দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব, নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
রুমা (বান্দরবান) প্রতিনিধি :
০১ জানুয়ারি, ২০২৬, 11:46 PM
দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব, নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
নতুন বছরের প্রথম সকালেই নতুন বইয়ের মলাটের ঘ্রাণ আর শিশুদের আনন্দঘন কোলাহলে মুখরিত দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাঙ্গন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বই বিতরণ উৎসব-২০২৬’। বছরের শুরুতেই হাতে নতুন পাঠ্যবই পেয়ে আনন্দে মেতে ওঠে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা।
সকাল থেকেই কুয়াশাভেজা শীতল আবহাওয়া উপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হতে থাকে শিক্ষার্থীরা। শিক্ষকদের হাত থেকে ঝকঝকে রঙিন নতুন বই গ্রহণ করার মুহূর্তে তাদের চোখে-মুখে ফুটে ওঠে সীমাহীন আনন্দ। নতুন বইয়ের গন্ধে পড়ালেখার প্রতি আগ্রহ বহুগুণ বেড়ে গেছে বলে জানায় কয়েকজন শিক্ষার্থী। তারা নতুন বছরে মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা সময়মতো শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই পৌঁছে দেওয়ার জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, বছরের প্রথম দিনেই সন্তানদের হাতে বই পাওয়ায় পড়ালেখার ধারাবাহিকতা বজায় থাকবে। এক অভিভাবক চ্যংঙি ম্রো বলেন, নতুন বছরের শুরুতেই বই হাতে পাওয়ায় আমাদের দুশ্চিন্তা অনেকটাই কমে গেছে। এখন শিশুরা শুরু থেকেই নিয়মিত পড়াশোনা করতে পারবে।
বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেনয়াং ম্রো। তিনি তার বক্তব্যে শিক্ষক স্বল্পতার বিষয়টি তুলে ধরে বলেন,
“সীমিত জনবল থাকা সত্ত্বেও আমরা শিক্ষার মান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি সন্তানদের শিক্ষায় অভিভাবকদের আরও সচেতন ও সহযোগী ভূমিকা পালন করতে হবে।” তিনি আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান।
তিনি আরও আশ্বাস দেন যে, সকল সীমাবদ্ধতা উপেক্ষা করে শিক্ষকরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নতুন বইয়ের সঙ্গে নতুন স্বপ্ন বুকে নিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রুমা (বান্দরবান) প্রতিনিধি :
০১ জানুয়ারি, ২০২৬, 11:46 PM
নতুন বছরের প্রথম সকালেই নতুন বইয়ের মলাটের ঘ্রাণ আর শিশুদের আনন্দঘন কোলাহলে মুখরিত দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাঙ্গন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বই বিতরণ উৎসব-২০২৬’। বছরের শুরুতেই হাতে নতুন পাঠ্যবই পেয়ে আনন্দে মেতে ওঠে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা।
সকাল থেকেই কুয়াশাভেজা শীতল আবহাওয়া উপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হতে থাকে শিক্ষার্থীরা। শিক্ষকদের হাত থেকে ঝকঝকে রঙিন নতুন বই গ্রহণ করার মুহূর্তে তাদের চোখে-মুখে ফুটে ওঠে সীমাহীন আনন্দ। নতুন বইয়ের গন্ধে পড়ালেখার প্রতি আগ্রহ বহুগুণ বেড়ে গেছে বলে জানায় কয়েকজন শিক্ষার্থী। তারা নতুন বছরে মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা সময়মতো শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই পৌঁছে দেওয়ার জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, বছরের প্রথম দিনেই সন্তানদের হাতে বই পাওয়ায় পড়ালেখার ধারাবাহিকতা বজায় থাকবে। এক অভিভাবক চ্যংঙি ম্রো বলেন, নতুন বছরের শুরুতেই বই হাতে পাওয়ায় আমাদের দুশ্চিন্তা অনেকটাই কমে গেছে। এখন শিশুরা শুরু থেকেই নিয়মিত পড়াশোনা করতে পারবে।
বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেনয়াং ম্রো। তিনি তার বক্তব্যে শিক্ষক স্বল্পতার বিষয়টি তুলে ধরে বলেন,
“সীমিত জনবল থাকা সত্ত্বেও আমরা শিক্ষার মান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি সন্তানদের শিক্ষায় অভিভাবকদের আরও সচেতন ও সহযোগী ভূমিকা পালন করতে হবে।” তিনি আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান।
তিনি আরও আশ্বাস দেন যে, সকল সীমাবদ্ধতা উপেক্ষা করে শিক্ষকরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নতুন বইয়ের সঙ্গে নতুন স্বপ্ন বুকে নিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।