ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

#
news image

শারমিন আকতার ও স্বর্ণা আকতারের জোড়া হাফ-সেঞ্চুরিতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ২৩৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান করে টাইগ্রেসরা। শারমিন ৭৭ বলে ৫০ এবং স্বর্ণা ৩৫ বলে অপরাজিত ৫১ রান করেন। 

ভারতের বিশাখাপত্তমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সাবধানে খেলে উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৫৩ রান যোগ করে দলকে ভাল শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার। 

১৭তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন রুবাইয়া। ২ বাউন্ডারিতে ৫২ বলে ২৫ রান করেন তিনি। ২৫তম ওভারে বিদায় নেন ফারজানা। ৩টি বাউন্ডারিতে ৭৬ বলে ৩০ রান করেন এই ডান-হাতি ব্যাটার। 

৭৩ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন শারমিন আকতার ও জ্যোতি। তৃতীয় উইকেটে ৯১ বলে ৭৭ রান যোগ করে বাংলাদেশের রান দেড়শতে নেন তারা। ৪১তম ওভারের শুরুতে জ্যোতির বিদায়ে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৫ চারে ৪২ বলে ৩২ রান করেন তিনি। 

জ্যোতি ফেরার পর ক্যারিয়ারের ৫০তম ওয়ানডেতে নবম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শারমিন। অর্ধশতক করেই আউট হন তিনি। ৬টি চারে ৭৭ বলে ৫০ রান করেন তিন নম্বরে নামা শারমিন।

৪৩তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৬৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে শারমিন ফেরার পর বাংলাদেশের রান দ্রুত ঘুরিয়েছেন পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা স্বর্ণা আকতার। শেষ দিকে স্বর্ণার সাথে তাল মিলিয়েছেন রিতু মনি। সপ্তম উইকেটে স্বর্ণা ও রিতুর ১৮ বলে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। 

৩৪ বলে ওয়ানডেতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। তার ৩৫ বলের ইনিংসে ৩টি করে চার-ছক্কা ছিল। ৩ বাউন্ডারিতে ৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন রিতু। 

দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো মালাবা ২ উইকেট নেন।

নিজস্ব প্রতিবেদক :

১৩ অক্টোবর, ২০২৫,  7:46 PM

news image

শারমিন আকতার ও স্বর্ণা আকতারের জোড়া হাফ-সেঞ্চুরিতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ২৩৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান করে টাইগ্রেসরা। শারমিন ৭৭ বলে ৫০ এবং স্বর্ণা ৩৫ বলে অপরাজিত ৫১ রান করেন। 

ভারতের বিশাখাপত্তমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সাবধানে খেলে উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৫৩ রান যোগ করে দলকে ভাল শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার। 

১৭তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন রুবাইয়া। ২ বাউন্ডারিতে ৫২ বলে ২৫ রান করেন তিনি। ২৫তম ওভারে বিদায় নেন ফারজানা। ৩টি বাউন্ডারিতে ৭৬ বলে ৩০ রান করেন এই ডান-হাতি ব্যাটার। 

৭৩ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন শারমিন আকতার ও জ্যোতি। তৃতীয় উইকেটে ৯১ বলে ৭৭ রান যোগ করে বাংলাদেশের রান দেড়শতে নেন তারা। ৪১তম ওভারের শুরুতে জ্যোতির বিদায়ে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৫ চারে ৪২ বলে ৩২ রান করেন তিনি। 

জ্যোতি ফেরার পর ক্যারিয়ারের ৫০তম ওয়ানডেতে নবম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শারমিন। অর্ধশতক করেই আউট হন তিনি। ৬টি চারে ৭৭ বলে ৫০ রান করেন তিন নম্বরে নামা শারমিন।

৪৩তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৬৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে শারমিন ফেরার পর বাংলাদেশের রান দ্রুত ঘুরিয়েছেন পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা স্বর্ণা আকতার। শেষ দিকে স্বর্ণার সাথে তাল মিলিয়েছেন রিতু মনি। সপ্তম উইকেটে স্বর্ণা ও রিতুর ১৮ বলে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। 

৩৪ বলে ওয়ানডেতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। তার ৩৫ বলের ইনিংসে ৩টি করে চার-ছক্কা ছিল। ৩ বাউন্ডারিতে ৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন রিতু। 

দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো মালাবা ২ উইকেট নেন।