ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা বিপিএলের ফাইনালে রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

পঞ্চগড়ে রাস্তা উন্নয়ন কাজের শুরুতেই নিয়ে আসা হয়েছে নিম্নমানের আধলা ইট

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাস্তা উন্নয়ন কাজের শুরুতেই নিয়ে আসা হয়েছে বেশির ভাগ নিম্নমানের আধলা ও কোনাভাঙা ইট।

এলাকাবাসী ইটের বিষয়টি প্রতিবেদককে অবগত করলে বুধবার (৩ ডিসেম্বর) সকালের দিকে প্রতিবেদক সরেজমিনে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভাঙ্গিপাড়া নামক এলাকার ওই রাস্তায় গিয়ে দেখেন, রাস্তার কাজের জন্য একাধিক ট্রাকে ইট এনে স্পটে ফেলা হয়েছে। তাড়িঘড়ি করে ইটগুলো খোয়া করতে শ্রমিক লাগিয়ে দেওয়া হয়েছে। এলোমেলো অবস্থায় ইটের স্তূপ গুলোতে দেখেন, প্রায় তিন ভাগের অধিক আধলা ইট এরমধ্যে ডেমেজ ও কোনাভাঙা ইটও নিয়ে আসা হয়েছে।

এলাকাবাসী জানান, তাদের রাস্তাটি এবার পাকা করা হবে, তাই তাঁরা অতি আনন্দিত হয়েছে। কিন্তু রাস্তা কাজের শুরুতেই তারা দেখছেন খোয়ার জন্য বেশির ভাগ আধলা ইট এনে স্পটে ফেলা হচ্ছে।
অভিজ্ঞ মহলের অভিযোগ ১নং পিকেট ইট না নিয়ে এসে দুই-তিন নম্বর ইট এনে খোয়া বানিয়ে ঠিকাদার বুঝিয়ে দিবেন ভালো মানের ইট দিয়ে সাব বেস কোর্স ও বেস কোর্সের কাজ করছেন।

এ বিষয়ে ওই রাস্তার সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার মাসুদ করিম সিদ্দিকী ও রেজাকে ৩ ডিসেম্বর মুঠোফোনে কল করা হলে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে আরেক সংশ্লিষ্ট ব্যক্তি ঠিকাদার বিপ্লবকে মুঠোফোনে কল করা হলে তিনি মুঠোফোনে বলেন, তাঁরা তিনজন মিলেই কাজটি করছেন। যে ইট গুলো খোয়া করা হচ্ছে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম ও সরেজমিনে গেছিলাম সেগুলোতে আধলা ও ডেমেজ ইট রয়েছে এমন প্রশ্নত্তোরে তিনি বলেন, ১ হাজার ৪৫০ মিটার রাস্তার কাজের জন্য ইটের খোয়া ধরা আছে। তাঁরা মূলত খোয়ার জন্যই ইট নিয়ে এসেছেন। শেষে তিনি দেখা করার কথা বলেন।

এদিকে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আলামিনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওই এলাকায় একটা কাজ হওয়ার কথা আমরা লে-আউট দিয়েছিলাম। আধলা ইট নিয়ে আসলে ছবি দিয়েন দেখবো। এ কথা হওয়ার পরের দিন উপজেলা পরিষদ চত্বর থেকে মুঠোফোনে কল করলে তিনি বলেন, তিনি লাঞ্চে গেছেন। কাজটি কে করছেন জানতে চাইলে তিনি বলেন মাসুদ করিম সিদ্দিকী, রেজা ও বিপ্লব মিলেই কাজটি করবেন। ওই রাস্তায় জোনাল স্যার গেছেন। রাস্তার তথ্য জানতে চাইলে তিনি বলেন, এই মুহুর্তে তিনি বলতে পারছেননা তবে অফিসে এসে আপনি(প্রতিবেদক) তথ্য নিতে পারবেন।

উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান মুঠোফোনে বলেন, তিনি ওই রাস্তার বিষয়ে বলতে পারছেননা। দায়িত্বে থাকা কার্যসহকারীকে তিনি বিষয়টি দেখার জন্য বলবেন। তিনি বলেন, আধলা ইট নিয়ে আসলে যতই ভালো হোক কোনো আধলা ইট আমার চলবেনা সব বাতিল। দেখি আমার ওয়ার্ক এ্যাসিস্টেন্টকে দিয়ে, আধলা হলে আমি চিঠি করবো। তবে আধলা ইট আমি নিব না।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

০৪ ডিসেম্বর, ২০২৫,  6:17 PM

news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাস্তা উন্নয়ন কাজের শুরুতেই নিয়ে আসা হয়েছে বেশির ভাগ নিম্নমানের আধলা ও কোনাভাঙা ইট।

এলাকাবাসী ইটের বিষয়টি প্রতিবেদককে অবগত করলে বুধবার (৩ ডিসেম্বর) সকালের দিকে প্রতিবেদক সরেজমিনে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভাঙ্গিপাড়া নামক এলাকার ওই রাস্তায় গিয়ে দেখেন, রাস্তার কাজের জন্য একাধিক ট্রাকে ইট এনে স্পটে ফেলা হয়েছে। তাড়িঘড়ি করে ইটগুলো খোয়া করতে শ্রমিক লাগিয়ে দেওয়া হয়েছে। এলোমেলো অবস্থায় ইটের স্তূপ গুলোতে দেখেন, প্রায় তিন ভাগের অধিক আধলা ইট এরমধ্যে ডেমেজ ও কোনাভাঙা ইটও নিয়ে আসা হয়েছে।

এলাকাবাসী জানান, তাদের রাস্তাটি এবার পাকা করা হবে, তাই তাঁরা অতি আনন্দিত হয়েছে। কিন্তু রাস্তা কাজের শুরুতেই তারা দেখছেন খোয়ার জন্য বেশির ভাগ আধলা ইট এনে স্পটে ফেলা হচ্ছে।
অভিজ্ঞ মহলের অভিযোগ ১নং পিকেট ইট না নিয়ে এসে দুই-তিন নম্বর ইট এনে খোয়া বানিয়ে ঠিকাদার বুঝিয়ে দিবেন ভালো মানের ইট দিয়ে সাব বেস কোর্স ও বেস কোর্সের কাজ করছেন।

এ বিষয়ে ওই রাস্তার সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার মাসুদ করিম সিদ্দিকী ও রেজাকে ৩ ডিসেম্বর মুঠোফোনে কল করা হলে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে আরেক সংশ্লিষ্ট ব্যক্তি ঠিকাদার বিপ্লবকে মুঠোফোনে কল করা হলে তিনি মুঠোফোনে বলেন, তাঁরা তিনজন মিলেই কাজটি করছেন। যে ইট গুলো খোয়া করা হচ্ছে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম ও সরেজমিনে গেছিলাম সেগুলোতে আধলা ও ডেমেজ ইট রয়েছে এমন প্রশ্নত্তোরে তিনি বলেন, ১ হাজার ৪৫০ মিটার রাস্তার কাজের জন্য ইটের খোয়া ধরা আছে। তাঁরা মূলত খোয়ার জন্যই ইট নিয়ে এসেছেন। শেষে তিনি দেখা করার কথা বলেন।

এদিকে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আলামিনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওই এলাকায় একটা কাজ হওয়ার কথা আমরা লে-আউট দিয়েছিলাম। আধলা ইট নিয়ে আসলে ছবি দিয়েন দেখবো। এ কথা হওয়ার পরের দিন উপজেলা পরিষদ চত্বর থেকে মুঠোফোনে কল করলে তিনি বলেন, তিনি লাঞ্চে গেছেন। কাজটি কে করছেন জানতে চাইলে তিনি বলেন মাসুদ করিম সিদ্দিকী, রেজা ও বিপ্লব মিলেই কাজটি করবেন। ওই রাস্তায় জোনাল স্যার গেছেন। রাস্তার তথ্য জানতে চাইলে তিনি বলেন, এই মুহুর্তে তিনি বলতে পারছেননা তবে অফিসে এসে আপনি(প্রতিবেদক) তথ্য নিতে পারবেন।

উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান মুঠোফোনে বলেন, তিনি ওই রাস্তার বিষয়ে বলতে পারছেননা। দায়িত্বে থাকা কার্যসহকারীকে তিনি বিষয়টি দেখার জন্য বলবেন। তিনি বলেন, আধলা ইট নিয়ে আসলে যতই ভালো হোক কোনো আধলা ইট আমার চলবেনা সব বাতিল। দেখি আমার ওয়ার্ক এ্যাসিস্টেন্টকে দিয়ে, আধলা হলে আমি চিঠি করবো। তবে আধলা ইট আমি নিব না।