ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে

#
news image

যুক্তরাজ্যে শীর্ষস্থানীয় একটি ধ্রুপদী সঙ্গীত উৎসবে ৩০০ বছর পুরনো বেহালা বাজানো হবে। এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান বেহালাগুলোর মধ্যে অন্যতম এবং একসময় এটি সুরকার নিকোলো পাগানিনির মালিকানাধীন ছিল।

লন্ডন থেকে এএফপি জানায়, ক্যারোডাস নামে পরিচিত বেহালাটি গুইসেপে গুয়ারনেরির তৈরি প্রায় দেড় শতাধিক বেহালার একটি। যা কয়েকশ বছর ধরে টিকে আছে। গত জুনে একটি দাতব্য সংস্থা ২০ মিলিয়ন ডলারে এটি কিনে নেওয়ার পর বেশ আলোচনায় আসে।

ইতালির উত্তরাঞ্চলীয় ক্রিমোনিয়ায় ১৭৪৩ সালে বেহালাটি তৈরি করা হয়। দক্ষিণ কোরিয়ার বেহালাবাদক ইনমো ইয়াং বিবিসি প্রমসের (মিউজিক্যাল কনসার্ট) অনুষ্ঠানে এটি বাজাবেন বলে আশা করা হচ্ছে।

একসময় ইতালির খ্যাতনামা পাগানিনির মালিকানায় থাকা বেহালাটি আগামী ২৮ আগস্ট লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে প্রদর্শিত হবে।

বেহালাবাদক ইনমো ইয়াং বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, আমি এতো ভাগ্যবান যে, এই বাদ্যযন্ত্রটি পেয়েছি। এটি সহজ পদ্ধতিতে তৈরি করা সেরা বাদ্যযন্ত্রগুলোর মধ্যে একটি।’

তিনি আরও বলেন, ‘আমি বাদ্যযন্ত্রটির যত্ন নেওয়া এবং এটা থেকে সুরেলা আওয়াজ বের করাকে নিজের কর্তব্য মনে করি। যাতে মানুষ জানতে পারে যে, জাদুঘরের ভল্টে রাখার চেয়ে এসব বাদ্যযন্ত্র বাজানোই বেশি গুরুত্বপূর্ণ।’

স্ট্রেটন সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা স্টিফেন জ্যানসেন বলেন, ‘ইতালীয় লুথিয়ার আন্তোনিও স্ট্রাডিভারির সঙ্গে গুয়ারনেরি ছিলেন সর্বকালের সর্বসেরা বেহালা নির্মাতা।’

জ্যানসেন আরও বলেন, ‘স্ট্রাডিভারি সচরাচর গির্জা এবং অভিজাত লোকদের জন্য বেহালা তৈরি করতেন। গুয়ারনেরি বেহালা তৈরি করতেন সঙ্গীতশিল্পীদের জন্য এবং গুয়ারনেরির তৈরি বেহালা বাজিয়ে সুরের জাদুতে বিখ্যাত হয়ে উঠেছেন অনেকে।’

আন্তর্জাতিক ডেক্স :

২০ আগস্ট, ২০২৫,  12:54 AM

news image

যুক্তরাজ্যে শীর্ষস্থানীয় একটি ধ্রুপদী সঙ্গীত উৎসবে ৩০০ বছর পুরনো বেহালা বাজানো হবে। এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান বেহালাগুলোর মধ্যে অন্যতম এবং একসময় এটি সুরকার নিকোলো পাগানিনির মালিকানাধীন ছিল।

লন্ডন থেকে এএফপি জানায়, ক্যারোডাস নামে পরিচিত বেহালাটি গুইসেপে গুয়ারনেরির তৈরি প্রায় দেড় শতাধিক বেহালার একটি। যা কয়েকশ বছর ধরে টিকে আছে। গত জুনে একটি দাতব্য সংস্থা ২০ মিলিয়ন ডলারে এটি কিনে নেওয়ার পর বেশ আলোচনায় আসে।

ইতালির উত্তরাঞ্চলীয় ক্রিমোনিয়ায় ১৭৪৩ সালে বেহালাটি তৈরি করা হয়। দক্ষিণ কোরিয়ার বেহালাবাদক ইনমো ইয়াং বিবিসি প্রমসের (মিউজিক্যাল কনসার্ট) অনুষ্ঠানে এটি বাজাবেন বলে আশা করা হচ্ছে।

একসময় ইতালির খ্যাতনামা পাগানিনির মালিকানায় থাকা বেহালাটি আগামী ২৮ আগস্ট লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে প্রদর্শিত হবে।

বেহালাবাদক ইনমো ইয়াং বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, আমি এতো ভাগ্যবান যে, এই বাদ্যযন্ত্রটি পেয়েছি। এটি সহজ পদ্ধতিতে তৈরি করা সেরা বাদ্যযন্ত্রগুলোর মধ্যে একটি।’

তিনি আরও বলেন, ‘আমি বাদ্যযন্ত্রটির যত্ন নেওয়া এবং এটা থেকে সুরেলা আওয়াজ বের করাকে নিজের কর্তব্য মনে করি। যাতে মানুষ জানতে পারে যে, জাদুঘরের ভল্টে রাখার চেয়ে এসব বাদ্যযন্ত্র বাজানোই বেশি গুরুত্বপূর্ণ।’

স্ট্রেটন সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা স্টিফেন জ্যানসেন বলেন, ‘ইতালীয় লুথিয়ার আন্তোনিও স্ট্রাডিভারির সঙ্গে গুয়ারনেরি ছিলেন সর্বকালের সর্বসেরা বেহালা নির্মাতা।’

জ্যানসেন আরও বলেন, ‘স্ট্রাডিভারি সচরাচর গির্জা এবং অভিজাত লোকদের জন্য বেহালা তৈরি করতেন। গুয়ারনেরি বেহালা তৈরি করতেন সঙ্গীতশিল্পীদের জন্য এবং গুয়ারনেরির তৈরি বেহালা বাজিয়ে সুরের জাদুতে বিখ্যাত হয়ে উঠেছেন অনেকে।’