ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা.করলেন ছাত্রলীগ সভাপতির স্ত্রী তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা

মুন্সিগঞ্জে ধানের মনোনয়ন পেলেন যারা

#
news image

গুলশানের দলীয় কার্যালয়ে সোমবার রাত ৮টায় ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে। এতে মুন্সিগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন প্রত্যাশীরা অংশ নিয়ে সরাসরি তারেক রহমানের কাছ থেকে বার্তা পেয়েছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে প্রায় ৪০ মিনিট বক্তব্য রেখেছেন। তবে মনোনয়ন প্রত্যাশীদের কেউ কথা বলার সুযোগ পাননি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীসহ দলটির তৃণমূল পর্যায়ের পাঁচ বিভাগ ও বগুড়ার নেতাদের সঙ্গে এই বৈঠক করে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে মনোনয়নপ্রত্যাশীসহ নেতাদের সঙ্গে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি বৈঠকেই সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি বলেন, যেহেতু বিএনপি একটি বড় দল তাই এখানে অনেক পরীক্ষীত ও দুর্দিনের কর্মী থাকা সত্ত্বেও বাস্তবতা হচ্ছে দল থেকে একজনকেই ধানের শীষ প্রতীকের জন্য মনোনয়ন দেয়া হবে। কিন্তু  বাকিদের দলের সাথেই থাকতে হবে। যাকে মনোনয়ন দেয়া হবে তার বাইরে কারও যাওয়ার সুযোগ নেই। মনোনয়ন পাওয়ার পর কোনরকম বিজয় মিছিল বা উদযাপন করা যাবে না। এছাড়া মনোনয়ন একজন পেলেও প্রতিদ্বন্দী সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।
জেলার ৩ সংসদীয় আসনের মধ্য থেকে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসন থেকে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, জেলা আহবায়ক কমিটির সদস্য, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফরহাদ হোসেন প্রমুখ। মুন্সিগঞ্জ-২ (লৌহজং–টংগিবাড়ী) আসন থেকে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা প্রমুখ। মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসন থেকে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন প্রমুখ।

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

২৮ অক্টোবর, ২০২৫,  6:20 PM

news image

গুলশানের দলীয় কার্যালয়ে সোমবার রাত ৮টায় ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে। এতে মুন্সিগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন প্রত্যাশীরা অংশ নিয়ে সরাসরি তারেক রহমানের কাছ থেকে বার্তা পেয়েছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে প্রায় ৪০ মিনিট বক্তব্য রেখেছেন। তবে মনোনয়ন প্রত্যাশীদের কেউ কথা বলার সুযোগ পাননি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীসহ দলটির তৃণমূল পর্যায়ের পাঁচ বিভাগ ও বগুড়ার নেতাদের সঙ্গে এই বৈঠক করে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে মনোনয়নপ্রত্যাশীসহ নেতাদের সঙ্গে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি বৈঠকেই সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি বলেন, যেহেতু বিএনপি একটি বড় দল তাই এখানে অনেক পরীক্ষীত ও দুর্দিনের কর্মী থাকা সত্ত্বেও বাস্তবতা হচ্ছে দল থেকে একজনকেই ধানের শীষ প্রতীকের জন্য মনোনয়ন দেয়া হবে। কিন্তু  বাকিদের দলের সাথেই থাকতে হবে। যাকে মনোনয়ন দেয়া হবে তার বাইরে কারও যাওয়ার সুযোগ নেই। মনোনয়ন পাওয়ার পর কোনরকম বিজয় মিছিল বা উদযাপন করা যাবে না। এছাড়া মনোনয়ন একজন পেলেও প্রতিদ্বন্দী সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।
জেলার ৩ সংসদীয় আসনের মধ্য থেকে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসন থেকে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, জেলা আহবায়ক কমিটির সদস্য, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফরহাদ হোসেন প্রমুখ। মুন্সিগঞ্জ-২ (লৌহজং–টংগিবাড়ী) আসন থেকে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা প্রমুখ। মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসন থেকে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন প্রমুখ।