ হাতের কনুই, নাক, ঠোঁট, সামনের দাঁত, গাল ও চিবুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে নিউইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথে ভর্তি করা হয় জেমসকে।

চলতি বছরের ২৭ মে তিনি চক্ষু প্রতিস্থাপনের পাশাপাশি একটি বিরল আংশিক মুখ প্রতিস্থাপন করেছিলেন। অপরাশেনে ১৪০ জনের বেশি পেশাদার স্বাস্থ্যসেবকরা জড়িত ছিলেন।

প্রতিস্থাপন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন চিকিৎসক এদুয়ার্দো রদ্রিগেজ। তিনি বলেন, এটা চিকিৎসাবিজ্ঞানে দারুণ একটি ঘটনা। প্রাণীর দেহে কিছু ক্ষেত্রে সফল হলেও এর আগে কোনো জীবিত মানুষের পুরো চোখ প্রতিস্থাপনের ঘটনা ঘটেনি।

 

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর, ২০২৩,  6:34 PM

news image


প্রথমবারের মতো পুরো চোখ প্রতিস্থাপনে সফল হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একদল শল্যচিকিৎসক। ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানের একটি অনন্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। তবে প্রতিস্থাপনের পর ওই রোগী চোখে দেখতে পাবেন কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।অ্যারন জেমস নামের ৪৬ বছর বয়সী এক পুরুষ রোগীর বাঁ চোখ প্রতিস্থাপন করেছেন চিকিৎসকেরা। তিনি একটি উচ্চ-ভোল্টেজ বৈদ্যুতিক দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলেন। ২১ ঘণ্টা ধরে তার অপারেশন করা হয়। অপরাশেনে প্রায় তার মুখের অর্ধেক প্রতিস্থাপন করা হয়েছিল।

সার্জনরা কয়েক বছর ধরে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন। বিশেষজ্ঞরা এই অগ্রগতিকে লক্ষ লক্ষ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে অভিহিত করেছেন।

জেমস যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের একজন হাই-ভোল্টেজ ইউটিলিটি লাইন কর্মী। ২০২১ সালে ভুলবশত ৭ হাজার ২০০ ভোল্টের জীবন্ত তারের স্পর্শে তার মুখের বেশিরভাগ অংশ পুড়ে যায়। সেই সঙ্গে বাঁ হাতের কনুই, নাক, ঠোঁট, সামনের দাঁত, গাল ও চিবুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে নিউইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথে ভর্তি করা হয় জেমসকে।

চলতি বছরের ২৭ মে তিনি চক্ষু প্রতিস্থাপনের পাশাপাশি একটি বিরল আংশিক মুখ প্রতিস্থাপন করেছিলেন। অপরাশেনে ১৪০ জনের বেশি পেশাদার স্বাস্থ্যসেবকরা জড়িত ছিলেন।

প্রতিস্থাপন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন চিকিৎসক এদুয়ার্দো রদ্রিগেজ। তিনি বলেন, এটা চিকিৎসাবিজ্ঞানে দারুণ একটি ঘটনা। প্রাণীর দেহে কিছু ক্ষেত্রে সফল হলেও এর আগে কোনো জীবিত মানুষের পুরো চোখ প্রতিস্থাপনের ঘটনা ঘটেনি।