ঢাকা ০২ জানুয়ারি, ২০২৫
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য হেলথকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানাবে: তারেক রহমান প্রাথমিক ও মাধ্যমিকে ৬ কোটি ৮ লাখ ১৯ হাজার ৪৪টি বই বিতরণ ভারতের পশ্চিমবঙ্গে হিন্দু নারীকে মারধরের দৃশ্য বাংলাদেশের ঘটনা দাবি করে অপপ্রচার ২০২৫ সালে রোহিঙ্গা ইস্যু, যুক্তরাষ্ট্র, ভারত, চীনের সাথে সম্পর্ক অগ্রাধিকার পাবে: তৌহিদ বাঙ্গাবাড়ি ইউনিয়নে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা  নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পূর্ণ ভবা নদীর তীরে অবস্থিত সোনার বাংলা সেচ প্রকল্পের নানা অনিয়ম  গোমস্তাপুরে ইউএনওকে কৃষকদের  স্মারকলিপি প্রদান  নোয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

বাংলাদেশের বৈশ্বিক অবস্থান জোরদারে বাস্তবমুখী পররাষ্ট্রনীতির আহ্বান মাহফুজ আলমের

#
news image

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অতীতের ‘নতজানু পররাষ্ট্রনীতি’ থেকে বেরিয়ে এসে সকল দেশের সাথে ‘বাস্তবসম্মত’ সম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।

তিনি আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষির শক্তি বাড়াতে আমাদের সক্ষমতা বাড়াতে চাই।’
 
পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের পরিচালনায় ‘নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা: অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’ শীর্ষক পররাষ্ট্র নীতি সংলাপে অংশ নিয়ে উপদেষ্টা এ মন্তব্য করেন।’

মাহফুজ বলেন, জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে দেশের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পররাষ্ট্রনীতিতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো রাজনৈতিক দল বা ধর্মের এজেন্ডা বাস্তবায়ন না করে বাংলাদেশের সর্বোত্তম স্বার্থে কাজ করতে হবে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহফুজ এটাকে ভারত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন।

তিনি আরও বলেন, আমরা শুনছি যে, তাকে (হাসিনা) প্রত্যর্পণ করা হবে না।

উপদেষ্টা মাহফুজ পররাষ্ট্র নীতির সকল বিষয়ে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সংলাপে অংশ নিয়ে অভ্যন্তরীণ সংস্কার ও বৈদেশিক নীতির উদ্দেশ্য সাধনে সরকারের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন।

পররাষ্ট্র সচিব বলেন, আগামী দিনে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৪,  11:07 PM

news image

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অতীতের ‘নতজানু পররাষ্ট্রনীতি’ থেকে বেরিয়ে এসে সকল দেশের সাথে ‘বাস্তবসম্মত’ সম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।

তিনি আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষির শক্তি বাড়াতে আমাদের সক্ষমতা বাড়াতে চাই।’
 
পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের পরিচালনায় ‘নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা: অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’ শীর্ষক পররাষ্ট্র নীতি সংলাপে অংশ নিয়ে উপদেষ্টা এ মন্তব্য করেন।’

মাহফুজ বলেন, জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে দেশের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পররাষ্ট্রনীতিতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো রাজনৈতিক দল বা ধর্মের এজেন্ডা বাস্তবায়ন না করে বাংলাদেশের সর্বোত্তম স্বার্থে কাজ করতে হবে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহফুজ এটাকে ভারত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন।

তিনি আরও বলেন, আমরা শুনছি যে, তাকে (হাসিনা) প্রত্যর্পণ করা হবে না।

উপদেষ্টা মাহফুজ পররাষ্ট্র নীতির সকল বিষয়ে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সংলাপে অংশ নিয়ে অভ্যন্তরীণ সংস্কার ও বৈদেশিক নীতির উদ্দেশ্য সাধনে সরকারের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন।

পররাষ্ট্র সচিব বলেন, আগামী দিনে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে।