ঢাকা ৩০ জুলাই, ২০২৫
শিরোনামঃ
গাজীপুরেও মুজিববাদের কবর দেবে এনসিপি : নাহিদ ইসলাম বানারীপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট  ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আগস্ট-এর গণঅভ্যুত্থানে শহীদ বীরদের স্মরণে গোমস্তাপুর বিএনপির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা মুন্সীগঞ্জে বালুমহালের আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সুটার মান্নান নিহত নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফকিরহাটে বিনা ভোটের চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ফরিদপুরে ছেলের ডির্ভোসী বউয়ের হুমকিতে শাশুড়ীর মৃত্যুর অভিযোগ টঙ্গীতে ঢাকনা বিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ  উদ্ধার  বাগেরহাটে মিথ্যা সংবাদ পরিবেশন করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধ, বেলকুচিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

মাহমুদুল্লাহর প্রতি বিসিবির কৃতজ্ঞতা

#
news image

 গতরাতে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। 

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৪৩০ ম্যাচে ১১,০৪৭ রান করেছেন ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ। ২৩৯ ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ ৫৬৮৯ রান এবং ১৪১ টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৪৪ রানের মালিক মাহমুদুল্লাহ। ৫০ টেস্টে ২৯১৪ রান আছে তার। 

এছাড়াও বল হাতে তিন সংস্করণে ১৬৬ উইকেট শিকার করেছেন মাহমুদুল্লাহ।  

আইসিসি টুর্নামেন্টে দেশের পক্ষে সবচেয়ে বেশি চার সেঞ্চুরি রেকর্ডের মালিক মাহমুদুল্লাহ। 

বণার্ঢ্য ক্যারিয়ারের ইতি টানার পর মাহমুদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এটি বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্যই বিষণ্ন এক মুহূর্ত। প্রায় দুই দশক জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা ছিলেন মাহমুদুল্লাহ। চাপের মধ্যে ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অন্যতম সেরা করে তুলেছে। তার নিষ্ঠা ও পারফরমেন্স ভবিষ্যত প্রজন্মের জন্য একটি মানদন্ড স্থাপন করেছে এবং তার উত্তরাধিকার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

দলের বিপদে মাহমুদুল্লাহর জ্বলে উঠার কথা স্মরণ করে বিসিবি সভাপতি বলেন, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার জন্য বাংলাদেশের ক্রিকেটে আলাদা সুনাম আছে মাহমুদুল্লাহর। ব্যাট বা বল হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করেছে সে। চ্যালেঞ্জিং মুহূর্তে ঠান্ডা মেজাজে খেলার গুণ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সম্মানিত ক্রিকেটার হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে তুলেছে।’

মাহমুদুল্লাহকে শুভ কামনা জানিয়ে বিসিবি সভাপতি ফারুক আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা মাহমুদুল্লাহর বণার্ঢ্য ক্যারিয়ার উদযাপন করি ও একই সাথে দলের হয়ে অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। ভবিষ্যতে তার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটকে আরও বেশি সমৃদ্ধ করে তুলবে বলে আমরা আত্মবিশ্বাসী।’ 

অধিনায়ক হিসেবে ৬ টেস্ট ও ৪৩ টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডের মালিক তিনি। তার অধীনে টেস্টে এক জয়, ৪ হার ও ১ ড্র এবং টি-টোয়েন্টিতে ১৬ জয়, ২৬ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

১৪ মার্চ, ২০২৫,  6:21 AM

news image

 গতরাতে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। 

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৪৩০ ম্যাচে ১১,০৪৭ রান করেছেন ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ। ২৩৯ ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ ৫৬৮৯ রান এবং ১৪১ টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৪৪ রানের মালিক মাহমুদুল্লাহ। ৫০ টেস্টে ২৯১৪ রান আছে তার। 

এছাড়াও বল হাতে তিন সংস্করণে ১৬৬ উইকেট শিকার করেছেন মাহমুদুল্লাহ।  

আইসিসি টুর্নামেন্টে দেশের পক্ষে সবচেয়ে বেশি চার সেঞ্চুরি রেকর্ডের মালিক মাহমুদুল্লাহ। 

বণার্ঢ্য ক্যারিয়ারের ইতি টানার পর মাহমুদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এটি বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্যই বিষণ্ন এক মুহূর্ত। প্রায় দুই দশক জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা ছিলেন মাহমুদুল্লাহ। চাপের মধ্যে ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অন্যতম সেরা করে তুলেছে। তার নিষ্ঠা ও পারফরমেন্স ভবিষ্যত প্রজন্মের জন্য একটি মানদন্ড স্থাপন করেছে এবং তার উত্তরাধিকার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

দলের বিপদে মাহমুদুল্লাহর জ্বলে উঠার কথা স্মরণ করে বিসিবি সভাপতি বলেন, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার জন্য বাংলাদেশের ক্রিকেটে আলাদা সুনাম আছে মাহমুদুল্লাহর। ব্যাট বা বল হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করেছে সে। চ্যালেঞ্জিং মুহূর্তে ঠান্ডা মেজাজে খেলার গুণ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সম্মানিত ক্রিকেটার হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে তুলেছে।’

মাহমুদুল্লাহকে শুভ কামনা জানিয়ে বিসিবি সভাপতি ফারুক আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা মাহমুদুল্লাহর বণার্ঢ্য ক্যারিয়ার উদযাপন করি ও একই সাথে দলের হয়ে অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। ভবিষ্যতে তার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটকে আরও বেশি সমৃদ্ধ করে তুলবে বলে আমরা আত্মবিশ্বাসী।’ 

অধিনায়ক হিসেবে ৬ টেস্ট ও ৪৩ টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডের মালিক তিনি। তার অধীনে টেস্টে এক জয়, ৪ হার ও ১ ড্র এবং টি-টোয়েন্টিতে ১৬ জয়, ২৬ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।