গাছা বিএনপি’র 'প্রাণপুরুষ' কামাল উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি: তৃণমূলের
মাজনুন মাসুদ :
০৭ নভেম্বর, ২০২৫, 9:29 PM
গাছা বিএনপি’র 'প্রাণপুরুষ' কামাল উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি: তৃণমূলের
গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের গাছা শাখার সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীরা। স্থানীয় রাজনীতিতে কামাল উদ্দিনকে 'ঐক্যের প্রতীক' এবং গাছা থানা বিএনপি’র 'প্রাণ' হিসেবে আখ্যায়িত করে । গাছা থানা বিএনপি’র 'প্রাণ' ফিরে পেতে দ্রুত কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ৭ই নভেম্বর ২০২৫-এ, তৃণমূল নেতারা তাদের এই জোরালো দাবি তুলে ধরেছেন।
ষড়যন্ত্রের শিকার ত্যাগী নেতা ২০২৪ সালে 'তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে' দলের কেন্দ্রীয় কমিটি কামাল উদ্দিনকে বহিষ্কার করে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, এই বহিষ্কারাদেশ ছিল মূলত স্থানীয় কয়েকজন নেতার ষড়যন্ত্রের ফসল।
"তাঁর আহ্বানে গাছা এলাকার হাজারো নেতাকর্মী রাজপথে ছিলেন এবং এখনও আছেন। ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে তিনি একাধিক মামলায় আসামি হয়েছেন, জেল খেটেছেন, পালিয়ে থেকেছেন, তবুও দল থেকে এক চুলও বিচ্যুত হননি। তিনি একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা।দাবি গাছা থানা বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের।
সাংগঠনিক নেতৃত্ব ও ঐক্যের প্রতীক গাছা বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা কামাল উদ্দিনের বহিষ্কারাদেশকে স্থানীয় সংগঠনের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছেন।
গাছা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম নাঈম মাষ্টার বলেন, দলের চরম দুর্দিনে এবং শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে কামাল উদ্দিন ঢাকা ও গাজীপুরসহ সর্বত্র সক্রিয় ভূমিকা পালন করেছেন।
গাছা থানা বিএনপির সহ সভাপতি মোঃ খোরশেদ আলম খান জানান, কামাল উদ্দিনের প্রত্যাবর্তন গাছা থানায় বিএনপি'র সাংগঠনিক কাঠামোতে নতুন গতি সঞ্চার করবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জব্বার সরকার বলেন, বহিষ্কার হয়েও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় থেকেছেন। দ্রুত তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা উচিত।"
গাছা থানার সহ-সভাপতি ও ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল হাসেম বলেন, আওয়ামীলীগ আমলে কামাল উদ্দিন গাছা থানার নেতাকর্মীদের আগলে রেখেছেন। কিন্তু দলের ভিতরের কিছু ষড়যন্ত্রকারীর শিকার হয়ে তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়।
গাছা থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইফতেখার আলম রিপন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই ত্যাগী নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। কিছু দুষ্কৃতি কারী ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সরিয়ে স্থানীয়ভাবে দলের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করেছে।
গাছা থানা বিএনপি'র সভাপতি মোঃ বাবুল সিপাহী বলেন, "তৃণমূলের কাছে কামাল উদ্দিন একজন আদর্শবান ও ত্যাগী নেতা। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে কর্মীরা আরও উৎসাহিত হবে এবং সাংগঠনিক কার্যক্রম গতি পাবে।"
গাছা থানার স্বেচ্ছাসেবক দলের নবাগত আহ্বায়ক, থানার ওলামা দলের আহবায়ক মাওলানা মমিনুর রহমান, থানা কৃষক দলের আহ্বায়ক এবং থানার ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ আলীফ হোসেন সহ অন্যান্য নেতারাও দাবি করেন, শেখ হাসিনার দমন-পীড়নের মুখেও তিনি অটল ছিলেন এবং গাছা বিএনপির সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে তার পুনর্বহাল অত্যন্ত জরুরি।
তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ভেস্তে দিতে, কেন্দ্রীয় নেতৃত্বের উচিত দ্রুত এই বিষয়টি পুনর্বিবেচনা করা। অঙ্গ সংগঠনের নেতারাও এক সুরে কামাল উদ্দিনের পুনর্বহালের দাবি জানিয়েছেন।
মাজনুন মাসুদ :
০৭ নভেম্বর, ২০২৫, 9:29 PM
গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের গাছা শাখার সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীরা। স্থানীয় রাজনীতিতে কামাল উদ্দিনকে 'ঐক্যের প্রতীক' এবং গাছা থানা বিএনপি’র 'প্রাণ' হিসেবে আখ্যায়িত করে । গাছা থানা বিএনপি’র 'প্রাণ' ফিরে পেতে দ্রুত কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ৭ই নভেম্বর ২০২৫-এ, তৃণমূল নেতারা তাদের এই জোরালো দাবি তুলে ধরেছেন।
ষড়যন্ত্রের শিকার ত্যাগী নেতা ২০২৪ সালে 'তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে' দলের কেন্দ্রীয় কমিটি কামাল উদ্দিনকে বহিষ্কার করে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, এই বহিষ্কারাদেশ ছিল মূলত স্থানীয় কয়েকজন নেতার ষড়যন্ত্রের ফসল।
"তাঁর আহ্বানে গাছা এলাকার হাজারো নেতাকর্মী রাজপথে ছিলেন এবং এখনও আছেন। ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে তিনি একাধিক মামলায় আসামি হয়েছেন, জেল খেটেছেন, পালিয়ে থেকেছেন, তবুও দল থেকে এক চুলও বিচ্যুত হননি। তিনি একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা।দাবি গাছা থানা বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের।
সাংগঠনিক নেতৃত্ব ও ঐক্যের প্রতীক গাছা বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা কামাল উদ্দিনের বহিষ্কারাদেশকে স্থানীয় সংগঠনের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছেন।
গাছা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম নাঈম মাষ্টার বলেন, দলের চরম দুর্দিনে এবং শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে কামাল উদ্দিন ঢাকা ও গাজীপুরসহ সর্বত্র সক্রিয় ভূমিকা পালন করেছেন।
গাছা থানা বিএনপির সহ সভাপতি মোঃ খোরশেদ আলম খান জানান, কামাল উদ্দিনের প্রত্যাবর্তন গাছা থানায় বিএনপি'র সাংগঠনিক কাঠামোতে নতুন গতি সঞ্চার করবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জব্বার সরকার বলেন, বহিষ্কার হয়েও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় থেকেছেন। দ্রুত তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা উচিত।"
গাছা থানার সহ-সভাপতি ও ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল হাসেম বলেন, আওয়ামীলীগ আমলে কামাল উদ্দিন গাছা থানার নেতাকর্মীদের আগলে রেখেছেন। কিন্তু দলের ভিতরের কিছু ষড়যন্ত্রকারীর শিকার হয়ে তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়।
গাছা থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইফতেখার আলম রিপন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই ত্যাগী নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। কিছু দুষ্কৃতি কারী ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সরিয়ে স্থানীয়ভাবে দলের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করেছে।
গাছা থানা বিএনপি'র সভাপতি মোঃ বাবুল সিপাহী বলেন, "তৃণমূলের কাছে কামাল উদ্দিন একজন আদর্শবান ও ত্যাগী নেতা। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে কর্মীরা আরও উৎসাহিত হবে এবং সাংগঠনিক কার্যক্রম গতি পাবে।"
গাছা থানার স্বেচ্ছাসেবক দলের নবাগত আহ্বায়ক, থানার ওলামা দলের আহবায়ক মাওলানা মমিনুর রহমান, থানা কৃষক দলের আহ্বায়ক এবং থানার ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ আলীফ হোসেন সহ অন্যান্য নেতারাও দাবি করেন, শেখ হাসিনার দমন-পীড়নের মুখেও তিনি অটল ছিলেন এবং গাছা বিএনপির সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে তার পুনর্বহাল অত্যন্ত জরুরি।
তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ভেস্তে দিতে, কেন্দ্রীয় নেতৃত্বের উচিত দ্রুত এই বিষয়টি পুনর্বিবেচনা করা। অঙ্গ সংগঠনের নেতারাও এক সুরে কামাল উদ্দিনের পুনর্বহালের দাবি জানিয়েছেন।