ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
শিরোনামঃ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার : তৌহিদ পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি ঢাবিতে বিভিন্ন ভাষার এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু খনিজ চুক্তি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে ‘উপযুক্ত টেস্ট উইকেট’ চান সিমন্স সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার সরকারি গাড়িতে পার্কে ঘুরতে যাওয়ার মিথ্যা সংবাদ প্রকাশ করে ইউএনও'কে বিভ্রান্ত করার চেষ্টা

‘আয়নাঘর‘ পরিদর্শন করবেন সাংবাদিকরা: প্রেস সচিব

#
news image

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শাসনামলে টর্চার সেল হিসেবে পরিচিতি পাওয়া ‘আয়নাঘর‘ সাংবাদিকদের জন্য পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জন্য আমরা আয়নাঘর পরিদর্শনের ব্যবস্থা করব। সাংবাদিকরা সেখানে যেতে পারবেন। দেখতে পারবেন, মানুষজনকে কীভাবে সেখানে ভয়াবহ আকারে গুম করে রাখা হতো এবং তাদের ওপর কী ধরনের অত্যাচার চলত। আয়নাঘরের বন্দীরা অনেকে লিখে রেখেছেন কততম দিন তারা সেখানে পার করলেন- ১৮০তম দিন কিংবা ২৫০তম দিন।’

তিনি জানান, গুমের বিষয়ে অন্তর্বর্তী সরকার যে কমিশন করেছে- তারা ভালোভাবে কাজ করছেন। শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের ঘটনা, মাওলানা সাঈদীর মৃত্যুদণ্ডের রায়, ২০১৮ সালের রাতের ভোট, প্রতিবছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার সবকিছু মিলিয়ে শেখ হাসিনার পাপাচারের তো শেষ নেই। এগুলোর প্রত্যেকটি ঘটনার বিচারের বিষয় নিয়ে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাসিনাকে আমরা বিচারের আওতায় আনব।

নিজস্ব প্রতিবেদক :

০৫ জানুয়ারি, ২০২৫,  8:57 PM

news image

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শাসনামলে টর্চার সেল হিসেবে পরিচিতি পাওয়া ‘আয়নাঘর‘ সাংবাদিকদের জন্য পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জন্য আমরা আয়নাঘর পরিদর্শনের ব্যবস্থা করব। সাংবাদিকরা সেখানে যেতে পারবেন। দেখতে পারবেন, মানুষজনকে কীভাবে সেখানে ভয়াবহ আকারে গুম করে রাখা হতো এবং তাদের ওপর কী ধরনের অত্যাচার চলত। আয়নাঘরের বন্দীরা অনেকে লিখে রেখেছেন কততম দিন তারা সেখানে পার করলেন- ১৮০তম দিন কিংবা ২৫০তম দিন।’

তিনি জানান, গুমের বিষয়ে অন্তর্বর্তী সরকার যে কমিশন করেছে- তারা ভালোভাবে কাজ করছেন। শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের ঘটনা, মাওলানা সাঈদীর মৃত্যুদণ্ডের রায়, ২০১৮ সালের রাতের ভোট, প্রতিবছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার সবকিছু মিলিয়ে শেখ হাসিনার পাপাচারের তো শেষ নেই। এগুলোর প্রত্যেকটি ঘটনার বিচারের বিষয় নিয়ে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাসিনাকে আমরা বিচারের আওতায় আনব।