২ বছর আগের বিপুল পরিমাণ ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার

বাগেরহাট প্রতিনিধিঃ
১৮ ফেব্রুয়ারি, ২০২৫, 12:03 AM

২ বছর আগের বিপুল পরিমাণ ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার
বাগেরহাটের মোংলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) ষ্টোর রুম থেকে ২ বছর আগের বিপুল পরিমান ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার করেছেন নাগরিক কমিটি। সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) দুপুরে বস্তা ও কার্টুনে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালইন ও বিস্কুট।
গেল ঘূর্ণিঝড় রিমেলে দুর্গতদের জন্য এসব খাদ্য সামগ্রী সরকারের বরাদ্দ দেয়া ছিল। কিন্তু সেই সময় তা বন্টন না করে আত্মাসাৎতের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিলো। এছাড়াও এ সময় শীতের কম্বলও উদ্ধার করা হয় সেখান থেকে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুর ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত না। খোঁজ খবর নিয়ে দেখছি।
বাগেরহাট প্রতিনিধিঃ
১৮ ফেব্রুয়ারি, ২০২৫, 12:03 AM

বাগেরহাটের মোংলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) ষ্টোর রুম থেকে ২ বছর আগের বিপুল পরিমান ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার করেছেন নাগরিক কমিটি। সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) দুপুরে বস্তা ও কার্টুনে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালইন ও বিস্কুট।
গেল ঘূর্ণিঝড় রিমেলে দুর্গতদের জন্য এসব খাদ্য সামগ্রী সরকারের বরাদ্দ দেয়া ছিল। কিন্তু সেই সময় তা বন্টন না করে আত্মাসাৎতের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিলো। এছাড়াও এ সময় শীতের কম্বলও উদ্ধার করা হয় সেখান থেকে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুর ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত না। খোঁজ খবর নিয়ে দেখছি।