টঙ্গীতে ফ্লাইওভারের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি :
০৩ ডিসেম্বর, ২০২৫, 6:01 PM
টঙ্গীতে ফ্লাইওভারের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গী বাজার ফ্লাইওভারের সিঁড়ির নিচ থেকে পরিচয়হীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বুধবার
সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার পরনে ছিল প্যান্ট এবং গায়ে সোয়েটার। তবে ঘটনার সময় তার সঙ্গে পরিচয় শনাক্তের মতো কোনো কাগজপত্র পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। টঙ্গী পূর্ব থানার এসআই মোসাব্বির হোসেন বলেন, এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হলে হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পরিচয় শনাক্তে আশপাশের থানা ও এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে।
গাজীপুর প্রতিনিধি :
০৩ ডিসেম্বর, ২০২৫, 6:01 PM
গাজীপুরের টঙ্গী বাজার ফ্লাইওভারের সিঁড়ির নিচ থেকে পরিচয়হীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বুধবার
সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার পরনে ছিল প্যান্ট এবং গায়ে সোয়েটার। তবে ঘটনার সময় তার সঙ্গে পরিচয় শনাক্তের মতো কোনো কাগজপত্র পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। টঙ্গী পূর্ব থানার এসআই মোসাব্বির হোসেন বলেন, এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হলে হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পরিচয় শনাক্তে আশপাশের থানা ও এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে।