ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন আজ সরস্বতী পূজা: বিদ্যা দেবীর আরাধনায় মুখর সারাদেশ যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই : আসিফ নজরুল দুর্গম পাহাড়ি এলাকায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সুন্দরগঞ্জে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই এর ঘটনায় মুল আসামি কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বড়লেখা - জুড়ী আসনে জনগণের সুস্থতা ও মঙ্গল কামনায় জামায়াত প্রার্থী আমিনুল ইসলামের গণসংযোগ শুরু

বাগেরহাটে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

#
news image

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপি নেত্রী মনিরা ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা বেগম, জাসাস বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, বিএনপি নেতা অ্যাড. শিকদার ইমরান ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুল।
সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জনগণ পরিবর্তন চায়, আর বিএনপি সেই গণআকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ধানের শীষকে বিজয়ী করে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে। তারা আরও বলেন, স্বৈরাচারী সরকারের অপশাসন, দুঃশাসন ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে নারীরা আজ সোচ্চার। বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
বক্তারা জামায়াত ইসলামের সাম্প্রতিক অপপ্রচার প্রসঙ্গেও সতর্ক করে বলেন, যেকোনো বিভ্রান্তিকর প্রচার ও গুজব ছড়িয়ে জনগণকে বিভক্ত করার যে অপচেষ্টা চলছে, তা জনগণ বুঝে ফেলেছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উপস্থিত সকলে প্রতিশ্রুতি দেন।
সমাবেশ শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও মহিলা দলনেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান করেন।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২৯ নভেম্বর, ২০২৫,  5:27 PM

news image

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপি নেত্রী মনিরা ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা বেগম, জাসাস বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, বিএনপি নেতা অ্যাড. শিকদার ইমরান ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুল।
সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জনগণ পরিবর্তন চায়, আর বিএনপি সেই গণআকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ধানের শীষকে বিজয়ী করে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে। তারা আরও বলেন, স্বৈরাচারী সরকারের অপশাসন, দুঃশাসন ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে নারীরা আজ সোচ্চার। বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
বক্তারা জামায়াত ইসলামের সাম্প্রতিক অপপ্রচার প্রসঙ্গেও সতর্ক করে বলেন, যেকোনো বিভ্রান্তিকর প্রচার ও গুজব ছড়িয়ে জনগণকে বিভক্ত করার যে অপচেষ্টা চলছে, তা জনগণ বুঝে ফেলেছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উপস্থিত সকলে প্রতিশ্রুতি দেন।
সমাবেশ শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও মহিলা দলনেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান করেন।