ঢাকা ১০ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
নেত্রকোনায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান আওয়ামী লীগ নেতার স্ত্রী সহ ৩ সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা সাংবাদিককে আইনজীবীর হুমকি, ভূমিদস্যু-জালিয়াত চক্রের দৌরাত্ম্য শেষ কোথায় ? ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন শিবপুরে স্টার সিএনজি স্টেশনের নামে মিথ্যা অপপ্রচার এবং চাঁদা দাবি আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের সীমান্ত থেকে গাঁজা এনে রাজশাহীতে সরবরাহ: ‘বিবিজান’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের

#
news image

পশ্চিমা ধাঁচের রেভ ও সঙ্গীত উৎসবের পর নিজেদের সাংস্কৃতিক শিকড়ের দিকে দিকে ঝুঁকছে সৌদি আরব। যদিও কঠোর রক্ষণশীলতার জন্য পরিচিত সৌদি আরবে এক সময় কনসার্ট নিষিদ্ধ ছিল।

রিয়াদ থেকে এএফপি এ খবর জানায়।

রিয়াদে মঞ্চস্থ হচ্ছে ‘তেরহাল’ নামে একটি মঞ্চ অনুষ্ঠান। যেখানে ঐতিহ্যবাহী গান, মন্ত্র এবং আধুনিক প্রযুক্তির সাথে মিশ্রিত পোশাকের মাধ্যমে রাজ্যের ঐতিহ্য প্রদর্শন করা হচ্ছে। লাল-সাদা হেডড্রেস পরা একজন অভিনেতা সাদা ঘোড়ায় চড়ে ছুটে চলেছেন, সাদের গল্প বর্ণনা করছেন, একজন তরুণ সৌদি তার জন্মভূমি ঘুরে দেখছেন। এই প্রযোজনায় ১০০ জন আন্তর্জাতিক অ্যাক্রোব্যাট, নৃত্যশিল্পী এবং ট্র্যাপিজ শিল্পীর মধ্যে ৫৫ জন হলেন সৌদি ।

পূর্বের কিছু ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালে অ্যালকোহল ও মাদক ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর এই পরিবর্তন আসছে। যদিও রিয়াদ কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। 

জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি’র চেয়ারম্যান তুরকি আল-আলশিখ জানিয়েছেন, এ বছরের ‘রিয়াদ সিজন’ বিনোদন কর্মসূচিতে সৌদি ও উপসাগরীয় সঙ্গীতশিল্পীদেরকেই প্রাধান্য দেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন যে এই পদক্ষেপটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর অংশ। যার লক্ষ্য সৌদি আরবের পরিচয় পুনর্গঠন করা এবং তেলের বাইরে এর অর্থনীতিকে বৈচিত্র্যময় করা। 

জার্মান থিঙ্ক-ট্যাঙ্ক কার্পো’র সেবাস্টিয়ান সন্স বলেন, ‘ভিশন ২০৩০ সবসময় সীমারেখা পরীক্ষা করার ব্যাপার। যদি দুই কদম এগোনো বেশি হয়, তবে এক কদম পেছানো হয়।

২০১৮ সাল পর্যন্ত, দেশটিতে কনসার্ট ও  নৃত্য নিষিদ্ধ ছিল। মহিলারা যদি মাথার স্কার্ফ ছাড়াই উপস্থিত হন তবে তাদের বেত্রাঘাতের ঝুঁকি ছিল। সংস্কার শুরু হওয়ার পর থেকে, সৌদি আরব ফর্মুলা ওয়ান রেস, জেনিফার লোপেজের মতো বিশ্বখ্যাত সঙ্গীত তারকাদের নিয়ে কনসার্টের আয়োজন করেছে এবং মহিলাদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল রহমান আলমোতাওয়া বলেন, তেরহাল ‘সৌদি ভূদৃশ্যের সৌন্দর্য এবং এর ঐতিহ্যের গভীরতা উভয়ই ধারণ করে। যা এগুলোকে বিস্তৃত দর্শকদের কাছে সহজলভ্য করে তোলে।" শৈল্পিক পরিচালক ফিলিপ্পো ফেরারেসি আরও বলেন, তিনি আঞ্চলিক ঐতিহ্য, নৃত্য এবং সঙ্গীত নিয়ে গবেষণা করার জন্য সৌদি পরামর্শদাতা ও অধ্যাপকদের সাথে কাজ করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বিনোদন এখন ভিশন ২০৩০ এর সামাজিক ও অর্থনৈতিক উপাদানগুলোর সংযোগস্থলে রয়েছে। রাইস বিশ্ববিদ্যালয়ের বেকার ইনস্টিটিউটের ক্রিশ্চিয়ান কোটস উলরিচসেন বলেন, এটি কেবল অর্থনৈতিক বৈচিত্রের জন্য অব্যবহৃত সম্ভাবনার একটি ক্ষেত্রই নয় বরং সৌদি আরবে চলমান পরিবর্তনগুলো প্রদর্শনের একটি উপায়ও।

তবে মানবাধিকার গোষ্ঠীগুলো রিয়াদের বিরুদ্ধে তার দুর্বল মানবাধিকার রেকর্ডকে "শিল্প-ধোলাই" করার অভিযোগ করেছে। সন্স এই ধরনের সমালোচনা স্বীকার করে বলেছেন, "দেশের অনেক সৃজনশীল মন তাদের কাজের জন্য সম্মান পাওয়ার যোগ্য।”

সৌদি নৃত্যশিল্পী তালহা মাস (২৩) বলেন, তেরহালে অংশ নিতে পারা তার জন্য ছিল ‘স্বপ্ন পূরণ’। আর মিশরীয় দর্শক আসসের সালেহ (৩৭) বলেছেন, রিয়াদে এ ধরনের অনুষ্ঠান দেখে তিনি ‘গর্বিত’ বোধ করছেন।

তিনি আরও বলেন, ‘আগে এই ধরনের অনুষ্ঠান দেখতে হলে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে যেতে হতো।’ 

অনলাইন ডেক্স :

১৭ আগস্ট, ২০২৫,  7:47 PM

news image

পশ্চিমা ধাঁচের রেভ ও সঙ্গীত উৎসবের পর নিজেদের সাংস্কৃতিক শিকড়ের দিকে দিকে ঝুঁকছে সৌদি আরব। যদিও কঠোর রক্ষণশীলতার জন্য পরিচিত সৌদি আরবে এক সময় কনসার্ট নিষিদ্ধ ছিল।

রিয়াদ থেকে এএফপি এ খবর জানায়।

রিয়াদে মঞ্চস্থ হচ্ছে ‘তেরহাল’ নামে একটি মঞ্চ অনুষ্ঠান। যেখানে ঐতিহ্যবাহী গান, মন্ত্র এবং আধুনিক প্রযুক্তির সাথে মিশ্রিত পোশাকের মাধ্যমে রাজ্যের ঐতিহ্য প্রদর্শন করা হচ্ছে। লাল-সাদা হেডড্রেস পরা একজন অভিনেতা সাদা ঘোড়ায় চড়ে ছুটে চলেছেন, সাদের গল্প বর্ণনা করছেন, একজন তরুণ সৌদি তার জন্মভূমি ঘুরে দেখছেন। এই প্রযোজনায় ১০০ জন আন্তর্জাতিক অ্যাক্রোব্যাট, নৃত্যশিল্পী এবং ট্র্যাপিজ শিল্পীর মধ্যে ৫৫ জন হলেন সৌদি ।

পূর্বের কিছু ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালে অ্যালকোহল ও মাদক ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর এই পরিবর্তন আসছে। যদিও রিয়াদ কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। 

জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি’র চেয়ারম্যান তুরকি আল-আলশিখ জানিয়েছেন, এ বছরের ‘রিয়াদ সিজন’ বিনোদন কর্মসূচিতে সৌদি ও উপসাগরীয় সঙ্গীতশিল্পীদেরকেই প্রাধান্য দেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন যে এই পদক্ষেপটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর অংশ। যার লক্ষ্য সৌদি আরবের পরিচয় পুনর্গঠন করা এবং তেলের বাইরে এর অর্থনীতিকে বৈচিত্র্যময় করা। 

জার্মান থিঙ্ক-ট্যাঙ্ক কার্পো’র সেবাস্টিয়ান সন্স বলেন, ‘ভিশন ২০৩০ সবসময় সীমারেখা পরীক্ষা করার ব্যাপার। যদি দুই কদম এগোনো বেশি হয়, তবে এক কদম পেছানো হয়।

২০১৮ সাল পর্যন্ত, দেশটিতে কনসার্ট ও  নৃত্য নিষিদ্ধ ছিল। মহিলারা যদি মাথার স্কার্ফ ছাড়াই উপস্থিত হন তবে তাদের বেত্রাঘাতের ঝুঁকি ছিল। সংস্কার শুরু হওয়ার পর থেকে, সৌদি আরব ফর্মুলা ওয়ান রেস, জেনিফার লোপেজের মতো বিশ্বখ্যাত সঙ্গীত তারকাদের নিয়ে কনসার্টের আয়োজন করেছে এবং মহিলাদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল রহমান আলমোতাওয়া বলেন, তেরহাল ‘সৌদি ভূদৃশ্যের সৌন্দর্য এবং এর ঐতিহ্যের গভীরতা উভয়ই ধারণ করে। যা এগুলোকে বিস্তৃত দর্শকদের কাছে সহজলভ্য করে তোলে।" শৈল্পিক পরিচালক ফিলিপ্পো ফেরারেসি আরও বলেন, তিনি আঞ্চলিক ঐতিহ্য, নৃত্য এবং সঙ্গীত নিয়ে গবেষণা করার জন্য সৌদি পরামর্শদাতা ও অধ্যাপকদের সাথে কাজ করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বিনোদন এখন ভিশন ২০৩০ এর সামাজিক ও অর্থনৈতিক উপাদানগুলোর সংযোগস্থলে রয়েছে। রাইস বিশ্ববিদ্যালয়ের বেকার ইনস্টিটিউটের ক্রিশ্চিয়ান কোটস উলরিচসেন বলেন, এটি কেবল অর্থনৈতিক বৈচিত্রের জন্য অব্যবহৃত সম্ভাবনার একটি ক্ষেত্রই নয় বরং সৌদি আরবে চলমান পরিবর্তনগুলো প্রদর্শনের একটি উপায়ও।

তবে মানবাধিকার গোষ্ঠীগুলো রিয়াদের বিরুদ্ধে তার দুর্বল মানবাধিকার রেকর্ডকে "শিল্প-ধোলাই" করার অভিযোগ করেছে। সন্স এই ধরনের সমালোচনা স্বীকার করে বলেছেন, "দেশের অনেক সৃজনশীল মন তাদের কাজের জন্য সম্মান পাওয়ার যোগ্য।”

সৌদি নৃত্যশিল্পী তালহা মাস (২৩) বলেন, তেরহালে অংশ নিতে পারা তার জন্য ছিল ‘স্বপ্ন পূরণ’। আর মিশরীয় দর্শক আসসের সালেহ (৩৭) বলেছেন, রিয়াদে এ ধরনের অনুষ্ঠান দেখে তিনি ‘গর্বিত’ বোধ করছেন।

তিনি আরও বলেন, ‘আগে এই ধরনের অনুষ্ঠান দেখতে হলে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে যেতে হতো।’