ডিপিএল: শেষ বলে রোমাঞ্চকর জয় পারটেক্সের; দুই ম্যাচ পরিত্যক্ত

নিজস্ব প্রতিবেদক :
২৩ মার্চ, ২০২৫, 8:01 AM

ডিপিএল: শেষ বলে রোমাঞ্চকর জয় পারটেক্সের; দুই ম্যাচ পরিত্যক্ত
শেষ ওভারে ১০ রানের প্রয়োজন শেষ বলে মিটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রোমাঞ্চকর জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
লিগে নিজেদের সপ্তম ম্যাচে আজ পারটেক্স ১ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ৮০ রানের অনবদ্য ইনিংসে পারটেক্সের জয়ের নায়ক মোহাম্মদ রাকিব।
এই জয়ে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে উঠল পারটেক্স। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে অগ্রণী ব্যাংক। পারটেক্সের বিপক্ষে জিতলে শীর্ষে থাকা আবাহনী লিমিটেডের সমান ১২ পয়েন্ট হত অগ্রণী ব্যাংকের।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬৮ রানে ৪ উইকেট হারায় অগ্রণী ব্যাংক। এসময় দলের হয়ে ওপেনার সাদমান ইসলাম সর্বোচ্চ ৩১ রান করেন।
পঞ্চম উইকেটে তাইবুর রহমানকে নিয়ে ৫২ রান এবং ষষ্ঠ উইকেটে শুভাগত হোমের সাথে ৪৩ রান যোগ করেন মার্শাল আইয়ুব। তাইবুর ১৯ ও শুভাগত ২৭ রানে আউট হলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন মার্শাল।
দলের রান ২শ পার করে সাজঘরে ফিরেন মার্শাল। দলীয় ২০৯ রানে নবম ব্যাটার হিসেবে আউট হবার আগে ৫টি চারে ৮৭ বলে ৬৪ রান করেন তিনি। শেষ দিকে মেহেদি হাসান রানার অপরাজিত ২২ রানে ৫০ ওভারে ২১৮ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক।
নাইম ইসলাম জুনিয়র ৩টি, মোহর শেখ-আলাউদ্দিন বাবু ও জাওয়াদ মোহাম্মদ ২টি করে উইকেট নেন।
জবাবে ৯১ রানে চতুর্থ উইকেট পতন হয় পারটেক্সের। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে সতীর্থদের নিয়ে মোট ১১২ রান যোগ করেন পাঁচ নম্বরে নামা রাকিব। এতে ৫ উইকেটে ২০৩ রানে তুলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পারটেক্স।
এরপর ৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে পারটেক্স। ২০৯ রানে নবম উইকেট পতন হয় তাদের।
শেষ ওভারে ১ উইকেট হাতে নিয়ে ১০ রানের প্রয়োজন ছিল পারটেক্সের। তখন ৭১ রান নিয়ে ক্রিজে সেট ব্যাটার রাকিব।
শেষ ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে চার মারেন রাকিব। পঞ্চম বলে ১ রান নিয়ে ম্যাচে সমতা আনেন তিনি। শেষ বলে বাকী ১ রান নিয়ে পারটেক্সকে জয়ের স্বাদ দেন শেষ ব্যাটার আব্দুল গাফার। ৫টি করে চার-ছক্কায় ১০৩ বলে অপরাজিত ৮০ রান করেন রাকিব। অগ্রণী ব্যাংকের আরিফ আহমেদ ও নাইম হাসান ২টি করে উইকেট নেন।
বৃষ্টি ও আলোক স্বল্পতায় টস ছাড়াই রূপগঞ্জ টাইগার্স ও ব্রাদার্স ইউনিয়ন এবং গুলশান ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার দিনের অন্য দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক :
২৩ মার্চ, ২০২৫, 8:01 AM

শেষ ওভারে ১০ রানের প্রয়োজন শেষ বলে মিটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রোমাঞ্চকর জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
লিগে নিজেদের সপ্তম ম্যাচে আজ পারটেক্স ১ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ৮০ রানের অনবদ্য ইনিংসে পারটেক্সের জয়ের নায়ক মোহাম্মদ রাকিব।
এই জয়ে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে উঠল পারটেক্স। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে অগ্রণী ব্যাংক। পারটেক্সের বিপক্ষে জিতলে শীর্ষে থাকা আবাহনী লিমিটেডের সমান ১২ পয়েন্ট হত অগ্রণী ব্যাংকের।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬৮ রানে ৪ উইকেট হারায় অগ্রণী ব্যাংক। এসময় দলের হয়ে ওপেনার সাদমান ইসলাম সর্বোচ্চ ৩১ রান করেন।
পঞ্চম উইকেটে তাইবুর রহমানকে নিয়ে ৫২ রান এবং ষষ্ঠ উইকেটে শুভাগত হোমের সাথে ৪৩ রান যোগ করেন মার্শাল আইয়ুব। তাইবুর ১৯ ও শুভাগত ২৭ রানে আউট হলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন মার্শাল।
দলের রান ২শ পার করে সাজঘরে ফিরেন মার্শাল। দলীয় ২০৯ রানে নবম ব্যাটার হিসেবে আউট হবার আগে ৫টি চারে ৮৭ বলে ৬৪ রান করেন তিনি। শেষ দিকে মেহেদি হাসান রানার অপরাজিত ২২ রানে ৫০ ওভারে ২১৮ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক।
নাইম ইসলাম জুনিয়র ৩টি, মোহর শেখ-আলাউদ্দিন বাবু ও জাওয়াদ মোহাম্মদ ২টি করে উইকেট নেন।
জবাবে ৯১ রানে চতুর্থ উইকেট পতন হয় পারটেক্সের। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে সতীর্থদের নিয়ে মোট ১১২ রান যোগ করেন পাঁচ নম্বরে নামা রাকিব। এতে ৫ উইকেটে ২০৩ রানে তুলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পারটেক্স।
এরপর ৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে পারটেক্স। ২০৯ রানে নবম উইকেট পতন হয় তাদের।
শেষ ওভারে ১ উইকেট হাতে নিয়ে ১০ রানের প্রয়োজন ছিল পারটেক্সের। তখন ৭১ রান নিয়ে ক্রিজে সেট ব্যাটার রাকিব।
শেষ ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে চার মারেন রাকিব। পঞ্চম বলে ১ রান নিয়ে ম্যাচে সমতা আনেন তিনি। শেষ বলে বাকী ১ রান নিয়ে পারটেক্সকে জয়ের স্বাদ দেন শেষ ব্যাটার আব্দুল গাফার। ৫টি করে চার-ছক্কায় ১০৩ বলে অপরাজিত ৮০ রান করেন রাকিব। অগ্রণী ব্যাংকের আরিফ আহমেদ ও নাইম হাসান ২টি করে উইকেট নেন।
বৃষ্টি ও আলোক স্বল্পতায় টস ছাড়াই রূপগঞ্জ টাইগার্স ও ব্রাদার্স ইউনিয়ন এবং গুলশান ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার দিনের অন্য দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে।