ঢাকা ০৩ ডিসেম্বর, ২০২৫
শিরোনামঃ
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুরে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  পিরোজপুরে  সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর অতর্কিত হামলা বাগেরহাট যুবদলের কোরান খতম ও দোয়া মাহফিল বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে সরকার সহায়তা করবে : পররাষ্ট্র উপদেষ্টা দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া : জাহিদ হোসেন এলপিজি দাম সমন্বয় করেছে সরকার

তামিমের অসুস্থতার দিন মিরাজের সেঞ্চুরিতে জিতল মোহামেডান

#
news image

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে হৃদরোগে আক্রান্ত হন মোহামেডান স্পোটিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। এরপর হাসপাতালে ভর্তি হন এবং হার্টে রিংও পরানো হয়েছে । তবে তামিমকে ছাড়াই মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরিতে শাইনপুকুরকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান। মিরাজ ১০৩ রান ও ২ উইকেট নেন। 

এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠল মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী লিমিটেড। ৮ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে শাইনপুকুর। 

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের অধিনায়ক রায়হান রহমানের সাথে টস করতে নামেন তামিম। টস-এর পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শাইনপুকুর। ১০৭ রানে সপ্তম উইকেট পতনে দ্রুত গুটিয়ে যাবার মুখে পড়ে তারা। 

অষ্টম উইকেটে ৭৭ রানের জুটিতে শাইনপুকুরকে লজ্জার হাত থেকে রক্ষা করেন অধিনায়ক রায়হান রহমান ও শরিফুল ইসলাম। দলীয় ১৮৪ রানে সাজঘরে ফিরেন রায়হান। ৪টি চারে ৭৭ রান করেন তিনি।

রায়হান ফেরার পর শাইনপুরকে লড়াকু সংগ্রহ এনে দেন শরিফুল। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে আউট হবার আগে ৬টি চার ও ১টি ছক্কায় ৬৯ বলে ৫৭ রান করেন তিনি। ১ বল বাকী থাকতে ২২৩ রানে অলআউট হয় শাইনপুকুর। তাইজুল ৩টি, মিরাজ-নাসুম ও সাইফুদ্দিন ২টি করে উইকেট নেন। 

জবাবে রনি তালুকদারকে নিয়ে মোহামেডানকে ১৬৪ বলে ১৬৪ রানের সূচনা এনে দেন তামিমের জায়গায় ওপেনার হিসেবে নামা মিরাজ। রনি ৬১ রানে আউট হলেও, লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৬ বলে ১০৩ রান করেন মিরাজ। 

মাহিদুল ইসলাম অঙ্কন ২৭ রানে থামার পর ৪৬ বল বাকী রেখে মোহামেডানের জয় নিশ্চিত করেন সাইফুদ্দিন ও নাসুম।

সাইফুদ্দিন ১৮ ও নাসুম ১৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন মিরাজ।

নিজস্ব প্রতিবেদক :

২৫ মার্চ, ২০২৫,  4:51 AM

news image

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে হৃদরোগে আক্রান্ত হন মোহামেডান স্পোটিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। এরপর হাসপাতালে ভর্তি হন এবং হার্টে রিংও পরানো হয়েছে । তবে তামিমকে ছাড়াই মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরিতে শাইনপুকুরকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান। মিরাজ ১০৩ রান ও ২ উইকেট নেন। 

এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠল মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী লিমিটেড। ৮ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে শাইনপুকুর। 

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের অধিনায়ক রায়হান রহমানের সাথে টস করতে নামেন তামিম। টস-এর পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শাইনপুকুর। ১০৭ রানে সপ্তম উইকেট পতনে দ্রুত গুটিয়ে যাবার মুখে পড়ে তারা। 

অষ্টম উইকেটে ৭৭ রানের জুটিতে শাইনপুকুরকে লজ্জার হাত থেকে রক্ষা করেন অধিনায়ক রায়হান রহমান ও শরিফুল ইসলাম। দলীয় ১৮৪ রানে সাজঘরে ফিরেন রায়হান। ৪টি চারে ৭৭ রান করেন তিনি।

রায়হান ফেরার পর শাইনপুরকে লড়াকু সংগ্রহ এনে দেন শরিফুল। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে আউট হবার আগে ৬টি চার ও ১টি ছক্কায় ৬৯ বলে ৫৭ রান করেন তিনি। ১ বল বাকী থাকতে ২২৩ রানে অলআউট হয় শাইনপুকুর। তাইজুল ৩টি, মিরাজ-নাসুম ও সাইফুদ্দিন ২টি করে উইকেট নেন। 

জবাবে রনি তালুকদারকে নিয়ে মোহামেডানকে ১৬৪ বলে ১৬৪ রানের সূচনা এনে দেন তামিমের জায়গায় ওপেনার হিসেবে নামা মিরাজ। রনি ৬১ রানে আউট হলেও, লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৬ বলে ১০৩ রান করেন মিরাজ। 

মাহিদুল ইসলাম অঙ্কন ২৭ রানে থামার পর ৪৬ বল বাকী রেখে মোহামেডানের জয় নিশ্চিত করেন সাইফুদ্দিন ও নাসুম।

সাইফুদ্দিন ১৮ ও নাসুম ১৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন মিরাজ।