ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের বানিজ্য দূত, উচ্চশিক্ষায় সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচন

#
news image

ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অফ ডনক্যাস্টার, ডিবিই। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে তাকে স্বাগত জানান ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারপারসন তামারা হাসান আবেদ এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লিডারশিপ টিমের সদস্যবৃন্দ।

ব্র্যাক ইউনিভার্সিটিতে দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অব ডনক্যাস্টার, ডিবিই এর সফরসঙ্গী ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক; ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসসহ ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।

সফরকালে ব্রিটিশ বানিজ্য দূত ব্র্যাক ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন। পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী অবকাঠামোতে নির্মিত এই ক্যাম্পাস আধুনিক শিক্ষার সুযোগ ও পরিবেশ সচেতনতার একটি অনন্য উদাহরণ।

বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অব ডনক্যাস্টার, ডিবিই বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সাথে বৈঠকে অংশ নেন। আলোচনায় তিনি ব্র্যাক ইউনিভার্সিটি ও সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন এর মধ্যে চলমান শিক্ষা সহযোগিতার প্রতি তার গভীর সমর্থন ব্যক্ত করেন। এ বছরের জুন মাসে যৌথভাবে পিএইচডি প্রোগ্রাম চালু করেছে ব্র্যাক ইউনিভাসিটি ও সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন। যা বিশ্ববিদ্যালয় দুটির বৈশ্বিক গবেষণা, জ্ঞানবিনিময় এবং একাডেমিক সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে। 

দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অব ডনক্যাস্টার ডিবিই-এর এই সফর বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরা এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করার দারুণ সুযোগ তৈরি করেছে।

আলোচনায় অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার অরিফুল ইসলাম; রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড; স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন এর ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক; বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডিন, প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী; সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর এক্সিকিউটিভ ডিরেক্টর মঞ্জুর হাসান; অফিস অব কমিউনিকেশনস এর ডিরেক্টর খায়রুল বাশার এবং অপারেশনস অফিস এর ডিরেক্টর মোহাম্মদ সাজেদুল করিম চৌধুরী।

 

নিজস্ব প্রতিবেদক :

১২ অক্টোবর, ২০২৫,  10:16 PM

news image

ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অফ ডনক্যাস্টার, ডিবিই। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে তাকে স্বাগত জানান ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারপারসন তামারা হাসান আবেদ এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লিডারশিপ টিমের সদস্যবৃন্দ।

ব্র্যাক ইউনিভার্সিটিতে দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অব ডনক্যাস্টার, ডিবিই এর সফরসঙ্গী ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক; ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসসহ ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।

সফরকালে ব্রিটিশ বানিজ্য দূত ব্র্যাক ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন। পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী অবকাঠামোতে নির্মিত এই ক্যাম্পাস আধুনিক শিক্ষার সুযোগ ও পরিবেশ সচেতনতার একটি অনন্য উদাহরণ।

বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অব ডনক্যাস্টার, ডিবিই বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সাথে বৈঠকে অংশ নেন। আলোচনায় তিনি ব্র্যাক ইউনিভার্সিটি ও সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন এর মধ্যে চলমান শিক্ষা সহযোগিতার প্রতি তার গভীর সমর্থন ব্যক্ত করেন। এ বছরের জুন মাসে যৌথভাবে পিএইচডি প্রোগ্রাম চালু করেছে ব্র্যাক ইউনিভাসিটি ও সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন। যা বিশ্ববিদ্যালয় দুটির বৈশ্বিক গবেষণা, জ্ঞানবিনিময় এবং একাডেমিক সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে। 

দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অব ডনক্যাস্টার ডিবিই-এর এই সফর বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরা এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করার দারুণ সুযোগ তৈরি করেছে।

আলোচনায় অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার অরিফুল ইসলাম; রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড; স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন এর ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক; বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডিন, প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী; সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর এক্সিকিউটিভ ডিরেক্টর মঞ্জুর হাসান; অফিস অব কমিউনিকেশনস এর ডিরেক্টর খায়রুল বাশার এবং অপারেশনস অফিস এর ডিরেক্টর মোহাম্মদ সাজেদুল করিম চৌধুরী।