ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

কষ্টে জীবন কাটানো ফারুকের আয় মাসে লাখ টাকার উপরে

#
news image

সংসারের চাহিদা পূরণ করতে গ্রামে গ্রামে ঘুরে সাইকেলে করে সামান্য কিছু ধান কিনে এনে বাজারে বিক্রি করতেন নেত্রকোনা বারহাট্টার ফারুক মিয়া। ছিলনা নির্দিষ্ট কোন মাসিক আয়ের নিশ্চয়তা। কষ্ট করে দিনাতিপাত করা সেই ফারুক মিয়ার বর্তমান মাসিক আয় লাখ টাকার বেশি।

ফারুক মিয়া এখন ফেসবুকে জনপ্রিয় ফানি কনটেন্ট ক্রিয়েটর। তাঁর পেজের নাম 'FARUK 77778 (ফারুক)' Follower সংখ্যা প্রায় ১৯ লক্ষ। সমাজের নানান অসংগতি তুলে ধরে ফানি ভিডিও বানিয়ে তিনি ফেসবুকে প্রকাশ করেন। সেসব ভিডিও ১০০ মিলিয়ন থেকে ১৫০ মিলিয়ন ভিউ হয়। সেই ভিউ এর ভিত্তিতেই তিনি ফেসবুক থেকে টাকা আয় করেন।

উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজারের চাকুয়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে ফারুক মিয়া। স্কুলে ভর্তি হলেও প্রাইমারী স্কুলের গন্ডি পার করা হয়নি তার। ব্যক্তি জীবনে দুই সন্তানের পিতা ফারুক মিয়া। একসময়ে তিনি গ্রাম থেকে ধান কিনে বাজারে এনে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা শুরু করেন। কিন্তু এই আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে যায় তাই বিকল্প আয়ের সন্ধান খুঁজতে তিনি ২০২৩ সালে শখের বশে নিজের ফেইসবুক পেইজে টিকটক ভিডিও আপলোড করতে শুরু করেন। শুরুতে মানুষের সমালোচনা, হাসাহাসি কোনটাই কম ছিলো না। ভিডিও শুটিংয়ের সময় ও ভিডিও আপলোড দেয়ার পর এলাকাবাসী এগুলো নিয়ে হাসাহাসি করতো। তবুও তিনি দমে যান। অবশেষ ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তার ভিডিওগুলো দর্শকের মন জয় করতে শুরু করে। বিশেষ করে ফানি ভিডিওতে তার অঙ্গভঙ্গি প্রদর্শন ছোট বড় সবার মনে আনন্দ দিতে থাকে। হঠাৎ একটি ভিডিও ৪-৫ মিলিয়ন ভিউ হয়ে গেলে দ্বিগুণ আগ্রাহ উৎসাহ নিয়ে কাজ করতে থাকেন তিনি। এখন প্রায় ২ মিলিয়ন (১৯ লক্ষের উপর)  Follower এর তার পেইজে প্রতিনিয়তই ভিউ হচ্ছে ১০০-১৫০ মিলিয়ন।

বর্তমানে বাবা, মা, স্ত্রী সন্তান নিয়ে সুখে জীবন যাপন করছেন ফারুক। বর্তমানে পেইজের আয় দিয়ে সংসারের চাহিদা পূরণ করে মাদ্রাসা মসজিদ ও কিছু অসহায় পরিবারের সহযোগিতা করছেন তিনি। ভবিষ্যতে তার পেইজের আয় বৃদ্ধি পেলে সমাজের অবহেলিত মানুষের জন্য আরও কিছু করার আশা এই ফেইজবুক কমেডিয়ানের।

 

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

১৫ আগস্ট, ২০২৫,  11:08 PM

news image

সংসারের চাহিদা পূরণ করতে গ্রামে গ্রামে ঘুরে সাইকেলে করে সামান্য কিছু ধান কিনে এনে বাজারে বিক্রি করতেন নেত্রকোনা বারহাট্টার ফারুক মিয়া। ছিলনা নির্দিষ্ট কোন মাসিক আয়ের নিশ্চয়তা। কষ্ট করে দিনাতিপাত করা সেই ফারুক মিয়ার বর্তমান মাসিক আয় লাখ টাকার বেশি।

ফারুক মিয়া এখন ফেসবুকে জনপ্রিয় ফানি কনটেন্ট ক্রিয়েটর। তাঁর পেজের নাম 'FARUK 77778 (ফারুক)' Follower সংখ্যা প্রায় ১৯ লক্ষ। সমাজের নানান অসংগতি তুলে ধরে ফানি ভিডিও বানিয়ে তিনি ফেসবুকে প্রকাশ করেন। সেসব ভিডিও ১০০ মিলিয়ন থেকে ১৫০ মিলিয়ন ভিউ হয়। সেই ভিউ এর ভিত্তিতেই তিনি ফেসবুক থেকে টাকা আয় করেন।

উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজারের চাকুয়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে ফারুক মিয়া। স্কুলে ভর্তি হলেও প্রাইমারী স্কুলের গন্ডি পার করা হয়নি তার। ব্যক্তি জীবনে দুই সন্তানের পিতা ফারুক মিয়া। একসময়ে তিনি গ্রাম থেকে ধান কিনে বাজারে এনে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা শুরু করেন। কিন্তু এই আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে যায় তাই বিকল্প আয়ের সন্ধান খুঁজতে তিনি ২০২৩ সালে শখের বশে নিজের ফেইসবুক পেইজে টিকটক ভিডিও আপলোড করতে শুরু করেন। শুরুতে মানুষের সমালোচনা, হাসাহাসি কোনটাই কম ছিলো না। ভিডিও শুটিংয়ের সময় ও ভিডিও আপলোড দেয়ার পর এলাকাবাসী এগুলো নিয়ে হাসাহাসি করতো। তবুও তিনি দমে যান। অবশেষ ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তার ভিডিওগুলো দর্শকের মন জয় করতে শুরু করে। বিশেষ করে ফানি ভিডিওতে তার অঙ্গভঙ্গি প্রদর্শন ছোট বড় সবার মনে আনন্দ দিতে থাকে। হঠাৎ একটি ভিডিও ৪-৫ মিলিয়ন ভিউ হয়ে গেলে দ্বিগুণ আগ্রাহ উৎসাহ নিয়ে কাজ করতে থাকেন তিনি। এখন প্রায় ২ মিলিয়ন (১৯ লক্ষের উপর)  Follower এর তার পেইজে প্রতিনিয়তই ভিউ হচ্ছে ১০০-১৫০ মিলিয়ন।

বর্তমানে বাবা, মা, স্ত্রী সন্তান নিয়ে সুখে জীবন যাপন করছেন ফারুক। বর্তমানে পেইজের আয় দিয়ে সংসারের চাহিদা পূরণ করে মাদ্রাসা মসজিদ ও কিছু অসহায় পরিবারের সহযোগিতা করছেন তিনি। ভবিষ্যতে তার পেইজের আয় বৃদ্ধি পেলে সমাজের অবহেলিত মানুষের জন্য আরও কিছু করার আশা এই ফেইজবুক কমেডিয়ানের।