ঢাকা ১৯ মে, ২০২৪
শিরোনামঃ
হাসপাতালে লাশ রেখে পালালো শাশুড়ি-ননদ রাজশাহী কলেজ কর্তৃক সূপেও পানি ও স্যালাইন বিতরণ রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্পমেলার উদ্বোধন খুলনায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সংসদ সদস্যদের সাথে অপরাজিতাদের সংলাপ অনুষ্ঠিত হাসপাতালে লাশ রেখে পালালো শাশুড়ি-ননদ রাজশাহীতে ডিবি পুলিশ কর্তৃক মাদকদ্রব্যসহ আটক-১ রাজশাহীতে বাস্তবায়নাধীন রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ পরিদর্শন রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে উৎকর্ষ কুড়িগ্রামের উলিপুরে ১৭ মাদক মামলার আসামী নয়নসহ ৪ মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক

চট্টগ্রাম-৪: ঈগল প্রতীকের পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

#
news image

 
 
 
 
 
 
 
চট্টগ্রাম-৪: ঈগল প্রতীকের পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম):  চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইমরানের পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।  বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বরাবর এ অভিযোগ জমা দেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট নিশাত ইমরান। 
 
অভিযোগে নিশাত ইমরান উল্লেখ করেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের পক্ষে দায়িত্ব পালনের জন্য মনোনীত পোলিং এজেন্টদের ক্রমাগত টেলিফোনে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন ইউনিয়ন পরিষদের কিছু সদস্যসহ নৌকা সমর্থিত অন্য ব্যক্তিরা। বলা হচ্ছে, যদি পোলিং এজেন্ট হিসেবে কাজ করে, তবে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। 
 
স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট নিশাত ইমরান জানান, এই পরিস্থিতিতে তাঁদের পোলিং এজেন্ট এবং এলাকার শান্তিপ্রিয় মানুষ আতঙ্কগ্রস্ত। তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচনের স্বার্থে প্রশাসনিক পদক্ষেপ কামনা করেন। না হলে এমন বিরূপ ও অসহিষ্ণু পরিবেশে তাঁদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না ।
 
তবে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আ ম ম দিলসাদ। তিনি জানান, নিশ্চিত পরাজয় জেনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মতো কোনো কাজ তাঁদের প্রার্থীর এজেন্ট বা কর্মী-সমর্থকেরা করছেন না। বরং তাঁদের অন্য প্রার্থীর এজেন্টদের প্রতি সহযোগিতার মনোভাব দেখানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। 
 
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্টদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 
উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনের নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন।
 
হাকিম মোল্লা
,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধ

জেলা প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২৪,  8:34 PM

news image

 
 
 
 
 
 
 
চট্টগ্রাম-৪: ঈগল প্রতীকের পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম):  চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইমরানের পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।  বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বরাবর এ অভিযোগ জমা দেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট নিশাত ইমরান। 
 
অভিযোগে নিশাত ইমরান উল্লেখ করেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের পক্ষে দায়িত্ব পালনের জন্য মনোনীত পোলিং এজেন্টদের ক্রমাগত টেলিফোনে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন ইউনিয়ন পরিষদের কিছু সদস্যসহ নৌকা সমর্থিত অন্য ব্যক্তিরা। বলা হচ্ছে, যদি পোলিং এজেন্ট হিসেবে কাজ করে, তবে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। 
 
স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট নিশাত ইমরান জানান, এই পরিস্থিতিতে তাঁদের পোলিং এজেন্ট এবং এলাকার শান্তিপ্রিয় মানুষ আতঙ্কগ্রস্ত। তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচনের স্বার্থে প্রশাসনিক পদক্ষেপ কামনা করেন। না হলে এমন বিরূপ ও অসহিষ্ণু পরিবেশে তাঁদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না ।
 
তবে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আ ম ম দিলসাদ। তিনি জানান, নিশ্চিত পরাজয় জেনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মতো কোনো কাজ তাঁদের প্রার্থীর এজেন্ট বা কর্মী-সমর্থকেরা করছেন না। বরং তাঁদের অন্য প্রার্থীর এজেন্টদের প্রতি সহযোগিতার মনোভাব দেখানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। 
 
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্টদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 
উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনের নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন।
 
হাকিম মোল্লা
,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধ