নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেক্স :
০৮ সেপ্টেম্বর, ২০২৫, 11:23 PM

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১৭
নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতি মোকাবিলার দাবিতে ছাত্র-জনতার প্রতিবাদ বিক্ষোভে পুলিশ আজ সোমবার কাঠমান্ডুতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করলে কমপক্ষে ১৭ জন বিক্ষোভকারী নিহত হন।
কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ হয়েছে।
সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর নেপালে গত শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইটে প্রবেশ করা যাচ্ছে না। এজন্য ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়ে পড়েছেন।
তথ্য কর্মকর্তা রঞ্জনা নেপাল জানিয়েছেন, আহতদের অনেকেই নিকটবর্তী সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি এএফপি’কে বলেন, ‘আমি হাসপাতালে এতো বিরক্তিকর পরিস্থিতি আগে কখনো দেখিনি’।
‘হাসপাতাল এলাকায়ও কাঁদানে গ্যাস প্রবেশ করেছে, যার ফলে ডাক্তারদের কাজ করা কঠিন হয়ে পড়েছে’।
আন্তর্জাতিক ডেক্স :
০৮ সেপ্টেম্বর, ২০২৫, 11:23 PM

নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতি মোকাবিলার দাবিতে ছাত্র-জনতার প্রতিবাদ বিক্ষোভে পুলিশ আজ সোমবার কাঠমান্ডুতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করলে কমপক্ষে ১৭ জন বিক্ষোভকারী নিহত হন।
কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ হয়েছে।
সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর নেপালে গত শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইটে প্রবেশ করা যাচ্ছে না। এজন্য ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়ে পড়েছেন।
তথ্য কর্মকর্তা রঞ্জনা নেপাল জানিয়েছেন, আহতদের অনেকেই নিকটবর্তী সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি এএফপি’কে বলেন, ‘আমি হাসপাতালে এতো বিরক্তিকর পরিস্থিতি আগে কখনো দেখিনি’।
‘হাসপাতাল এলাকায়ও কাঁদানে গ্যাস প্রবেশ করেছে, যার ফলে ডাক্তারদের কাজ করা কঠিন হয়ে পড়েছে’।