ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ইলেকট্রনিক্স কারখানার কাজ বন্ধ

#
news image

রাশিয়ার চুভাশিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন পড়ে যাওয়ার কারণে একটি ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এই অঞ্চলটি মস্কো থেকে প্রায় ৬শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত।

মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে। টেলিগ্রামে এক পোস্টে আঞ্চলিক গভর্নর ওলেগ নিকোলায়েভ বলেছেন, আজ সকালে চুভাশিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন ব্যবহার করার প্রচেষ্টা শনাক্ত করা হয়েছে। তবে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিকোলায়েভ আরো জানান, তিন বছরেরও বেশি সময় আগে ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর নিয়মিত বিমান হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেন প্রায়ই রাশিয়ার ওপর ড্রোন হামলা চালিয়ে আসছে।

চুভাশিয়া অঞ্চলের গভর্নর ওলেগ নিকোলায়েভ জানান, ‘ভিএনআইআইআর কারখানার প্রাঙ্গণে দুটি ইউক্রেনীয় ড্রোন পড়েছে।’ এই কারখানাটি রাশিয়ার অন্যতম প্রধান ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্র। কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে নিকোলায়েভ আরো বলেছেন, আরো দু’টি ড্রোন মাঠে পড়লেও তা মানুষের কোনো ক্ষতি করেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা রাতারাতি ৪৯টি ইউক্রেনীয় ড্রোন আটক করেছে।

অন্যদিকে, ইউক্রেন জানিয়েছে, তারা পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে ডজন ডজন রাশিয়ান ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার এই বড় পরিসরের ড্রোন হামলার পর ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ড নিজেদের আকাশসীমা রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে ওয়ারশোর অপারেশনাল কমান্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেক্স :

০৯ জুন, ২০২৫,  3:45 PM

news image

রাশিয়ার চুভাশিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন পড়ে যাওয়ার কারণে একটি ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এই অঞ্চলটি মস্কো থেকে প্রায় ৬শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত।

মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে। টেলিগ্রামে এক পোস্টে আঞ্চলিক গভর্নর ওলেগ নিকোলায়েভ বলেছেন, আজ সকালে চুভাশিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন ব্যবহার করার প্রচেষ্টা শনাক্ত করা হয়েছে। তবে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিকোলায়েভ আরো জানান, তিন বছরেরও বেশি সময় আগে ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর নিয়মিত বিমান হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেন প্রায়ই রাশিয়ার ওপর ড্রোন হামলা চালিয়ে আসছে।

চুভাশিয়া অঞ্চলের গভর্নর ওলেগ নিকোলায়েভ জানান, ‘ভিএনআইআইআর কারখানার প্রাঙ্গণে দুটি ইউক্রেনীয় ড্রোন পড়েছে।’ এই কারখানাটি রাশিয়ার অন্যতম প্রধান ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্র। কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে নিকোলায়েভ আরো বলেছেন, আরো দু’টি ড্রোন মাঠে পড়লেও তা মানুষের কোনো ক্ষতি করেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা রাতারাতি ৪৯টি ইউক্রেনীয় ড্রোন আটক করেছে।

অন্যদিকে, ইউক্রেন জানিয়েছে, তারা পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে ডজন ডজন রাশিয়ান ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার এই বড় পরিসরের ড্রোন হামলার পর ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ড নিজেদের আকাশসীমা রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে ওয়ারশোর অপারেশনাল কমান্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন।