বাগেরহাটে বিএনপি নেতার নেতৃত্বে জমি দখলের চেষ্টার অভিযোগ
সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :
৩০ অক্টোবর, ২০২৫, 7:00 PM
বাগেরহাটে বিএনপি নেতার নেতৃত্বে জমি দখলের চেষ্টার অভিযোগ
বাগেরহাট সদর উপজেলার সুগান্ধি গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদকের নেতৃত্বে একটি অসহায় পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার বাগেরহাট সদর থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তহমিনা বেগম সুগান্ধি গ্রামের মৃত ইসমাইল হাওলাদারের ছেলে মোছলেম আলী হাওলাদারের নিকট থেকে ২০১৮ সালে ১৩ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে ওই জমি থেকে তাদের উচ্ছেদের চেষ্টা করে আসছে জমি বিক্রেতার ছেলে সাগর হাওলাদার ও ভাই রাখালগাছি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মনির হাওলাদার।
তহমিনা বেগম অভিযোগ করে বলেন, তিনি অনেক কষ্ট করে বসবাসের জন্য সামান্ন এই জমিটুকু কিনেছেন। কিন্তু তাকে সেখান থেকে উচ্ছেদের জন্য নানা ভাবে পায়তারা করছে প্রতিপক্ষরা। এবিষয়ে কয়েক দফা শালিশ-বৈঠক হলেও তার প্রভাবশালী প্রতিপক্ষরা কোন কিছু মানতে চায় না। তারা জোর করে জমি দখলে নেয়ার চেষ্টা করছে।
সম্প্রতি পরিবারের সদস্যদের নিয়ে তিনি জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মনির হাওলাদার ও সাগর হাওলাদারসহ প্রতিপক্ষরা সেখানে উপস্থিত হয়ে বাড়ি নির্মাণে বাধা দেয়। বাধার কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে তার ভাই তরিকুল শেখকে কাঠের বাতা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করতে গেলে তার পিতা হামিদ শেখকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে বিএনপি নেতা মনির হাওলাদার। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে জানতে চানতে অভিযুক্ত মনির হাওলাদারের সাথে যোগযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :
৩০ অক্টোবর, ২০২৫, 7:00 PM
বাগেরহাট সদর উপজেলার সুগান্ধি গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদকের নেতৃত্বে একটি অসহায় পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার বাগেরহাট সদর থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তহমিনা বেগম সুগান্ধি গ্রামের মৃত ইসমাইল হাওলাদারের ছেলে মোছলেম আলী হাওলাদারের নিকট থেকে ২০১৮ সালে ১৩ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে ওই জমি থেকে তাদের উচ্ছেদের চেষ্টা করে আসছে জমি বিক্রেতার ছেলে সাগর হাওলাদার ও ভাই রাখালগাছি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মনির হাওলাদার।
তহমিনা বেগম অভিযোগ করে বলেন, তিনি অনেক কষ্ট করে বসবাসের জন্য সামান্ন এই জমিটুকু কিনেছেন। কিন্তু তাকে সেখান থেকে উচ্ছেদের জন্য নানা ভাবে পায়তারা করছে প্রতিপক্ষরা। এবিষয়ে কয়েক দফা শালিশ-বৈঠক হলেও তার প্রভাবশালী প্রতিপক্ষরা কোন কিছু মানতে চায় না। তারা জোর করে জমি দখলে নেয়ার চেষ্টা করছে।
সম্প্রতি পরিবারের সদস্যদের নিয়ে তিনি জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মনির হাওলাদার ও সাগর হাওলাদারসহ প্রতিপক্ষরা সেখানে উপস্থিত হয়ে বাড়ি নির্মাণে বাধা দেয়। বাধার কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে তার ভাই তরিকুল শেখকে কাঠের বাতা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করতে গেলে তার পিতা হামিদ শেখকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে বিএনপি নেতা মনির হাওলাদার। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে জানতে চানতে অভিযুক্ত মনির হাওলাদারের সাথে যোগযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত