ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা বিপিএলের ফাইনালে রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের

#
news image

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। চাঁদাবাজি বন্ধ করবো, কাউকে চাঁদা নিতেও দেব না।”
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আয়োজিত এ জনসভায় তিনি বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত জুলাই আন্দোলন না হলে আজ প্রকাশ্যে কথা বলার সুযোগ মিলত না। তাই এই ত্যাগের সঙ্গে কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করা যাবে না।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি জনবান্ধব, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না। দেশের টাকা লুট করে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে তোলার সংস্কৃতি বন্ধ করা হবে এবং অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, সারা দেশের খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ যোগান দেয় দিনাজপুর। এই অঞ্চলকে কেন্দ্র করে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। আলু ও লিচুর জন্য আধুনিক সংরক্ষণাগার নির্মাণ করা হবে এবং দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। মানুষের জানমাল ও নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।
নারীদের প্রসঙ্গে তিনি বলেন, নারীরা মায়ের জাতি। তাদের জন্য ঘর ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে। টাকা দিয়ে যাতে বিচার কেনা না যায়, সেই ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে অস্ত্রের ঝনঝনানি থাকবে না, মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, এনসিপির মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর-৫ আসনের প্রার্থী ডা. আব্দুল আহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীরা।
সমাবেশে ১০ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি :

২৩ জানুয়ারি, ২০২৬,  7:30 PM

news image

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। চাঁদাবাজি বন্ধ করবো, কাউকে চাঁদা নিতেও দেব না।”
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আয়োজিত এ জনসভায় তিনি বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত জুলাই আন্দোলন না হলে আজ প্রকাশ্যে কথা বলার সুযোগ মিলত না। তাই এই ত্যাগের সঙ্গে কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করা যাবে না।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি জনবান্ধব, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না। দেশের টাকা লুট করে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে তোলার সংস্কৃতি বন্ধ করা হবে এবং অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, সারা দেশের খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ যোগান দেয় দিনাজপুর। এই অঞ্চলকে কেন্দ্র করে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। আলু ও লিচুর জন্য আধুনিক সংরক্ষণাগার নির্মাণ করা হবে এবং দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। মানুষের জানমাল ও নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।
নারীদের প্রসঙ্গে তিনি বলেন, নারীরা মায়ের জাতি। তাদের জন্য ঘর ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে। টাকা দিয়ে যাতে বিচার কেনা না যায়, সেই ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে অস্ত্রের ঝনঝনানি থাকবে না, মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, এনসিপির মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর-৫ আসনের প্রার্থী ডা. আব্দুল আহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীরা।
সমাবেশে ১০ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।