ঢাকা ১৩ মার্চ, ২০২৫
শিরোনামঃ
নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বেক্সিমকো; থাকছে না রিসিভার কোম্পানি রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩০ এপ্রিল পর্যন্ত আরো একটি ‘নীরব রাত’ কাটালেন পোপ: ভ্যাটিকান আর্থিক কারণে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড শ্রোতার চাহিদা অনুযায়ী বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করতে হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ: মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার নিয়ে আলোচনা প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি: প্রধান উপদেষ্টা ড. ইউনূসের তিন শূন্যের পৃথিবী : শোষণ ও দূষণমুক্ত বিশ্বের সম্ভাবনা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সিজিএস লেভেল ৩-এ নেমে এসেছে : প্রেস সচিব তথ্য উপদেষ্টা পিআইবি পরিদর্শন করেছেন

কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের পদক অর্জন 

#
news image

৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ অংশগ্রহণ করে পদক অর্জন করেছে রাজশাহী শিক্ষা বোর্ড দল।এর মধ্যে দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও ছয়টি তাম্র্য পদক রয়েছে।
 
মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ মোট তিনদিন ধরে কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
এ প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ মাহমুদুন্ন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন, মো. শাহিনুরুল ইসলাম শাহিন ও মো. ফরিদ হোসেন।
 
পদক অর্জনকারীরা হলেন-
 
১. (-) ২৫ কেজি ওজন শ্রেণিতে অনিরুদ্ধ ঘোষ অনি-রৌপ্য পদক (খেলোয়াড়),
 
২. (-) ৬০ কেজি ওজন শ্রেণিতে মোসা. ফাতেমা-স্বর্ণ ও তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৩. (-) ৫০ কেজি শ্রেণিতে মো. রুবেল খান-স্বর্ণ পদক (খেলোয়াড়),
 
৪. (-) ৫৫ কেজি শ্রেণিতে মো. রাহুল শেখ মুন-রৌপ্য পদক (খেলোয়াড়),
 
৫. (-) ৩৫ কেজি ওজন শ্রেণিতে সানিউল আলম সানাম-রৌপ্য ও তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৬. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বপ্না শীল-তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৭. (-) ৫০ কেজি শ্রেণিতে ঐশী ঘোষ অনু-তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৮. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে অরিদম ঘোষ রূদ্ধ-তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৯. (-) ৪৪ কেজি ওজন শ্রেণিতে অমিত হাসান-তাম্র্য পদক (খেলোয়াড়)।
 
৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-তে মোট ৩৬টি দল অংশগ্রহণ করে।
 
প্রতিযোগিতার পদক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
 
এছাড়াও পদক ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপসচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিদ হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান আলী, ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও মো. বিশাল রহমানসহ খেলোয়াড়রা।
 
রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীও এসময় উপস্থিত ছিলেন।

রাজশাহী প্রতিনিধি :

১২ মার্চ, ২০২৫,  6:40 PM

news image

৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ অংশগ্রহণ করে পদক অর্জন করেছে রাজশাহী শিক্ষা বোর্ড দল।এর মধ্যে দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও ছয়টি তাম্র্য পদক রয়েছে।
 
মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ মোট তিনদিন ধরে কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
এ প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ মাহমুদুন্ন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন, মো. শাহিনুরুল ইসলাম শাহিন ও মো. ফরিদ হোসেন।
 
পদক অর্জনকারীরা হলেন-
 
১. (-) ২৫ কেজি ওজন শ্রেণিতে অনিরুদ্ধ ঘোষ অনি-রৌপ্য পদক (খেলোয়াড়),
 
২. (-) ৬০ কেজি ওজন শ্রেণিতে মোসা. ফাতেমা-স্বর্ণ ও তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৩. (-) ৫০ কেজি শ্রেণিতে মো. রুবেল খান-স্বর্ণ পদক (খেলোয়াড়),
 
৪. (-) ৫৫ কেজি শ্রেণিতে মো. রাহুল শেখ মুন-রৌপ্য পদক (খেলোয়াড়),
 
৫. (-) ৩৫ কেজি ওজন শ্রেণিতে সানিউল আলম সানাম-রৌপ্য ও তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৬. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বপ্না শীল-তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৭. (-) ৫০ কেজি শ্রেণিতে ঐশী ঘোষ অনু-তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৮. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে অরিদম ঘোষ রূদ্ধ-তাম্র্য পদক (খেলোয়াড়),
 
৯. (-) ৪৪ কেজি ওজন শ্রেণিতে অমিত হাসান-তাম্র্য পদক (খেলোয়াড়)।
 
৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-তে মোট ৩৬টি দল অংশগ্রহণ করে।
 
প্রতিযোগিতার পদক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
 
এছাড়াও পদক ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপসচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিদ হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান আলী, ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও মো. বিশাল রহমানসহ খেলোয়াড়রা।
 
রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীও এসময় উপস্থিত ছিলেন।