ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

ইউরোপিয়ান ওয়ার্ক ইন প্রোগ্রেস পুরস্কার জিতেছে রবিউল আলম রবির চলচ্চিত্র

#
news image

অষ্টম ইউরোপিয়ান ওয়ার্ক ইন প্রোগ্রেস (ইডব্লিউআইপি) হামবুর্গ-২০২৫ আসরে পুরস্কার জিতেছে রবিউল আলম রবি’র নির্মীয়মান চলচ্চিত্র ‘কিল মি লাইক আ ডগ’। 

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আর্থিক সহযোগিতায় ‘রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন’ প্রকল্পের নির্মীয়মান আটটি চলচ্চিত্রের একটি রবিউল আলম রবি’র ‘কিল মি লাইক আ ডগ’।

এ চলচ্চিত্র ফিল্মফেস্ট হামবুর্গ-এর ‘ইন্ডাস্ট্রি ডেইজ’ এর অংশ হিসেবে জার্মানির হামবুর্গে ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। 

নরওয়েজিয়ান সহ-প্রযোজনায় নির্মীয়মান ‘কিল মি লাইক আ ডগ’ পুরস্কৃত হয়েছে ‘ইউরোপিয়ান ওয়ার্ক ইন প্রোগ্রেস কে-১৩ স্টুডিওজ অ্যাওয়ার্ড’ এর জন্য। 

এই পুরস্কারের ফলে, জার্মানির বার্লিন ভিত্তিক কে-১৩ স্টুডিওজ ১০ হাজার ইউরো সমমূল্যের ‘ডলভি অ্যাটমস’ মিক্সিং সহযোগিতা প্রদান করবে ছবিটিতে। 

আগামী বছরের প্রথম চতুর্থাংশে ছবিটির মুক্তির পরিকল্পনা রয়েছে।

ফ্রানৎস কাফকার উপন্যাস ‘দ্য ট্রায়াল’ অবলম্বনে বানানো এ চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা, পরিচালনা ও প্রযোজনা করেছেন রবিউল আলম রবি। 

‘কিল মি লাইক আ ডগ’ ছবির কাহিনী খুলনা শহরের এক সাধারণ ব্যাংকারের জীবনকে ঘিরে আবর্তিত, যাকে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার লোকেরা এক অসম্ভব বিচারের মুখোমুখি করে। ওই ব্যাংকার জানতেও পারেন না— তার কী অপরাধ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্র জানায়, আসন্ন প্রতিশ্রুতিশীল চলচ্চিত্রের সন্ধানে, ইউরোপীয় চলচ্চিত্র শিল্পের (প্রযোজনা, পরিবেশনা, বিশ্ব বিপণন, অর্থায়ন, চলচ্চিত্র উৎসব ইত্যাদি থেকে) তিন শতাধিক চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি দুই দিনের এ আসরে যোগ দেন।

জানা যায়, ইডব্লিউআইপি’র এবারের আসরে রেকর্ড সংখ্যক ২৪০টিরও বেশি ইউরোপীয় প্রযোজনায় বা সহ-প্রযোজনায় নির্মীয়মান চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে পোস্ট প্রোডাকশনের মাঝামাঝি অথবা শেষ পর্যায়ে থাকা এমন ২৭টি চলচ্চিত্রকে নির্বাচিত করে কর্তৃপক্ষ। এগুলো আগামী দিনের আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

দুই দিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কাছে নির্বাচিত এই ২৭টি চলচ্চিত্র উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতারা। 

এর মধ্যে ১৪টি চলচ্চিত্র পুরস্কৃত হয়, যার মধ্যে ইউরোপীয় চলচ্চিত্রের বাইরে ইউরোপের সহ-প্রযোজনায় নির্মিত ব্রাজিল ও পেরুর ছবিও ছিল।

সূত্র জানায়, নির্মীয়মান সম্ভাবনাময় চলচ্চিত্রগুলোর যথাযথ প্রযোজনা, পরিবেশনা ও বিপণন নিশ্চিত করতে সহায়তা হিসেবে এই পুরস্কারগুলো দেয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, খুলনা শিল্পকলা একাডেমি’র আয়োজনে, রবিউল আলম রবি’র তত্ত্বাবধানে ‘প্রযোজনা ভিত্তিক চলচ্চিত্র কর্মশালা’য় অংশগ্রহণকারী স্থানীয় তরুণ চলচ্চিত্র নির্মাতারা ছবিটির অন্যতম কলাকুশলী হিসেবে কাজ করেছেন অভিজ্ঞ কলাকুশলীদের সঙ্গে। 

ছবিটিতে অভিনয় করেছেন মীর নওফেল আশরাফী জিসান, লোপা মুদ্রা দাস, ডলি পাল, পল্লব রায়, সাব্বির খান, বাপ্পি খান ও আল মামুনসহ খুলনা বিভাগের আরো অনেক স্থানীয় শিল্পীরা।

অনলাইন ডেক্স :

১৩ অক্টোবর, ২০২৫,  5:46 PM

news image

অষ্টম ইউরোপিয়ান ওয়ার্ক ইন প্রোগ্রেস (ইডব্লিউআইপি) হামবুর্গ-২০২৫ আসরে পুরস্কার জিতেছে রবিউল আলম রবি’র নির্মীয়মান চলচ্চিত্র ‘কিল মি লাইক আ ডগ’। 

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আর্থিক সহযোগিতায় ‘রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন’ প্রকল্পের নির্মীয়মান আটটি চলচ্চিত্রের একটি রবিউল আলম রবি’র ‘কিল মি লাইক আ ডগ’।

এ চলচ্চিত্র ফিল্মফেস্ট হামবুর্গ-এর ‘ইন্ডাস্ট্রি ডেইজ’ এর অংশ হিসেবে জার্মানির হামবুর্গে ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। 

নরওয়েজিয়ান সহ-প্রযোজনায় নির্মীয়মান ‘কিল মি লাইক আ ডগ’ পুরস্কৃত হয়েছে ‘ইউরোপিয়ান ওয়ার্ক ইন প্রোগ্রেস কে-১৩ স্টুডিওজ অ্যাওয়ার্ড’ এর জন্য। 

এই পুরস্কারের ফলে, জার্মানির বার্লিন ভিত্তিক কে-১৩ স্টুডিওজ ১০ হাজার ইউরো সমমূল্যের ‘ডলভি অ্যাটমস’ মিক্সিং সহযোগিতা প্রদান করবে ছবিটিতে। 

আগামী বছরের প্রথম চতুর্থাংশে ছবিটির মুক্তির পরিকল্পনা রয়েছে।

ফ্রানৎস কাফকার উপন্যাস ‘দ্য ট্রায়াল’ অবলম্বনে বানানো এ চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা, পরিচালনা ও প্রযোজনা করেছেন রবিউল আলম রবি। 

‘কিল মি লাইক আ ডগ’ ছবির কাহিনী খুলনা শহরের এক সাধারণ ব্যাংকারের জীবনকে ঘিরে আবর্তিত, যাকে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার লোকেরা এক অসম্ভব বিচারের মুখোমুখি করে। ওই ব্যাংকার জানতেও পারেন না— তার কী অপরাধ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্র জানায়, আসন্ন প্রতিশ্রুতিশীল চলচ্চিত্রের সন্ধানে, ইউরোপীয় চলচ্চিত্র শিল্পের (প্রযোজনা, পরিবেশনা, বিশ্ব বিপণন, অর্থায়ন, চলচ্চিত্র উৎসব ইত্যাদি থেকে) তিন শতাধিক চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি দুই দিনের এ আসরে যোগ দেন।

জানা যায়, ইডব্লিউআইপি’র এবারের আসরে রেকর্ড সংখ্যক ২৪০টিরও বেশি ইউরোপীয় প্রযোজনায় বা সহ-প্রযোজনায় নির্মীয়মান চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে পোস্ট প্রোডাকশনের মাঝামাঝি অথবা শেষ পর্যায়ে থাকা এমন ২৭টি চলচ্চিত্রকে নির্বাচিত করে কর্তৃপক্ষ। এগুলো আগামী দিনের আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

দুই দিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কাছে নির্বাচিত এই ২৭টি চলচ্চিত্র উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতারা। 

এর মধ্যে ১৪টি চলচ্চিত্র পুরস্কৃত হয়, যার মধ্যে ইউরোপীয় চলচ্চিত্রের বাইরে ইউরোপের সহ-প্রযোজনায় নির্মিত ব্রাজিল ও পেরুর ছবিও ছিল।

সূত্র জানায়, নির্মীয়মান সম্ভাবনাময় চলচ্চিত্রগুলোর যথাযথ প্রযোজনা, পরিবেশনা ও বিপণন নিশ্চিত করতে সহায়তা হিসেবে এই পুরস্কারগুলো দেয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, খুলনা শিল্পকলা একাডেমি’র আয়োজনে, রবিউল আলম রবি’র তত্ত্বাবধানে ‘প্রযোজনা ভিত্তিক চলচ্চিত্র কর্মশালা’য় অংশগ্রহণকারী স্থানীয় তরুণ চলচ্চিত্র নির্মাতারা ছবিটির অন্যতম কলাকুশলী হিসেবে কাজ করেছেন অভিজ্ঞ কলাকুশলীদের সঙ্গে। 

ছবিটিতে অভিনয় করেছেন মীর নওফেল আশরাফী জিসান, লোপা মুদ্রা দাস, ডলি পাল, পল্লব রায়, সাব্বির খান, বাপ্পি খান ও আল মামুনসহ খুলনা বিভাগের আরো অনেক স্থানীয় শিল্পীরা।