ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাংলাদেশ ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি : তারেক রহমান এনসিপি'র ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ২৮ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫০.৬ শতাংশ বৃদ্ধি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব এরদোয়ানের ডেঙ্গুতে আরও ২৫ জন হাসপাতালে ভর্তি এসএসসি পরীক্ষক নিয়োগে ভুল তথ্য দিলে কঠোর ব্যবস্থা : ঢাকা শিক্ষা বোর্ড

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভোটারদের গণভোটে অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করবে - জনপ্রশাসন সচিব

#
news image

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে কোনো প্রকার প্রচারণা করবে না। তারা ভোটারদের গণভোটে অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করবে।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আযোজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। 
এহছানুল হক বলেন, নির্বাচন কমিশন নির্দেশনা দেয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোন পক্ষের হয়ে প্রচারে অংশ নেবে না। এসময় একটি নিরপেক্ষ ভোট আয়োজন এবং ভোটাররা যাকে ভোট দেবে তেমন সরকার প্রতিষ্ঠার জন্য গণভোটের ব্যাপক প্রচারে সরকারের সাথে সম্পৃক্ত হতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাজশাহীর বিভিন্ন দপ্তরে কর্মরত প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এর আগে সচিব রাজশাহীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন ও আইসিটি) (যুগ্ম-সচিব) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ম-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান, পিআইডির উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন এবং সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এ সময় গ্রামের মহিলারা যেন গণভোটের বিষয়টা বুঝতে পারে এবং ভোট দিতে পারে সে বিষয়টা মাথায় রেখে গণভোটের প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন জনপ্রশাসন সচিব।

রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ :

৩০ জানুয়ারি, ২০২৬,  8:03 PM

news image

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে কোনো প্রকার প্রচারণা করবে না। তারা ভোটারদের গণভোটে অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করবে।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আযোজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। 
এহছানুল হক বলেন, নির্বাচন কমিশন নির্দেশনা দেয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোন পক্ষের হয়ে প্রচারে অংশ নেবে না। এসময় একটি নিরপেক্ষ ভোট আয়োজন এবং ভোটাররা যাকে ভোট দেবে তেমন সরকার প্রতিষ্ঠার জন্য গণভোটের ব্যাপক প্রচারে সরকারের সাথে সম্পৃক্ত হতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাজশাহীর বিভিন্ন দপ্তরে কর্মরত প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এর আগে সচিব রাজশাহীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন ও আইসিটি) (যুগ্ম-সচিব) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ম-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান, পিআইডির উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন এবং সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এ সময় গ্রামের মহিলারা যেন গণভোটের বিষয়টা বুঝতে পারে এবং ভোট দিতে পারে সে বিষয়টা মাথায় রেখে গণভোটের প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন জনপ্রশাসন সচিব।