ঢাকা ০৭ জুলাই, ২০২৫
শিরোনামঃ
শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না : কুমিল্লায় শফিকুর রহমান আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধে অনলাইনে ‘এ চালান’ সেবা চালু করল এনবিআর জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প তুরস্কে আরও তিন বিরোধীদলীয় মেয়র গ্রেপ্তার জুলাই যোদ্ধার বিরুদ্ধে বিভ্রান্তিকর ভিডিও দিয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পেল ৮০ শিক্ষার্থী ফটিকছড়ির প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আরো দু'ভাইয়ের

জনগণের প্রত্যাশিত ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান

#
news image

সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে জনগণের প্রত্যাশিত ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ রোববার মহানগরী অফিসে কনফারেন্স রুমে মহানগরীর কর্মপরিষদ সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনীতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মু. দেলোয়ার হোসেন, কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নানসহ ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. নুরুল ইসলাম বুলবুল বলেন, ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করার পাশাপাশি অর্থনৈতিক শোষণ ও বৈষম্য দূর করে একটি তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। আমরা যদি বাস্তবজীবনে ইসলামি আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তিনি হজরত ইব্রাহীম (আ.) এর আদর্শে উজ্জীবিত হয়ে শোষণমুক্ত সমাজ গঠনে কর্মপরিষদ সদস্যদের আরও অগ্রগামী হওয়ার উদাত্ত আহ্বান জানান।

ইরানের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মহানগরী আমির বলেন, ইসরাইল ফিলিস্তিনের উপর পৃথিবীর ইতিহাসে জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে এবার আন্তর্জাতিক সকল আইন ও নীতি লঙ্ঘন করে গভীর রাতে ইরানের উপর হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে। মুসলিম উম্মাহর স্বার্থে এবং পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য সন্ত্রাসী গোষ্ঠী ইসরাইল ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহান আল্লাহ মানব জাতির জন্য কল্যাণকর একটি বিধান ঠিক করে দিয়েছেন আর তা হলো ইসলাম। তাই আমাদের জীবনে ইসলামের হুকুম ও বিধানগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। 

নিজস্ব প্রতিবেদক :

১৬ জুন, ২০২৫,  12:24 AM

news image

সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে জনগণের প্রত্যাশিত ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ রোববার মহানগরী অফিসে কনফারেন্স রুমে মহানগরীর কর্মপরিষদ সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনীতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মু. দেলোয়ার হোসেন, কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নানসহ ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. নুরুল ইসলাম বুলবুল বলেন, ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করার পাশাপাশি অর্থনৈতিক শোষণ ও বৈষম্য দূর করে একটি তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। আমরা যদি বাস্তবজীবনে ইসলামি আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তিনি হজরত ইব্রাহীম (আ.) এর আদর্শে উজ্জীবিত হয়ে শোষণমুক্ত সমাজ গঠনে কর্মপরিষদ সদস্যদের আরও অগ্রগামী হওয়ার উদাত্ত আহ্বান জানান।

ইরানের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মহানগরী আমির বলেন, ইসরাইল ফিলিস্তিনের উপর পৃথিবীর ইতিহাসে জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে এবার আন্তর্জাতিক সকল আইন ও নীতি লঙ্ঘন করে গভীর রাতে ইরানের উপর হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে। মুসলিম উম্মাহর স্বার্থে এবং পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য সন্ত্রাসী গোষ্ঠী ইসরাইল ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহান আল্লাহ মানব জাতির জন্য কল্যাণকর একটি বিধান ঠিক করে দিয়েছেন আর তা হলো ইসলাম। তাই আমাদের জীবনে ইসলামের হুকুম ও বিধানগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।