ঢাকা ০৩ ডিসেম্বর, ২০২৫
শিরোনামঃ
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুরে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  পিরোজপুরে  সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর অতর্কিত হামলা বাগেরহাট যুবদলের কোরান খতম ও দোয়া মাহফিল বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে সরকার সহায়তা করবে : পররাষ্ট্র উপদেষ্টা দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া : জাহিদ হোসেন এলপিজি দাম সমন্বয় করেছে সরকার

অপতথ্যের বিরুদ্ধে একসঙ্গে লড়াই শুরুর আহ্বান সিইসির

#
news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলা এখন সময়ের দাবি। এজন্য নির্বাচন কমিশন (ইসি) তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে।

আজ বৃহস্পতিবার ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া উদ্বোধনী ভাষণে তিনি জানান, এই প্ল্যাটফর্মে নির্বাচন কমিশনের যাবতীয় তথ্য নির্ভরযোগ্য, সহজ ও সুন্দরভাবে সবার কাছে পৌঁছে দেওয়া হবে। এতে থাকবে ভোটার রেজিস্ট্রেশনের নিয়ম-কানুন, নির্বাচনী সময়সূচি, প্রার্থীদের করণীয়, ভোটারদের অধিকার ও দায়িত্ব এবং নির্বাচন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা।

সিইসি বলেন, নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে যুক্ত করাই কমিশনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা চাই প্রত্যেক নাগরিককে সচেতন করে দেশের গণতন্ত্রায়নে অংশগ্রহণ নিশ্চিত করতে।’

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং স্বচ্ছতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সব তথ্যাবলী আমরা গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করবো, যাতে মানুষের আস্থা বৃদ্ধি পায় এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা আরও দৃঢ় হয়।’

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারকে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিইসি সতর্ক করেন যে, মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য এবং অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো তথ্য বিশ্বাস করার আগে যাচাই করুন। যাচাই না করে শেয়ার করবেন না। সত্যতা যাচাই না করে কোনো তথ্য গ্রহণ করবেন না।’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা সবাই মিলে এই অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান, যাতে আপনারা আমাদের সঙ্গে একত্রে কাজ করেন, সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করেন এবং প্রতিটি ভোট ও কণ্ঠস্বরের গুরুত্ব প্রতিষ্ঠিত হয়।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে চাই। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা পেলে আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।’

নির্বাচন কমিশনের নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভোটার, প্রার্থী এবং সাধারণ মানুষ সহজেই নির্বাচন সম্পর্কিত সব তথ্য পাবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

নিজস্ব প্রতিবেদক :

২১ আগস্ট, ২০২৫,  10:16 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলা এখন সময়ের দাবি। এজন্য নির্বাচন কমিশন (ইসি) তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে।

আজ বৃহস্পতিবার ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া উদ্বোধনী ভাষণে তিনি জানান, এই প্ল্যাটফর্মে নির্বাচন কমিশনের যাবতীয় তথ্য নির্ভরযোগ্য, সহজ ও সুন্দরভাবে সবার কাছে পৌঁছে দেওয়া হবে। এতে থাকবে ভোটার রেজিস্ট্রেশনের নিয়ম-কানুন, নির্বাচনী সময়সূচি, প্রার্থীদের করণীয়, ভোটারদের অধিকার ও দায়িত্ব এবং নির্বাচন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা।

সিইসি বলেন, নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে যুক্ত করাই কমিশনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা চাই প্রত্যেক নাগরিককে সচেতন করে দেশের গণতন্ত্রায়নে অংশগ্রহণ নিশ্চিত করতে।’

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং স্বচ্ছতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সব তথ্যাবলী আমরা গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করবো, যাতে মানুষের আস্থা বৃদ্ধি পায় এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা আরও দৃঢ় হয়।’

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারকে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিইসি সতর্ক করেন যে, মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য এবং অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো তথ্য বিশ্বাস করার আগে যাচাই করুন। যাচাই না করে শেয়ার করবেন না। সত্যতা যাচাই না করে কোনো তথ্য গ্রহণ করবেন না।’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা সবাই মিলে এই অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান, যাতে আপনারা আমাদের সঙ্গে একত্রে কাজ করেন, সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করেন এবং প্রতিটি ভোট ও কণ্ঠস্বরের গুরুত্ব প্রতিষ্ঠিত হয়।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে চাই। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা পেলে আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।’

নির্বাচন কমিশনের নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভোটার, প্রার্থী এবং সাধারণ মানুষ সহজেই নির্বাচন সম্পর্কিত সব তথ্য পাবে বলে আশা প্রকাশ করেন সিইসি।