ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

গাছায় মাটি কাঁটার কথা বলে উচ্ছেদাভিযান, ভূক্তভূগীদের ক্ষতিপূরণ দাবি

#
news image

গাজীপুরের গাছায় অবৈধভাবে প্রশাসনকে ভূল বুঝিয়ে বসতবাড়ি উচ্ছেদাভিযানের অভিযোগ তোলেছেন স্থানীয় বাড়ির মালিকরা ও স্থানীয় ভূক্তভূগী বাসিন্দারা।
 
বৃহস্পতিবার (২১আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা সংলগ্নে সোনিয়া গার্মেন্টসের গলিতে এ উচ্ছেদাভিযান শুরু হলে ভূক্তভূগী পরিবারের সদস্যরাসহ স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে জনরোষে পড়েন অভিযানে নেতৃত্ব দেয়া ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী মেজিস্ট্রেট মো: নাঈমা খান।
 
ভূক্তভূগী পরিবারের একাধিক সদস্য ও স্থানীয়রা বলেন, আমাদের জমি ক্রয়সূত্রে খাজনা খারিজ করে কয়েক যূগ থেকে বসবাস করে আসছি। প্রতিপক্ষরা মামলা দিয়ে প্রায়সই উচ্ছেদের হুমকি দিয়ে আসছিলো। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান ।
 
তারা আরো বলেন, এক পর্যায়ে আদালত এ জমির বিরোধ নিষ্পত্তিতে ইনজেকশন জারির প্রাক্কালে অর্থের বিনীময়ে প্রশাসনকে ভূল বুঝিয়ে থানা পুলিশকে সাথে নিয়ে আজ ভ্যাকু মেশিন দিয়ে আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে। ভূক্তভূগীদের অভিযোগ পূর্বে কোন নোটিশ না দিয়ে এমন ন্যাক্কারজনক ঘটনার সুস্থ বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টার নিকট।
 
এদিকে ভ্যাকু মেশিন চালক লিয়াকত বলেন, হাসান ও মামলাকারী স্থানীয় মতে আবু তাহের নামে এক ব্যাক্তি মাটি কাটার কথা বলে আমাদের এনে ফাঁসিয়ে দিয়েছে। তিনি বলেন, মেজিস্ট্রেট ম্যাডাম ও পুলিশও বলেছে ভ্যাকু নামাতে তাই নামিয়েছি।
 
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট নাঈমা খান বলেন, এক ব্যাক্তির অভিযোগের রায় পাওয়ায় দখল বোঝে পেতে অভিযান পরিচালনা করতে আদালত আমাকে নির্বাহী দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এখানে যেন কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে। বর্তমানে এ স্থানের আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। তবে ভ্যাকু এনে কে বা কারা বসতবাড়ি ভাঙচুর চালিয়েছেন তা তিনি জানেননা বলেও দাবি করেন।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

২১ আগস্ট, ২০২৫,  8:52 PM

news image

গাজীপুরের গাছায় অবৈধভাবে প্রশাসনকে ভূল বুঝিয়ে বসতবাড়ি উচ্ছেদাভিযানের অভিযোগ তোলেছেন স্থানীয় বাড়ির মালিকরা ও স্থানীয় ভূক্তভূগী বাসিন্দারা।
 
বৃহস্পতিবার (২১আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা সংলগ্নে সোনিয়া গার্মেন্টসের গলিতে এ উচ্ছেদাভিযান শুরু হলে ভূক্তভূগী পরিবারের সদস্যরাসহ স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে জনরোষে পড়েন অভিযানে নেতৃত্ব দেয়া ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী মেজিস্ট্রেট মো: নাঈমা খান।
 
ভূক্তভূগী পরিবারের একাধিক সদস্য ও স্থানীয়রা বলেন, আমাদের জমি ক্রয়সূত্রে খাজনা খারিজ করে কয়েক যূগ থেকে বসবাস করে আসছি। প্রতিপক্ষরা মামলা দিয়ে প্রায়সই উচ্ছেদের হুমকি দিয়ে আসছিলো। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান ।
 
তারা আরো বলেন, এক পর্যায়ে আদালত এ জমির বিরোধ নিষ্পত্তিতে ইনজেকশন জারির প্রাক্কালে অর্থের বিনীময়ে প্রশাসনকে ভূল বুঝিয়ে থানা পুলিশকে সাথে নিয়ে আজ ভ্যাকু মেশিন দিয়ে আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে। ভূক্তভূগীদের অভিযোগ পূর্বে কোন নোটিশ না দিয়ে এমন ন্যাক্কারজনক ঘটনার সুস্থ বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টার নিকট।
 
এদিকে ভ্যাকু মেশিন চালক লিয়াকত বলেন, হাসান ও মামলাকারী স্থানীয় মতে আবু তাহের নামে এক ব্যাক্তি মাটি কাটার কথা বলে আমাদের এনে ফাঁসিয়ে দিয়েছে। তিনি বলেন, মেজিস্ট্রেট ম্যাডাম ও পুলিশও বলেছে ভ্যাকু নামাতে তাই নামিয়েছি।
 
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট নাঈমা খান বলেন, এক ব্যাক্তির অভিযোগের রায় পাওয়ায় দখল বোঝে পেতে অভিযান পরিচালনা করতে আদালত আমাকে নির্বাহী দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এখানে যেন কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে। বর্তমানে এ স্থানের আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। তবে ভ্যাকু এনে কে বা কারা বসতবাড়ি ভাঙচুর চালিয়েছেন তা তিনি জানেননা বলেও দাবি করেন।