ঢাকা ১৫ নভেম্বর, ২০২৫
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে ৯০ বছরের বৃদ্ধ নিহত ফ্যাসিবাদবিরোধী যোদ্ধা ফারুক খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই গাছাবাসী পঞ্চগড়ের তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বিরল রোগে আক্রান্ত মা-ছেলে, সাহায্যের আবেদন গাইবান্ধা প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ কে বিদায় সংবর্ধনা নরসিংদীতে মিথ্যা সংবাদ প্রচার করায় সাংবাদিকের প্রতিবাদ বদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকারী একজনের কারাদণ্ড 'ঢাকা লকডাউন'-এর প্রতিবাদে ফরিদপুরে জামায়াতের অবস্থান ও বাইক শোডাউন শীতের আগমনী বার্তা নিয়ে শিশিরস্নাত ভোর

নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে ৯০ বছরের বৃদ্ধ নিহত

#
news image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুকুমার দেব (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরপুর গ্রামের সুকুমার দেব ও রবীন্দ্র দেবের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে রবীন্দ্র দেবের পক্ষের কয়েকজন লোহার রড, পাইপ, দা ও লাঠিসহ প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে সুকুমার দেবসহ ছয়জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত সুকুমার দেবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আহতদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লেগে হাড় ভেঙেছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। হামলার সময় এক নারীর গলা থেকে দুই ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
নিহতের ছেলে অশোক দেব বলেন, “ওরা অনেক দিন ধরে আমাদের জমি দখলের চেষ্টা করছিল। শেষ পর্যন্ত বাবাকেও তারা মেরে ফেলল।”
ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায় এবং বাদীপক্ষকে মামলা না করার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

১৪ নভেম্বর, ২০২৫,  8:34 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুকুমার দেব (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরপুর গ্রামের সুকুমার দেব ও রবীন্দ্র দেবের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে রবীন্দ্র দেবের পক্ষের কয়েকজন লোহার রড, পাইপ, দা ও লাঠিসহ প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে সুকুমার দেবসহ ছয়জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত সুকুমার দেবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আহতদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লেগে হাড় ভেঙেছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। হামলার সময় এক নারীর গলা থেকে দুই ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
নিহতের ছেলে অশোক দেব বলেন, “ওরা অনেক দিন ধরে আমাদের জমি দখলের চেষ্টা করছিল। শেষ পর্যন্ত বাবাকেও তারা মেরে ফেলল।”
ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায় এবং বাদীপক্ষকে মামলা না করার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।