ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

কালিয়াকৈরে বোনের বসতবাড়িতে ভাইয়ের  হামলা, থানায় অভিযোগ 

#
news image

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কে,এন,বি বাজারের পার্শ্ববর্তী একাব্বর ফকিরের বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। উক্ত ঘটনায় একাব্বর ফকিরের স্ত্রী বাদী হয়ে শুকুর আলীর ছেলে পিয়ার আলী এবং পিয়ার আলীর ছেলে আলী হোসেন (৩৫)  দুইজনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ বয়ান মতে ২০/০৮/২০২৫ইং রাত আনুমানিক ১০:৩০ মিঃ বাদীনিকে তার বসত বাড়িতে একাকী দেখতে পেয়ে  পূর্ব শত্রুতার জের ধরে বিবাদি  পিয়ার আলী এবং তার ছেলে  আলী হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে গালিগালাজ এর কারণ জানতে চাইলে বিবাদী ২ ক্ষিপ্ত হয়ে তাহার হাতে থাকা ধারালো  দা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ মারে বাদিনি আত্মরক্ষায় সরে গেলে উক্ত কোপ পায়ে লাগে এতে বাদিনী ফারজানা আক্তার  রক্তাক্ত জখম হইলে তাহার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসার উপস্থিতির টের পেয়ে বাদিনি সপরিবারে ব্যবহৃত তিনটি স্মার্ট ফোন ও নগদ ৫০০০০ টাকা নিয়ে নেই। এবং বিবাদী গণের কোন কার্যকলাপে বাধা প্রদান করিলে খুন করার হুমকি দিয়ে চলে যায়। এবিষয়ে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরুজ্জামান বলেন অভিযোগপত্র এখনো হাতে পাইনি অভিযোগের কপি হাতে পাইলে তদন্ত সাপেক্ষে আইনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

২৪ আগস্ট, ২০২৫,  2:49 AM

news image

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কে,এন,বি বাজারের পার্শ্ববর্তী একাব্বর ফকিরের বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। উক্ত ঘটনায় একাব্বর ফকিরের স্ত্রী বাদী হয়ে শুকুর আলীর ছেলে পিয়ার আলী এবং পিয়ার আলীর ছেলে আলী হোসেন (৩৫)  দুইজনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ বয়ান মতে ২০/০৮/২০২৫ইং রাত আনুমানিক ১০:৩০ মিঃ বাদীনিকে তার বসত বাড়িতে একাকী দেখতে পেয়ে  পূর্ব শত্রুতার জের ধরে বিবাদি  পিয়ার আলী এবং তার ছেলে  আলী হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে গালিগালাজ এর কারণ জানতে চাইলে বিবাদী ২ ক্ষিপ্ত হয়ে তাহার হাতে থাকা ধারালো  দা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ মারে বাদিনি আত্মরক্ষায় সরে গেলে উক্ত কোপ পায়ে লাগে এতে বাদিনী ফারজানা আক্তার  রক্তাক্ত জখম হইলে তাহার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসার উপস্থিতির টের পেয়ে বাদিনি সপরিবারে ব্যবহৃত তিনটি স্মার্ট ফোন ও নগদ ৫০০০০ টাকা নিয়ে নেই। এবং বিবাদী গণের কোন কার্যকলাপে বাধা প্রদান করিলে খুন করার হুমকি দিয়ে চলে যায়। এবিষয়ে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরুজ্জামান বলেন অভিযোগপত্র এখনো হাতে পাইনি অভিযোগের কপি হাতে পাইলে তদন্ত সাপেক্ষে আইনিক ব্যবস্থা নেওয়া হবে।