ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া

#
news image

চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা সম্মত হয়েছেন। আজ শনিবার দেশ দু’টির নেতারা টোকিওতে সাক্ষাতের পর এ ঘোষণা দেন।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বিংশ শতাব্দীতে কোরীয় উপদ্বীপে জাপানের দশকব্যাপী দখলদারিত্বের সময় ভূখণ্ড নিয়ে বিরোধ এবং জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানোয় দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে।

তবে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় পুরোনো অভিযোগগুলো একপাশে রেখে দেশ দু’টির মধ্যে গত কয়েক বছরে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে।

বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা যৌথ বিবৃতিতে বলেন, ‘উভয় দেশের চারপাশে ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবিলায় জাপান ও দক্ষিণ কোরিয়া সম্পর্ক এবং টোকিও, সিউল ও ওয়াশিংটনের মধ্যে সহযোগিতার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’

১৯৬৫ সালের পর এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সফরের জন্য জাপানকে বেছে নিলেন। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, আমি বিশ্বাস করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। আমরা দক্ষিণ কোরিয়া-জাপান সম্পর্ককে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি- এই সফরের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে।

দুই নেতা প্রতিরক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা এবং নিম্ন জন্মহারের মতো সামাজিক সমস্যাগুলোর ব্যাপারে বৈঠকে আলোচনা করেছেন।

 

আন্তর্জাতিক ডেক্স :

২৪ আগস্ট, ২০২৫,  3:33 AM

news image

চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা সম্মত হয়েছেন। আজ শনিবার দেশ দু’টির নেতারা টোকিওতে সাক্ষাতের পর এ ঘোষণা দেন।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বিংশ শতাব্দীতে কোরীয় উপদ্বীপে জাপানের দশকব্যাপী দখলদারিত্বের সময় ভূখণ্ড নিয়ে বিরোধ এবং জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানোয় দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে।

তবে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় পুরোনো অভিযোগগুলো একপাশে রেখে দেশ দু’টির মধ্যে গত কয়েক বছরে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে।

বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা যৌথ বিবৃতিতে বলেন, ‘উভয় দেশের চারপাশে ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবিলায় জাপান ও দক্ষিণ কোরিয়া সম্পর্ক এবং টোকিও, সিউল ও ওয়াশিংটনের মধ্যে সহযোগিতার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’

১৯৬৫ সালের পর এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সফরের জন্য জাপানকে বেছে নিলেন। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, আমি বিশ্বাস করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। আমরা দক্ষিণ কোরিয়া-জাপান সম্পর্ককে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি- এই সফরের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে।

দুই নেতা প্রতিরক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা এবং নিম্ন জন্মহারের মতো সামাজিক সমস্যাগুলোর ব্যাপারে বৈঠকে আলোচনা করেছেন।