ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

গলাচিপায় জমি বিরোধে হামলা: নারীসহ আহত ৩

#
news image

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের গোলখালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা ভুক্তভোগীর বাড়ির আশপাশে থাকা দুই শতাধিক ফলন্ত গাছ কেটে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান (৪২) জানান, সকাল সাড়ে ৮টার দিকে বিবাদীপক্ষ দেশীয় অস্ত্রসহ তার পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক চাষাবাদ করতে আসে। তিনি বাধা দিলে তাকে, তার স্ত্রী মোসাঃ আসমা আক্তার (২৮) এবং মা মোসাঃ হেনোয়ারা বেগমকে (৬৫) এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় মিজানুর অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা মিজানুরের স্ত্রী আসমার গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় এবং তার স্বামীর একটি স্মার্টফোন নিয়ে যায়। এরপর বাড়ির আঙিনা ও আশপাশের জমিতে থাকা কলাগাছ, আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কেটে বিনষ্ট করে।

এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে জাহাঙ্গীর হাওলাদার, হারুন হাওলাদার, মাসুদ হাওলাদার, জাকির প্যাদা ও হানিফ হাওলাদারকে আসামি করে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ (সিরিয়াল নং: ১৮৩৭/২৫) দায়ের করেছেন।

স্থানীয় ইউপি সদস্য গাজী সালাউদ্দিন জানান, "ভুক্তভোগীরা বিষয়টি আমাকে জানায়নি। সংবাদ মাধ্যমে জানার পর আমি সরজমিনে গিয়েছি। এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।"

গলাচিপা থানার ওসি আশাদুর রহমান জানান, "অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

পটুয়াখালী প্রতিনিধি :

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  4:39 PM

news image

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের গোলখালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা ভুক্তভোগীর বাড়ির আশপাশে থাকা দুই শতাধিক ফলন্ত গাছ কেটে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান (৪২) জানান, সকাল সাড়ে ৮টার দিকে বিবাদীপক্ষ দেশীয় অস্ত্রসহ তার পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক চাষাবাদ করতে আসে। তিনি বাধা দিলে তাকে, তার স্ত্রী মোসাঃ আসমা আক্তার (২৮) এবং মা মোসাঃ হেনোয়ারা বেগমকে (৬৫) এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় মিজানুর অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা মিজানুরের স্ত্রী আসমার গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় এবং তার স্বামীর একটি স্মার্টফোন নিয়ে যায়। এরপর বাড়ির আঙিনা ও আশপাশের জমিতে থাকা কলাগাছ, আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কেটে বিনষ্ট করে।

এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে জাহাঙ্গীর হাওলাদার, হারুন হাওলাদার, মাসুদ হাওলাদার, জাকির প্যাদা ও হানিফ হাওলাদারকে আসামি করে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ (সিরিয়াল নং: ১৮৩৭/২৫) দায়ের করেছেন।

স্থানীয় ইউপি সদস্য গাজী সালাউদ্দিন জানান, "ভুক্তভোগীরা বিষয়টি আমাকে জানায়নি। সংবাদ মাধ্যমে জানার পর আমি সরজমিনে গিয়েছি। এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।"

গলাচিপা থানার ওসি আশাদুর রহমান জানান, "অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"