ঢাকা ০৭ জুলাই, ২০২৫
শিরোনামঃ
শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না : কুমিল্লায় শফিকুর রহমান আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধে অনলাইনে ‘এ চালান’ সেবা চালু করল এনবিআর জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প তুরস্কে আরও তিন বিরোধীদলীয় মেয়র গ্রেপ্তার জুলাই যোদ্ধার বিরুদ্ধে বিভ্রান্তিকর ভিডিও দিয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পেল ৮০ শিক্ষার্থী ফটিকছড়ির প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আরো দু'ভাইয়ের

টঙ্গীতে দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

#
news image

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চরম বিশৃঙ্খলা সৃষ্টি, চেইন অব কমান্ড  বঙ্গের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি। মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এই নোটিশ প্রেরণ করা হয়। বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হলে টঙ্গী জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নোটিশ প্রাপ্ত নেতারা হলেন, টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু ও টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহবায়ক সোহেল সিদ্দিকী।

জানা যায়, গত মঙ্গলবার (২৪ জুন) কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সদস্য নবায়ন কর্মসুচীর অংশ হিসেবে সদস্য নবায়ন কার্যক্রম শুরু করে টঙ্গী পশ্চিম থানা বিএনপি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য রাখেন আজিজুল হক রাজু। এসময় সভায় উপস্থিত টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর ও সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রতিবাদ করলে সভায় হট্টগোলের সৃষ্টি হয়। এসময় সিনিয়র নেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আজিজুল হক রাজু। এক পর্যায়ে টঙ্গী পশ্চিম থানা বিএনপি'র আহবায়ক প্রভাষক বশির উদ্দিনের হস্তক্ষেপে বিষয়টি সাময়িক ভাবে সমাধান করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে টঙ্গী জুড়ে সমালোচনা সৃষ্টি হয়।

অপরদিকে, সদস্য নবায়ন কার্যক্রম শুরুর আগেই থানা বিএনপির নেতাদের অনুমতি না নিয়ে দলীয় সদস্য ফরম দিয়ে সদস্য পূরন করতে শুরু করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহবায়ক সোহেল সিদ্দিকী। বিষয়টি জানাজানি হলে টঙ্গী পশ্চিম থানা বিএনপি নেতারা তার বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদানে অনুরোধ জানিয়ে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি প্রেরণ করেন।

এবিষয়ে ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু বলেন, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এখনো কোন নোটিশ হাতে পাইনি। নোটিশ পেলে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবো। এবিষয়ে টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহবায়ক সোহেল সিদ্দিকী বলেন, গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি আমাকে সদস্য ফরম দিয়ে সদস্য নবায়ন করতে বলেছেন। আমি দলীয় নির্দেশনা মেনে কয়েকজনকে সদস্য হিসেবে ফরম পূরণ করিয়েছি। এরপরও থানা বিএনপির নেতৃবৃন্দ বিষয়টিতে মনখুন্ন হওয়ায় তাদের কাছে দু:খ প্রকাশ করেছি এবং আমাদের মহানগর নেতৃবৃন্দের কাছে বিষয়টি অবগত করেছি।

টঙ্গী পশ্চিম থানা বিএনপি আহবায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। জবাব সন্তুষ্ট জনক হলে দলীয় ভাবে বিবেচনা করা হবে।

মোঃনজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  8:11 PM

news image

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চরম বিশৃঙ্খলা সৃষ্টি, চেইন অব কমান্ড  বঙ্গের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি। মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এই নোটিশ প্রেরণ করা হয়। বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হলে টঙ্গী জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নোটিশ প্রাপ্ত নেতারা হলেন, টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু ও টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহবায়ক সোহেল সিদ্দিকী।

জানা যায়, গত মঙ্গলবার (২৪ জুন) কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সদস্য নবায়ন কর্মসুচীর অংশ হিসেবে সদস্য নবায়ন কার্যক্রম শুরু করে টঙ্গী পশ্চিম থানা বিএনপি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য রাখেন আজিজুল হক রাজু। এসময় সভায় উপস্থিত টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর ও সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রতিবাদ করলে সভায় হট্টগোলের সৃষ্টি হয়। এসময় সিনিয়র নেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আজিজুল হক রাজু। এক পর্যায়ে টঙ্গী পশ্চিম থানা বিএনপি'র আহবায়ক প্রভাষক বশির উদ্দিনের হস্তক্ষেপে বিষয়টি সাময়িক ভাবে সমাধান করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে টঙ্গী জুড়ে সমালোচনা সৃষ্টি হয়।

অপরদিকে, সদস্য নবায়ন কার্যক্রম শুরুর আগেই থানা বিএনপির নেতাদের অনুমতি না নিয়ে দলীয় সদস্য ফরম দিয়ে সদস্য পূরন করতে শুরু করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহবায়ক সোহেল সিদ্দিকী। বিষয়টি জানাজানি হলে টঙ্গী পশ্চিম থানা বিএনপি নেতারা তার বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদানে অনুরোধ জানিয়ে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি প্রেরণ করেন।

এবিষয়ে ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু বলেন, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এখনো কোন নোটিশ হাতে পাইনি। নোটিশ পেলে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবো। এবিষয়ে টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহবায়ক সোহেল সিদ্দিকী বলেন, গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি আমাকে সদস্য ফরম দিয়ে সদস্য নবায়ন করতে বলেছেন। আমি দলীয় নির্দেশনা মেনে কয়েকজনকে সদস্য হিসেবে ফরম পূরণ করিয়েছি। এরপরও থানা বিএনপির নেতৃবৃন্দ বিষয়টিতে মনখুন্ন হওয়ায় তাদের কাছে দু:খ প্রকাশ করেছি এবং আমাদের মহানগর নেতৃবৃন্দের কাছে বিষয়টি অবগত করেছি।

টঙ্গী পশ্চিম থানা বিএনপি আহবায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। জবাব সন্তুষ্ট জনক হলে দলীয় ভাবে বিবেচনা করা হবে।