ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা বিপিএলের ফাইনালে রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হচ্ছে আজ।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে রয়েছেন— ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ, ঢাকা-১০ আসনে রবিউল ইসলাম, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৬ আসনে আমিনুল হক এবং ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানসহ আরও অনেকে।

এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, আজ দুপুরে বিএনপি ও জামায়াত মনোনীত আরও কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা শেষ হবার আগে গতকাল (রোববার) সারাদিন দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা।

নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রায় ৩ হাজার প্রার্থী। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

এদিকে, ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এই সময়ের পর প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে।

নিজস্ব প্রতিবেদক :

২৯ ডিসেম্বর, ২০২৫,  2:16 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হচ্ছে আজ।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে রয়েছেন— ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ, ঢাকা-১০ আসনে রবিউল ইসলাম, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৬ আসনে আমিনুল হক এবং ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানসহ আরও অনেকে।

এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, আজ দুপুরে বিএনপি ও জামায়াত মনোনীত আরও কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা শেষ হবার আগে গতকাল (রোববার) সারাদিন দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা।

নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রায় ৩ হাজার প্রার্থী। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

এদিকে, ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এই সময়ের পর প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে।