ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

#
news image

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে বড় জয় দিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করল পাকিস্তান ক্রিকেট দল। আজ ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৯৩ রানে হারিয়েছে ওমানকে।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় পাকিস্তান। খালি হাতে সাজঘরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব।

দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ৮৫ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ও উইকেটরক্ষক মোহাম্মদ হারিস। ২৯ রানে ফারহান ফিরলেও টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন হারিস।

দলীয় রান ১শ’ পার করে আউট হন হারিস। ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৬৬ রান করেন তিনি।

মিডল অর্ডারে অধিনায়ক সালমান আগা শূন্য ও হাসান নওয়াজ ৯ রানে আউট হলে দলীয়  ১২০ রানে পঞ্চম উইকেট পতনে বড় সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যায় পাকিস্তানের।

তবে ডেথ ওভারে ফখর জামান ও মোহাম্মদ নওয়াজের মারমুখী ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।

ফখর ১৬ বলে অপরাজিত ২৩ এবং মোহাম্মদ ১০ বলে ৪টি চারে ১৯ রান করেন।  শেষ দিকে ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে ৪ বলে ৮ রান ।

ওমানের শাহ ফয়সাল ও আমির কালিম ৩টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে পাকিস্তান বোলারদের তোপে ১৬ দশমিক ৪ ওভারে ৬৭ রানে অলআউট হয় ওমান। দলের হয়ে মাত্র তিন জন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পেরেছেন। 

হাম্মাদ মির্জা সর্বোচ্চ ২৭, আমির কালিম ১৩ এবং শাকিল আহমেদ ১০ রান করেন। 

বল হাতে পাকিস্তানের সাইম, সুফিয়ান মুকিম ও ফাহিম ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ১৬০/৭, ২০ ওভার (হারিস ৬৬, ফারহান ২৯, কালিম ৩/৩১)। 

ওমান : ৬৭/১০, ১৬.৪ ওভার (মির্জা ২৭, কালিম ১৩, ফাহিম ২/৬)। 

ফল : পাকিস্তান ৯৩ রানে জয়ী।

নিজস্ব প্রতিবেদক :

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  5:31 PM

news image

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে বড় জয় দিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করল পাকিস্তান ক্রিকেট দল। আজ ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৯৩ রানে হারিয়েছে ওমানকে।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় পাকিস্তান। খালি হাতে সাজঘরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব।

দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ৮৫ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ও উইকেটরক্ষক মোহাম্মদ হারিস। ২৯ রানে ফারহান ফিরলেও টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন হারিস।

দলীয় রান ১শ’ পার করে আউট হন হারিস। ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৬৬ রান করেন তিনি।

মিডল অর্ডারে অধিনায়ক সালমান আগা শূন্য ও হাসান নওয়াজ ৯ রানে আউট হলে দলীয়  ১২০ রানে পঞ্চম উইকেট পতনে বড় সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যায় পাকিস্তানের।

তবে ডেথ ওভারে ফখর জামান ও মোহাম্মদ নওয়াজের মারমুখী ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।

ফখর ১৬ বলে অপরাজিত ২৩ এবং মোহাম্মদ ১০ বলে ৪টি চারে ১৯ রান করেন।  শেষ দিকে ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে ৪ বলে ৮ রান ।

ওমানের শাহ ফয়সাল ও আমির কালিম ৩টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে পাকিস্তান বোলারদের তোপে ১৬ দশমিক ৪ ওভারে ৬৭ রানে অলআউট হয় ওমান। দলের হয়ে মাত্র তিন জন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পেরেছেন। 

হাম্মাদ মির্জা সর্বোচ্চ ২৭, আমির কালিম ১৩ এবং শাকিল আহমেদ ১০ রান করেন। 

বল হাতে পাকিস্তানের সাইম, সুফিয়ান মুকিম ও ফাহিম ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ১৬০/৭, ২০ ওভার (হারিস ৬৬, ফারহান ২৯, কালিম ৩/৩১)। 

ওমান : ৬৭/১০, ১৬.৪ ওভার (মির্জা ২৭, কালিম ১৩, ফাহিম ২/৬)। 

ফল : পাকিস্তান ৯৩ রানে জয়ী।